এখানে লাইভ দেখুন ভারতে Realme Narzo 70 Pro 5G ফোনের লঞ্চ, অ্যাডভান্স ফিচার সহ আসতে চলেছে এই ফোন

ভারতে 19 মার্চ Realme Narzo 70 Pro 5G ফোনটি লঞ্চ হবে। এটি একটি মিড রেঞ্জ স্মার্টফোন হবে এবং ফোনটির দাম 20 হাজার টাকা হতে পারে। অ্যাডভান্স ফিচার এবং সুন্দর স্পেসিফিকেশন সহ অসাধারণ Realme Narzo 70 Pro 5G ফোনটির ভারতে লঞ্চ লাইভ দেখার জন্য এখানে ক্লিক করুন।

এখানে দেখুন ভারতে Narzo 70 Pro 5G লঞ্চ:

ভারতে Realme Narzo 70 Pro 5G ফোনের লঞ্চ ডিটেইল

রিয়েলমি ভারতে 19 মার্চ তাদের নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। 19 মার্চ দুপুর 12টায় Realme Narzo 70 Pro 5G ফোনটির লঞ্চ ইভেন্ট শুরু হবে। Narzo 70 Pro 5G ফোনের ভারতে লঞ্চ সমস্ত সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম সহ কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে লাইভ দেখানো হবে। একই সঙ্গে শপিং সাইট আমাজনেও এই ফোনের প্রোডাক্ট পেজ লাইভ করে দেওয়া হয়েছে। আমাজন লিস্টিং অনুযায়ী ফোনটি এই শপিং সাইটেই সেল করা হবে।

Realme Narzo 70 Pro 5G এর দাম (লিক)

লিক অনুযায়ী মনে করা হচ্ছে রিয়েলমি তাদের এই নতুন ফোনটি মিড রেঞ্জে পেশ করবে এবং এই ফোনটির দাম 20,000 টাকার চেয়ে কম হবে। এই দামে Realme Narzo 70 Pro 5G ফোনটিকে iQOO Z9 5G ফোনের সাথে কড়া প্রতিযোগিতায় নামতে হবে। ভারতে এই নতুন আইকু ফোনটিকে 19,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল।

Realme Narzo 70 Pro 5G এর ফিচার

  • ক্যামেরা: রিয়েলমি নারজো 70 প্রো 5জি ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা দেওয়া হবে। এতে ওআইএস টেকনোলজি সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি সোনী IMX890 সেন্সর থাকতে পারে।
  • স্ক্রিন: নতুন নারজো ফোনে পাঞ্চ-হোল স্টাইলের স্ক্রিন যোগ করা হবে। এই স্ক্রিনটি ওএলইডি প্যানেল দিয়ে তৈরি হবে এবং 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এই ডিসপ্লেতে 2000 নিট ব্রাইটনেস পাওয়া যাবে।
  • চার্জিং: এই ফোনে কত এমএএইচ ব্যাটারি থাকবে সেই বিষয়ে কিছু জানা যায়নি, তবে কোম্পানি তাদের নারজো 70 প্রো 5জি ফোনে 67 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি যোগ করবে বলে জানিয়ে দিয়েছে।
  • এয়ার জেস্চার: কোম্পানি এই ফোনের এয়ার জেস্চার ফিচার সম্পর্কে বিশেষভাবে টিজ করছে। এই ফিচারের মাধ্যমে ফোনটি স্পর্শ না করেই স্ক্রিন এবং অ্যাপ নেভিগেট করা যাবে। শুধুমাত্র ইশারা করেই অ্যাপ খোলা-বন্ধ করা, স্ক্রিন স্ক্রলিং, স্ক্রিনশট নেওয়া, হোম পেজ অ্যাক্সেস ইত্যাদি কাজগুলি করা যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here