20 ডিসেম্বরের আগেই লঞ্চ হবে Realme XT 730G, দাম হবে 17,000 টাকার কাছাকাছি

Realme ভারতে কোম্পানির প্রথম 64 মেগাপিক্সেলের ক‍্যামেরাওয়ালা স্মার্টফোন Realme XT লঞ্চের সময় জানিয়েছিল যে কোম্পানি ডিসেম্বর মাসে এই ফোনটির একটি আপগ্ৰেডেড ভার্সন নিয়ে আসবে এবং এতে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 730 চিপসেট থাকবে। কোম্পানি এখনও পর্যন্ত ফোনটির লঞ্চ ডেট ঘোষণা করেনি ঠিকই কিন্তু অনেক আগেই ফোনটির স্পেসিফিকেশন অফিসিয়ালি জানিয়ে দিয়েছে। এবার কোম্পানির ঘোষণার আগেই আমরা জানতে পেরেছি যে Realme XT 730G ফোনটি ভারতে 20 ডিসেম্বরের আগেই লঞ্চ করে দেওয়া হবে এবং এই ফোনটির দাম 17,000 টাকার কাছাকাছি হবে।

আরও পড়ুন : Reliance Jio এর 129 টাকা, Airtel এর 148 টাকা নাকি Vodafone এর 149 টাকা, জেনে নিন কোন প্ল‍্যানে পাওয়া যাবে 28 দিনের জন্য সবচেয়ে বেশি বেনিফিট

আমাদের পাওয়া এক্সক্লুসিভ তথ্য অনুযায়ী Realme XT 730G আগামী 20 ডিসেম্বরের আগেই ভারতে পেশ করে দেওয়া হবে। এই ফোনটির বেস ভেরিয়েন্টে 4 জিবি র‍্যাম ও 64 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হবে। আমরা আর‌ও খবর পেয়েছি Realme XT 730G এর দাম 17,000 টাকার কাছাকাছি হবে। এই ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব এই ফোনের কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 730 চিপসেট।

Realme XT 730G সম্পর্কে আশা করা হচ্ছে এই ফোনটির 6 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি/128 জিবি এবং 8 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট‌ও লঞ্চ করা হতে পারে। প্রসঙ্গত জানিয়ে রাখি Realme XT 730G ফোনটির সঙ্গেই কোম্পানি ভারতে “এয়ারপড”ও লঞ্চ করবে। এই এয়ারপড ব্র‍্যান্ডের প্রথম ট্রু ওয়ারলেস হেডফোন হতে চলেছে। মার্কেটে Realme এয়ারপড ইয়েলো হিউ কালারের সঙ্গে ব্ল‍্যাক ও হোয়াইট কালার ভেরিয়েন্টেও লঞ্চ করা হতে পারে।

আরও পড়ুন : Nokia এর নতুন চাল, ভারতে লঞ্চ হল ব্র‍্যান্ডের প্রথম Smart TV, প্রতিযোগিতার মুখে Xiaomi ও OnePlus

Realme XT ক‍্যামেরা

Realme XT তে Samsung ISOCELL Bright GW1 টেকনোলজি ব‍্যবহার করা হয়েছে। এই টেকনোলজি ব‍্যবহার করে 9216 × 6912 পিক্সেল রেজলিউশনযুক্ত আল্ট্রা হাই পিক্সেল ইমেজ ক‍্যাপচার করা যায়। ফোনটির ব‍্যাক প‍্যানেলে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে যার মধ্যে প্রাইমারি ক‍্যামেরা সেন্সরটি 64 মেগাপিক্সেলের। এর সঙ্গে Realme XT তে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আছে। এছাড়াও এই সেট‌আপে 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর ও 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স আছে। সেলফি ও ভিডিও কলের জন্য Realme XT তে 16 মেগাপিক্সেলের Sony IMX471 ফ্রন্ট ক‍্যামেরা আছে। Realme XT 730G তেও এক‌ই ক‍্যামেরা মডিউল থাকবে।

Realme XT স্পেসিফিকেশন

Realme XT তে 6.4 ইঞ্চির সুপার এমোলেড ডিউড্রপ নচ ডিসপ্লে আছে। এই ফোনটি গ্লাস বডি দিয়ে তৈরি এবং ফোনটির ফ্রন্ট ও ব‍্যাক উভয় প‍্যানেলে প্রোটেকশনের জন্য কর্নিং গোরিলা গ্লাস 5 ব‍্যবহার করা হয়েছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাইযুক্ত কালার ওএস 6 এর সঙ্গে পেশ করা হয়েছে এবং ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 712 এআই চিপসেটে রান করে। উন্নত গ্ৰাফিক্সের জন্য Realme XT তে অ্যাড্রিনো 616 জিপিইউ আছে।

আরও পড়ুন : জেনে নিন কোন কোম্পানি সবচেয়ে কম দামে দিচ্ছে প্রতিদিন 2 জিবি 4G ডেটা, Jio, Airtel নাকি Vodafone?

Realme XT একটি ডুয়েল সিম ফোন যা 4জি ভোএলটিই সাপোর্ট করে। এই ফোনে বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে সিকিউরিটির জন্য ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানার দেওয়া হয়েছে। Realme XT 730G এর ক্ষেত্রে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 30 ওয়াট VOOC ফ্ল‍্যাশ চার্জিং টেকনোলজিযুক্ত 4,000 এম‌এএইচের ব‍্যাটারী দেখা যাবে যা ইউএসবি টাইপ সি দিয়ে চার্জ করা যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here