67W ফাস্ট চার্জিং এবং 5,500mAh ব্যাটারি সহ লঞ্চ হল 12GB RAM যুক্ত Redmi K60E 5G স্মার্টফোন

রেডমি গত 27 তারিখ তাদের ‘রেডমি কে60’ সিরিজে Redmi K60, Redmi K60 Pro এবং Redmi K60E নামের তিনটি স্মার্টফোন পেশ করেছে। এর মধ্যে কোম্পানির Redmi K60 ও Redmi K60 Pro ফোনদুটি 16GB RAM এর সঙ্গে বাজারে আনা হয়েছে এবং এগুলির ফুল স্পেসিফিকেশন সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন। অন্যদিকে সিরিজের Redmi K60E ফোনটিতে 12GB RAM, MediaTek Dimensity 8200 চিপসেট এবং 67W 5500mAh Battery এর মতো উল্লেখযোগ্য ফিচার দেওয়া হয়েছে। নিচে এই ফোনের ফুল স্পেসিফিকেশন সম্পর্কে আলোচনা করা হল। আরও পড়ুন: ভারতে শীঘ্রই লঞ্চ হবে Realme 10 স্মার্টফোন, অফিসিয়াল ওয়েবসাইটে বড় ঘোষণা করেছে কোম্পানি 

Redmi K60E এর স্পেসিফিকেশন

  • 6.67″ 2K AMOLED ডিসপ্লে
  • 12GB RAM + 512GB Storage
  • MediaTek Dimensity 8200 চিপসেট
  • 48MP Rear + 20MP Selfie ক্যামেরা
  • 67W 5,500mAh Battery

লেটেস্ট Redmi K60E ফোনটিতে 20:9 আসপেক্ট রেশিও যুক্ত এবং 3200 × 1440 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির 2K Samsung AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনের স্ক্রিন 120 হার্টস রিফ্রেশরেট ও 480 হার্টস টাচ সাম্পেলিং রেটে কাজ করে এবং এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যোগ করা হয়েছে। এই ডিসপ্লে HDR10+ এবং 1200nits ব্রাইটনেস সাপোর্ট করে।

Redmi K60E ফোনটি Android 13 বেসড MiUI 14 এর সঙ্গে পেশ করা হয়েছে যা 3.1 গিগাহার্টস ক্লক স্পীড যুক্ত এবং 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি MediaTek Dimensity 8200 চিপসেটে রান করে। হাই কোয়ালিটি গ্রাফিক্সের জন্য এতে Mali-G610 GPU যোগ করা হয়েছে। এই ফোনটি LPPDDR5 RAM এবং UFS 3.1 storage টেকনোলজি সাপোর্ট করে। আরও পড়ুন: জেনে নিন অনলাইনে Nasal ভ্যাকসিন Incovacc বুস্টার ডোজ বুক করার উপায়

ফটোগ্রাফির জন্য Redmi K60E এর ব্যাক প্যানেলে OIS ফিচার যুক্ত 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এর সঙ্গে এই ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে f/2.2 অ্যাপারচার যুক্ত 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং f/2.4 অ্যাপারচারের ক্ষমতা সম্পন্ন 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে f/2.0 অ্যাপারচার যুক্ত 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

Redmi K60E ফোনটি একটি ডুয়েল সিম স্মার্টফোন এবং এতে 3.5 এমএম জ্যাক ও আইআর ব্লাস্টার সহ অন্যান্য বেসিক কানেক্টিভিটি ফিচার রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 5500mAh ব্যাটারি রয়েছে যা 67W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। আরও পড়ুন: মাত্র 1799 টাকা দামে Gizmore লঞ্চ করল বড় ডিসপ্লে, কলিং এবং চার্জিং সহ স্মার্টওয়াচ

Redmi K60E এর দাম

8GB + 128GB – 2199 yuan (প্রায় 26,000 টাকা)
8GB + 256GB – 2399 yuan (প্রায় 28,500 টাকা)
12GB + 256GB – 2599 yuan (প্রায় 30,900 টাকা)
12GB + 512GB – 2799 yuan (প্রায় 33,300 টাকা)

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here