3সি সার্টিফিকেশন সাইটে দেখা গেল Redmi K80 Pro স্মার্টফোন, জেনে নিন বিস্তারিত

29 অক্টোবর শাওমির সাব ব্র্যান্ড রেডমি চীনে তাদের Xiaomi 15 সিরিজ লঞ্চ করবে বলে ঘোষণা করা হল। এবার Redmi Redmi K80 সিরিজ সম্পর্কে খবর প্রকাশ্যে এসেছে। 3সি সার্টিফিকেশন সাইটে Redmi K80 Pro ফোনটি লিস্টেড হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনটির চার্জিং ফিচার সম্পর্কে জানা গেছে। আগামী মাসে এই সিরিজ লঞ্চ করা হতে পারে বলে জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক লেটেস্ট লিস্টিং সম্পর্কে।

Redmi K80 Pro এর 3সি সার্টিফিকেশন

  • 3C সার্টিফিকেশন সাইটে আপকামিং রেডমি ফোনটি 24117RK2CC মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছে।
  • লিস্টিঙের মাধ্যমে ফোনটির নাম জানা যায়নি, কিন্তু এই ফোনটি Redmi K80 Pro বলে ধারনা করা হচ্ছে।
  • 3C সার্টিফিকেশন সাইট অনুযায়ী Redmi 24117RK2CC এর 90W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করতে পারে বলে জানা গেছে।
  • 3C লিস্টিঙের মাধ্যমে এই ফোনটির চার্জিং ডিটেইলস ছাড়া অন্য কোনো স্পেসিফিকেশন সম্পর্কে জানা যায়নি, এর থেকে ফোনটি শীঘ্রই লঞ্চ করা হবে বলে আভাস পাওয়া যাচ্ছে।

Redmi K80 Pro এর স্পেসিফিকেশন (লিক)

  • ডিসপ্লে: Redmi K80 Pro ফোনটিতে TCL Huaxing এর 6.67 ইঞ্চির OLED ফ্ল্যাট প্যানেল দেওয়া হতে পারে। এই স্ক্রিনে 2K রেজোলিউশনের এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে।
  • প্রসেসর: আগের লিক অনুযায়ী Redmi K80 Pro একটি শক্তিশালী স্মার্টফোন হতে চলেছে। এতে স্ন্যাপড্রাগন 8 এলিট প্রসেসর দেওয়া হতে পারে। এই প্রসেসর Xiaomi 15 এবং 15 Pro স্মার্টফোনে রয়েছে।
  • স্টোরেজ: Redmi K80 Pro ফোনটিতে 16GB RAM এবং 1TB পর্যন্ত স্টোরেজ দেওয়া হতে পারে।
  • ব্যাটারি: রিপোর্টের বক্তব্য অনুযায়ী 6,500mAh ব্যাটারি দেওয়া হতে পারে। 3সি সাইট অনুযায়ী ফোনটিতে 90W ওয়্যার চার্জিং এবং লিক অনুযায়ী ওয়্যারলেস চার্জিং সাপোর্ট থাকতে পারে বলে আশা করা হচ্ছে।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Redmi K80 Pro ফোনটিতে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং টেলিফটো লেন্স সহ ট্রিপল ক্যামেরা সেটআপ থাকতে পারে।
  • অন্যান্য: সিকিউরিটির জন্য ফোনটিতে আল্ট্রাসোনিক ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং IP68 রেটিং দেওয়া হতে পারে।

জানিয়ে রাখি আগামী নভেম্বর মাসে আপকামিং Redmi K80 সিরিজ লঞ্চ করা হতে পারে। এই ফোনটির প্রতিযোগিতা OnePlus Ace 5 সিরিজ, iQOO Neo 10 সিরিজ এবং Realme GT Neo 7 ফোনের সঙ্গে হতে পারে। আগামী নভেম্বর এবং ডিসেম্বর মাসে এই সিরিজের ফোন চীনের মার্কেটে লঞ্চ করা হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here