9,999।টাকা দামে লঞ্চ হল 5000mAh ব‍্যাটারী এবং 4GB RAM যুক্ত Realme Narzo 10A

টেক কোম্পানি রিয়েলমি গত মে মাসে তাদের ভারতীয় ফ‍্যানদের জন্য নতুন স্মার্টফোন সিরিজ Realme Narzo পেশ করেছিল। এই সিরিজে কোম্পানি Realme Narzo 10 এবং Narzo 10A নামে দুটি ফোন লঞ্চ করে। দীর্ঘমেয়াদী ব‍্যাটারী ও বড় ডিসপ্লেওয়ালা এই ফোনদুটি কোম্পানি অ্যাফোর্ডেবল প্রাইস রেঞ্জে পেশ করেছিল। এর মধ্যে Realme Narzo 10A ফোনটি 3 জিবি র‍্যামের সঙ্গে 32 জিবি মেমরিসহ একটি মাত্র ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে যার দাম 8,999 টাকা। এবার কোম্পানির পক্ষ থেকে ভারতে এই ফোনটির 4 জিবি র‍্যামযুক্ত একটি নতুন ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে।

Realme Narzo 10A এর এই নতুন ভেরিয়েন্ট ফ্লিপকার্টে লিস্টেড করে দেওয়া হয়েছে। এই লিস্টিং অনুযায়ী ফোনটির নতুন ভেরিয়েন্টে 4 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি ইন্টারনাল স্টোরেজ আছে। ফোনটির প্রোডাক্ট পেজে এই নতুন ভেরিয়েন্টের দাম 9,999 টাকা লেখা হয়েছে। Realme Narzo 10A এর আগামী সেল আগামীকাল দুপুর 12টার সময় আয়োজন করা হবে এবং একই সঙ্গে দেশে ফোনটির নতুন 4 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের‌ও সেল শুরু হয়ে যাবে।

Realme Narzo 10A 

কোম্পানির পক্ষ থেকে Realme Narzo 10A ফোনটি 1600 × 720 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.5 ইঞ্চির এইচডি+ ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছে যা কর্নিং গোরিলা গ্লাস 3 দিয়ে প্রোটেক্টেড। ফোনটি অ্যান্ড্রয়েড 10 যুক্ত রিয়েলমি ইউআইসহ লঞ্চ করা হয়েছে যা অক্টাকোর প্রসেসরের সঙ্গে মিডিয়াটেক হেলিও জি70 চিপসেটে রান করে।

ফোটোগ্রাফির জন্য Realme Narzo 10A এর ব‍্যাক প‍্যানেলে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপের প্রাইমারি ক‍্যামেরা সেন্সরটি 12 মেগাপিক্সেলের এবং এফ/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন। এর সঙ্গে এই সেট‌আপে এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেলের পোর্ট্রেট লেন্স এবং এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেলের‌ই ম‍্যাক্রো লেন্স আছে। এক‌ইভাবে ভিডিও কল ও সেলফির জন্য Realme Narzo 10A তে এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে।

Realme Narzo 10A একটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম ফোন। সব ধরনের বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে সিকিউরিটির জন্য এই ফোনের ব‍্যাক প‍্যানেলে রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 5,000 এম‌এএইচের ব‍্যাটারী আছে। বর্তমানে Realme Narzo 10A এর 3 জিবি র‍্যাম ও 32 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 8,999 টাকা এবং 4 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি মেমরি ভেরিয়েন্ট 9,999 টাকা দামে সেল করা হচ্ছে।

অন‍্যদিকে Realme Narzo 10 ফোনটিতে কোম্পানি 4 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি ইন্টারনাল স্টোরেজ যোগ করেছে। মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে এই ফোনের স্টোরেজ 256 জিবি পর্যন্ত বাড়ানো যায়। ভারতে ফোনটি 11,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে যা That White এবং That Green কালার ভেরিয়েন্টে সেল করা হচ্ছে। Realme Narzo সিরিজের স্মার্টফোন কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট ছাড়াও শপিং সাইট ফ্লিপকার্ট থেকে কেনা যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

    

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here