বজায় আছে Xiaomi এর প্রতিপত্তি, মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে আউট অফ স্টক হয়ে গেল Redmi 7A

চীনের স্মার্টফোন নির্মাণকারী কোম্পানি Xiaomi কিছু দিন আগে ভারতে তাদের নতুন স্মার্টফোন Redmi 7A লঞ্চ করেছে। এই ফোনটির সেল গতকাল বৃহস্পতিবার অর্থাৎ 11 জুলাই আয়োজন করা হয়। এই সেলে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে ফোনটি আউট অফ স্টক হয়ে যায়।

সস্তা স্মার্টফোন বেচার প্রস্তুতি নিচ্ছে এই কোম্পানি, আনতে চলেছে নতুন সাব ব্র‍্যান্ড

যদি আপনিও এই ফোনটি কেনার অপেক্ষা করছিলেন এবং কয়েক সেকেন্ডে আউট অফ স্টক হয়ে যাওয়ায় হতাশ হয়ে পড়েছেন তবে আপনার জন্য একটি ভালো খবর আছে। কোম্পানি ফোনটির পরবর্তী সেলের তারিখ ঘোষণা করে দিয়েছে। শাওমি ইন্ডিয়ার ম‍্যানেজিং ডাইরেক্টর মনু কুমার জৈন কথা দিয়েছেন কোম্পানি Redmi 7A এর আগামী সেলে এই বারের থেকেও বেশি স্টক আনবে।

বলা হয়েছে ফোনটির আগামী সেল আগামী 18 জুলাই মি.কম ও ফ্লিপকার্টে আয়োজিত করা হবে। Redmi 7A এর 2 জিবি র‍্যাম ও 16 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 5,999 টাকা এবং ফোনটির 2 জিবি র‍্যাম ও 32 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 6,199 টাকা রাখা হয়েছে। কিন্তু জুলাই মাস চলাকালীন একটি বিশেষ অফারে ফোনটিতে ফ্ল‍্যাট 200 টাকা ছাড় পাওয়া যাবে।

মাত্র 7,999 টাকা দামে লঞ্চ হলো 4000 এম‌এএইচ ব‍্যাটারী ও চারটি ক‍্যামেরার সঙ্গে Infinix Hot 7

স্পেসিফিকেশন
Redmi 7A তে 18:9 আসপেক্ট রেশিওযুক্ত 5.45 ইঞ্চির এইচডি ডিসপ্লে দেওয়া হয়েছে। এছাড়া এই ফোনে 2.0 গিগাহার্টসের কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 439 এস‌ওসি দেওয়া হয়েছে। কোম্পানির পক্ষ থেকে ফোনটির 2 জিবি র‍্যাম ও 16 জিবি মেমরি এবং 2 জিবি র‍্যাম ও 32 জিবি মেমরি ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে। মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে এই ফোনের মেমরি 256 জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

অপারেটিঙের জন্য এতে অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে মিইউআই 10 ওএস দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 4,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। এই ফোনটি ম‍্যাট ব্ল‍্যাক, ম‍্যাট ব্লু ও ম‍্যাট গোল্ড কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এই ফোনটি ওয়ারলেস রেডিও সাপোর্ট করে। সবচেয়ে বড়ো কথা এই ফোনটি স্প‍্যাশপ্রুফ অর্থাৎ জলের ছিটা লাগলেও এই ফোনটির কোনো ক্ষতি হবে না।

4 জিবি র‍্যামের সঙ্গে ওয়েবসাইটে লিস্টেড হলো Realme 3i, ভারতে লঞ্চ হবে 15 জুলাই

ফোটোগ্ৰাফির জন্য Redmi 7A এর ব‍্যাক প‍্যানেলে 12 মেগাপিক্সেলের SONY IMX486 রেয়ার ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য এতে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে যা AI ফেস আনলক ফিচার সাপোর্ট করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here