Exclusive : 22,990 টাকা দামে লঞ্চ হবে Samsung Galaxy A51 এবং Galaxy A71 এর দাম হবে 29,990 টাকা

স‍্যামসাঙের নতুন “গ‍্যালাক্সি এ” সিরিজ সম্পর্কে বিগত কয়েক মাস ধরে সমালোচনা চলছে। কিন্তু কোম্পানি গত মাসেই ভিয়েতনামে Samsung Galaxy A51 এবং Galaxy A71 ফোনদুটি লঞ্চ করে দিয়েছে। এর পর থেকেই খবর আসতে থাকে যে এই ফোনদুটি খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চ হতে চলেছে এবং এবার আমাদের কাছে এবিষয়ে এক্সক্লুসিভ খবর আছে। ইতিমধ্যে দিল্লির এনসিআরে Samsung Galaxy A51 এর পোস্টার লাগানো শুরু হয়ে গেছে এবং আগামী সপ্তাহের মধ্যেই এই ফোনদুটি ভারতে লঞ্চ হতে পারে। আজ আমরা এই ফোনদুটির দাম জানতে পেরেছি। ভারতীয় মার্কেটে Samsung Galaxy A51 ফোনটি 22,990 টাকা দামে লঞ্চ করা হবে এবং Galaxy A71 এর দাম 29,990 টাকা হবে। অফলাইন রিটেইল সোর্স থেকে আমরা এই খবর পেয়েছি এবং তারা আরও জানিয়েছেন আগামী মকর সংক্রান্তির আগে বা পরে এই ফোনগুলি লঞ্চ করা হতে পারে।

আরও পড়ুন: লঞ্চ হল Realme এর প্রথম 5G ফোন, এতে আছে ডুয়েল পাঞ্চ হোল ডিসপ্লে, 12 জিবি র‍্যাম ও 64 মেগাপিক্সেল কোয়াড রেয়ার ক‍্যামেরা

Samsung Galaxy A51 এর স্পেসিফিকেশন

আগেই বলা হয়েছে Samsung Galaxy A51 এবং Galaxy A71 ইতিমধ্যে তাইবানে লঞ্চ করা হয়েছে তাই আমরা আগে থেকেই এই ফোনদুটির স্পেসিফিকেশন জানি। Samsung Galaxy A51 ফোনটিতে 1080 × 2400 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.5 ইঞ্চির সুপার এমোলেড পাঞ্চ হোল ডিসপ্লে আছে। কোম্পানির পক্ষ থেকে এটি “ইনফিনিটি ও” ডিসপ্লে নামে পেশ করা হয়েছে।

Samsung Galaxy A51 ফোনটি 2.3 গিগাহার্টস অক্টাকোর প্রসেসরের সঙ্গে স‍্যামসাঙের এক্সিনস 9611 চিপসেটে রান করে। এই ফোনটি 4 জিবি, 6 জিবি এবং 8 জিবির র‍্যাম ভেরিয়েন্টে পেশ করা হয়েছে এবং এতে 64 জিবি ও 128 জিবি ইন্টারনাল স্টোরেজ আছে। এই ফোনের মেমরি মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে 512 জিবি পর্যন্ত বাড়ানো যায়। প্রসঙ্গত জানিয়ে রাখি ভারতে ফোনটি 6 জিবি র‍্যামের প্রাথমিক ভেরিয়েন্টের সঙ্গে পেশ করা হতে পারে এবং আমরা যে 22,990 টাকা দাম জানিয়েছি এটি এই ভেরিয়েন্টের‌ই হবে। কোম্পানি ভারতে 4 জিবি র‍্যাম ভেরিয়েন্ট লঞ্চ করবে না।

আরও পড়ুন: Vivo আনতে চলেছে স্ন‍্যাপড্রাগন 765জি চিপসেটযুক্ত 5জি ফোন, কড়া টক্কর পাবে Redmi K30 ও OPPO Reno 3

ফোটোগ্ৰাফির জন্য Samsung Galaxy A51 এ কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দিয়েছে। এই সেট‌আপের প্রাইমারি ক‍্যামেরা সেন্সরটি এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেলের। এক‌ইভাবে দ্বিতীয় সেন্সরটি এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 5 মেগাপিক্সেলের এবং এই সেন্সরটি ডেপ্থ সেন্সিঙের জন্য দেওয়া হয়েছে। তৃতীয় সেন্সরটি ম‍্যাক্রো মোড সাপোর্টেড 5 মেগাপিক্সেলের। এই সেন্সরটিও এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন। এই সেট‌আপের চতুর্থ সেন্সরটি এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স।

সেলফির দিক থেকেও এই ফোনটি কোনো অংশে পিছিয়ে নেই। সেলফি ও ভিডিও কলের জন্য কোম্পানি তাদের Samsung Galaxy A51 এ 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা যোগ করেছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 15 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ভারতে খুব তাড়াতাড়ি লঞ্চ হবে Samsung Galaxy S10 Lite, Snapdragon 855 প্রসেসরের সঙ্গে লিস্টেড হল ফ্লিপকার্টে

Samsung Galaxy A71 এর স্পেসিফিকেশন

এই ফোনটি Samsung Galaxy A51 এর চেয়ে অপেক্ষাকৃত দামী এবং এর স্পেসিফিকেশন‌ও বেশি উন্নত। Samsung Galaxy A71 এ 6.7 ইঞ্চির ফুল এইচডি+ স্ক্রিন দেওয়া হয়েছে এবং এতেও সুপার এমোলেড ডিসপ্লে ব‍্যবহার করা হয়েছে। কোম্পানি তাদের এই ফোনটিও ইনফিনিটি ও ডিসপ্লের সঙ্গে পেশ করেছে। এই ফোনটি 2.2 গিগাহার্টসের অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 730 চিপসেটে রান করে। Samsung Galaxy A71 6 জিবি ও 8 জিবি র‍্যাম ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এই দুটি ভেরিয়েন্টেই 128 জিবি ইন্টারনাল স্টোরেজ আছে। এই ফোনের স্টোরেজ মেমরি কার্ডের সাহায্যে 512 জিবি পর্যন্ত বাড়ানো যায়।

ফোটোগ্ৰাফির জন্য Samsung Galaxy A71 তেও কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। তবে এই ফোনের প্রাইমারি ক‍্যামেরা সেন্সরটি এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 64 মেগাপিক্সেলের। এই সেট‌আপে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 5 মেগাপিক্সেলের সেকেন্ডারি ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে। এর সঙ্গে একটি এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 5 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড মোড সাপোর্টেড সেন্সর আছে। এবং Samsung Galaxy A71 এর চতুর্থ ও শেষ সেন্সরটি 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স।

আরও পড়ুন: মাত্র 3,999 টাকা দামে লঞ্চ হল আইটেলের অ্যান্ড্রয়েড গোযুক্ত 4G ফোন Itel A25

সেলফি ও ভিডিও কলের জন্য Samsung Galaxy A71 এ 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে এবং এই সেন্সরটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সাপোর্ট করে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 25 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,500 এম‌এএইচের ব‍্যাটারী আছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here