30 মার্চ ভারতে আসছে Redmi Note 12 4G, পাওয়া যাবে 50MP ক্যামেরা এবং 11GB RAM

Highlights

  • ভারতে 30 মার্চ লঞ্চ হবে Redmi Note 12।
  • এতে 50MP ক্যামেরা এবং 11GB RAM থাকবে।
  • শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে এই ফোনটি সেল করা হবে।

এই বছর জানুয়ারি মাসে Xiaomi ভারতীয় মার্কেটে তাদের Redmi Note 12 সিরিজ পেশ করেছিল। লঞ্চের সময় কোম্পানির পক্ষ থেকে এই সিরিজে Redmi Note 12 5G, Redmi Note 12 Pro 5G এবং Redmi Note 12 Pro+ 5G ফোনগুলি বাজারে আনা হয়েছিল। এবার কোম্পানি ভারতে Note 12 series এর নতুন ফোন হিসাবে Redmi Note 12 4G লঞ্চের প্রস্ততি নিচ্ছে এবং ফোনটির লঞ্চ ডেট সম্পর্কেও অফিসিয়াল ঘোষণা করে দেওয়া হয়েছে। এছাড়া শাওমির ওয়েবসাইটে বেশ কিছু স্পেসিফিকেশনসহ ফোনটি লিস্টেড করে দেওয়া হয়েছে। আরও পড়ুন: 15 হাজার টাকার চেয়েও কম দামে পাওয়া যাবে iQOO Z6 5G স্মার্টফোন, কোম্পানির পক্ষ থেকে করা হল দারুণ প্রাইস কাট

30 মার্চ আসতে চলেছে Redmi Note 12 4G

কোম্পানির অফিসিয়াল ঘোষণা অনুযায়ী ভারতের বাজারে 30 মার্চ Redmi Note 12 4G ফোনটি পেশ করা হবে। শাওমি এই আপকামিং ফোনটির অফিসিয়াল লঞ্চ সম্পর্কে তাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে টিজ করা শুরু করেছে। এই লঞ্চ টিজারের মাধ্যমে ফোনটির সম্পূর্ণ লুক প্রকাশ্যে এসে গেছে। এছাড়াও কোম্পানি Redmi Note 12 ফোনটি সম্পর্কে একটি মাইক্রো সাইট তাদের ওয়েবসাইটে লাইভ করে দিয়েছে, এখান থেকে ফোনটির বিভিন্ন গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে।

Redmi Note 12 এর স্পেসিফিকেশন এবং ফিচার (অফিসিয়াল)

আপকামিং Redmi Note 12 ফোনটিতে পাঞ্চ হোল কাটআউটযুক্ত 120Hz এমোলেড ডিসপ্লে থাকবে। এই ফোনে ফুল এইচডি+ রেজলিউশন থাকতে পারে। এতে অক্টাকোর কোয়ালকম স্ন্যাপড্রাগন 685 প্রসেসর দেওয়া হবে। এই ফোনে ভার্চুয়াল RAM সহ 11GB RAM পাওয়া যাবে। Redmi Note 12 এর ব্যাক প্যানেলে LED ফ্ল্যাশের সঙ্গে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে। কোম্পানি জানিয়ে দিয়েছে ফোনটিতে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর থাকবে। তবে এখনও পর্যন্ত বাকি দুটি সেন্সর সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। আরও পড়ুন: শুরু হল 11 5G ব্যান্ড সাপোর্টেড Samsung Galaxy A54 এবং A34 এর সেল, জেনে নিন দাম, অফার এবং ফিচার

পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 33W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হবে। এই ফোনে চার্জিং এবং ডেটা ট্রান্সফারের জন্য টাইপ সি পোর্ট থাকবে বলে মনে করা হচ্ছে। সিকিউরিটি ফিচার হিসাবে ফোনটির সাইড প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেডেড পাওয়ার বাটন দেওয়া হবে। এছাড়াও এই ফোনে 3.5 এমএম অডিও জ্যাক এবং আইআর ব্লাস্টার দেখা যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here