Coolpad ব্র্যান্ড দীর্ঘদিন পর আবার ভারতে সক্রিয় হয়েছে। কোম্পানি ভারতে তাদের Coolpad Cool 6 নামের আগামী স্মার্টফোন লঞ্চের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত। কুলপ্যাড স্বয়ং এই ফোনটির লঞ্চ ডেট সম্পর্কে কিছু না জানালেও শপিং সাইট আমাজন ইন্ডিয়াতে ফোনটি লিস্টেড করে দেওয়া হয়েছে। আমাজনের এই লিস্টিং থেকে ফোনটি লঞ্চের আগেই Coolpad Cool 6 এর কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে।
আরও পড়ুন: 20,000 টাকার বাজেটে টপ 5 স্মার্টফোন
ক্যামেরা সেটআপ
আমাজনের লিস্টিঙে Coolpad Cool 6 এর ক্যামেরা সেগমেন্ট সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়েছে। এই ফোনটি পপ আপ ক্যামেরাসহ লঞ্চ করা হবে। এই ক্যামেরা মেকানিজম ফোনটির ওপরের প্যানেলে বাঁদিকে অবস্থিত যা সেলফির কম্যান্ড দিলে বাইরে বেরিয়ে আসে। Coolpad Cool 6 এর এই পপ আপ ক্যামেরা মডিউলে 21 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর থাকবে। কোম্পানি এর নাম রেখেছে AI Rising সেলফি ক্যামেরা।
একইভাবে ফোনটির ব্যাক প্যানেলে ওপরের ডানদিকে ভার্টিক্যাল শেপে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এই সেটআপের নিচে ফ্ল্যাশ লাইট ও 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর দেওয়া হবে। এছাড়া Coolpad Cool 6 এর রেয়ার ক্যামেরা সেটআপে 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর ও 2 মেগাপিক্সেলেরই একটি তৃতীয় সেন্সর থাকবে।
আরও পড়ুন: 8GB RAM ও 48MP ক্যামেরাসহ লঞ্চ হলো Vivo Y73s, জেনে নিন দাম ও ফিচার
প্রসেসিঙের ক্ষমতা
Coolpad Cool 6 সম্পর্কে জানা গেছে এই ফোনটি ভারতে দুটি ভেরিয়েন্টে লঝ করা হবে। ফোনটির বেস ভেরিয়েন্টে 4 জিবি র্যামের সঙ্গে 64 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হবে এবং এর দ্বিতীয় ভেরিয়েন্টে 6 জিবি র্যাম ও 128 জিবি মেমরি থাকবে। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমযুক্ত এই ফোনে মিডিয়াটেক হেলিও পি70 চিপসেট দেখা যাবে।
Coolpad Cool 6 ফোনটির ব্যাক প্যানেলে সিকিউরিটির জন্য রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হবে। পপ আপ ক্যামেরা থাকায় এই ফোনে কোনো নচ বা পাঞ্চ হোল ছাড়া ফুল ভিউ ডিসপ্লে উপভোগ করা যাবে। ভারতে এই ফোনটি Blue ও Silver দুটি কালার ভেরিয়েন্টে সেল করা হবে। আশা করা হচ্ছে আগামী 16 অক্টোবর আমাজন ইন্ডিয়ার ফেস্টিভ্যাল সেলে Coolpad Cool 6 এর সেল শুরু হবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন