শ‍্যুটকেসের মতো অনবদ্য প‍্যাটার্নের সঙ্গে লঞ্চ হবে Realme GT Master Edition, জেনে নিন বিশেষত্ব

আগামী 21 জুলাই চীনে Realme GT Master Edition লঞ্চ করবে। আবার গুজব শোনা যাচ্ছে এই ফোনটির সঙ্গে Realme GT Master Explorer Edition ফোনটিও লঞ্চ করা হতে পারে। কোম্পানি তাদের আগামী Realme GT Master Edition ফোনটি জাপানের ডিজাইনার Naoto Fukusawa নামে বিখ্যাত রিটেইল ব্র‍্যান্ড MUJI এর সঙ্গে মিলে তৈরি করেছে। লঞ্চের আগেই Realme GT Master Edition এর প্রমোশনাল ইমেজ অনলাইনে লিক হয়েছে যার ফলে ফোনটির রেয়ার ডিজাইন সম্পূর্ণভাবে দেখা গেছে। এই ফোনটি ম‍্যাট ফিনিশিং সহ গ্ৰে কালারে ইউনিক ডিজাইনের সঙ্গে দেখানো হয়েছে।

Realme GT Master Edition এর অসাধারণ ডিজাইন

আপকামিং Realme GT Master Edition এর অনবদ্য ডিজাইন অনেকটা কোনো শ‍্যুটকেসের মতো। এই ফোনের ব‍্যাক প‍্যানেলে Naoto Fukusawa এর অটোগ্রাফ রয়েছে। জানিয়ে রাখি MUJI আসলে জাপানের একটি অন‍্যতম শ‍্যুটকেস প্রস্ততকারী কোম্পানি। ছবিতে ফোনটির ব‍্যাক প‍্যানেলে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ, গ্লাস ব‍্যাক প‍্যানেল এবং ফ্রেমে 5জি অ্যান্টেনা দেখা গেছে।

Realme GT Master Edition এর স্পেসিফিকেশন

কোম্পানি তাদের আগামী Realme GT Master Edition ফোনটিতে 120 হার্টস রিফ্রেশরেটযুক্ত এবং পাঞ্চ হোল কাট‌আউটসহ 6.43 ইঞ্চির FHD+ sAMOLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এই ফোনে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 778 চিপসেট দেওয়া হয়েছে বলে জানা গেছে। এই ফোনে 12 জিবি র‍্যাম এবং 256 জিবি স্টোরেজ যোগ করা হতে পারে। এছাড়াও এই ফোনের স্টোরেজ মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে বাড়ানো যায়। এই ফোনটি অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমের সঙ্গে রিয়েলমি 2.0 তে কাজ করবে।

পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Realme GT Master Edition এ 65 ওয়াট সুপার ডার্ট ফাস্ট চার্জ টেকনোলজিযুক্ত 4,300 এম‌এএইচের ব‍্যাটারি দেওয়া হতে পারে। ফোটোগ্রাফির জন্য এই ফোনে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সরযুক্ত ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হবে বলে শোনা গেছে। এই ফোনের ফ্রন্ট প‍্যানেলে 32 মেগাপিক্সেলের সেলফি ক‍্যামেরা থাকবে। সিকিউরিটি ফিচার হিসেবে এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখা যাবে। কানেক্টভিটির জন্য এতে 5জি, 4জি এলটিই, ডুয়েল ব‍্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ 5.0, জিপিএস এবং ইউএসবি টাইপ সি পোর্ট দেওয়া হবে।

Realme GT Master Edition এর দাম

জানা গেছে ইউরোপের মার্কেটে Realme GT Master Edition এর 8 জিবি র‍্যাম এবং 256 জিবি স্টোরেজযুক্ত বেস ভেরিয়েন্ট 399 ইউরো অর্থাৎ প্রায় 35,300 টাকা দামে পেশ করা হতে পারে। এক‌ইভাবে ফোনটির বড় ভেরিয়েন্ট 12 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজসহ পেশ করা হবে বলে জানা গেছে এবং এর দাম রাখা হতে পারে 449 ইউরো অর্থাৎ প্রায় 39,700 টাকা।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here