রিয়েলমি অবশেষে তাদের ‘কিউ’ সিরিজে একসঙ্গে নতুন তিনটি স্মার্টফোন লঞ্চ করে দিয়েছে। বেশ কিছু দিন ধরে সমালোচিত এই ফোনগুলি আপাতত কোম্পানির পক্ষ থেকে কোম্পানির ঘরোয়া মার্কেট অর্থাৎ চীনে লঞ্চ করা হয়েছে। কোম্পানির এই সিরিজে Realme Q2, Realme Q2 Pro এবং Realme Q2i স্মার্টফোন পেশ করা হয়েছে। এর মধ্যে থেকে Realme Q2 Pro ফোনটি Leather ফিনিশিংসহ লঞ্চ করা হয়েছে। এই সিরিজের Realme Q2 এবং Realme Q2 Pro ফোনদুটি লুক ও ডিজাইনের দিক থেকে আনেকটাই একরকম। তবে ফিচারের ক্ষেত্রে কিছু পার্থক্য আছে। এই পোস্টে এই দুটি ফোনের ফিচার সম্পর্কে আলোচনা করা হলো।
ডিজাইন
Realme Q2 এবং Realme Q2 Pro ফোনদুটি ডিজাইনের দিক থেকে অনেকটা এক রকম দেখতে। এই দুটি ফোনেই পাঞ্চ হোল দেওয়া হয়েছে। ফোনের ফ্রন্ট প্যানেলে ডিসপ্লের ওপরের ডানদিকে এই পাঞ্চ হোল অবস্থিত। ফোনটির ওপরে ও দুই দিকে সাইডে অত্যন্ত পাতলা বেজল আছে। তবে নিচের দিকে কিছুটা চিন পার্ট রয়েছে। এই নতুন সিরিজের ডানদিকে পাওয়ার বাটন ও বাঁদিকে ভলিউম রকার বাটন ও সিম ট্রে আছে। ফোনদুটির নিচের প্যানেলে স্পীকার গ্ৰিল, মাইক ও টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে। এছাড়া Realme Q2 এর ব্যাক প্যানেলে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ ও Realme Q2 Pro তে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ আছে।
ডিসপ্লে
ডিসপ্লের দিক থেকে ফোনদুটি যথেষ্ট আলাদা। Realme Q2 তে 120 হার্টস রিফ্রেসরেট ও 180 হার্টস টাচ স্যাম্পেলিং রেটযুক্ত 6.5 ইঞ্চির FHD+ LCD ডিসপ্লে আছে। অন্যদিকে Realme Q2 Pro তে 6.43 ইঞ্চির FHD+ Super AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে এবং এতে 180হার্টস টাচ স্যাম্পেলিং রেট ও 600 নিটস পীক ব্রাইটনেস আছে।
আরও পড়ুন: ভারতে লঞ্চের আগেই জানা গেল LG Velvet এর দাম, অসাধারণ এই ফোনের ডিজাইন
হার্ডওয়্যার
Realme Q2 এবং Realme Q2 Pro তে MediaTek Dimensity 8000 চিপসেট দেওয়া হয়েছে। Realme Q2 ফোনটি 4 জিবি ও 6 জিবি র্যাম ও 128 জিবি ইন্টারনাল স্টোরেজ আছে। অন্যদিকে Realme Q2 Pro তে 8 জিবি র্যামের সঙ্গে 128 জিবি ও 256 জিবি মেমরি দেওয়া হয়েছে।
ক্যামেরা
Realme Q2 ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর, 119 ডিগ্রি ফিল্ড অফ ভিউয়ের ক্ষমতাসম্পন্ন 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স আছে। এছাড়া এতে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। অন্যদিকে Realme Q2 Pro তে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ আছে। এই সেটআপে 48 মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স, 119 ডিগ্রি ফিল্ড অফ ভিউয়ের ক্ষমতাসম্পন্ন 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেলের B&W পোর্ট্রেট লেন্স ও 2 মেগাপিক্সেলের 4cm ম্যাক্রো লেন্স দেওয়া হয়েছে। এছাড়া সেলফির জন্য এতেও 16 মেগাপিক্সেলের লেন্স আছে।
আরও পড়ুন: 21MP পপ-আপ ক্যামেরাসহ ভারতে এলো সুন্দর নতুন স্মার্টফোন, 6 জিবি র্যামের সঙ্গে আগামী সপ্তাহে সেল
ব্যাটারী
Realme Q2 Pro তে পাওয়ার ব্যাকআপের জন্য 65 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,300 এমএএইচের ব্যাটারী ও ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে। অন্যদিকে Realme Q2 তে 30 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজিযুক্ত 5,000 এমএএইচের ব্যাটারী দেওয়া হয়েছে। উভয় ফোনে অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের সঙ্গে বেসিক কানেক্টিভিটি ফিচার আছে।
দাম
Realme Q2 ফোনটির 4 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম CNY 1,299 (প্রায় 14,000 টাকা) রাখা হয়েছে এবং এর 6 জিবি র্যাম ও 128 জিবি ভেরিয়েন্ট CNY 1,399 (প্রায় 15,200 টাকা) দামে লঞ্চ করা হয়েছে। একইভাবে Realme Q2 Pro ফোনটির 8 জিবি র্যামের সঙ্গে 128 জিবি মেমরি ভেরিয়েন্ট CNY 1,799 (প্রায় 19,500 টাকা) দামে লঞ্চ করা হয়েছে এবং ফোনটির 8 জিবি র্যাম ও 256 স্টোরেজ ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে CNY 1,999 (প্রায় 21,700 টাকা)।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন