Highlights
- লঞ্চ হল Redmi Note 12 Pro 5G ফোনের নতুন RAM ভেরিয়েন্ট।
- এই ফোনে 3,000 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে।
- এই ফোনটি মিডিয়াটেক ডায়মেনসিটি 1080 প্রসেসর যোগ করা হয়েছে।
শাওমির সাব ব্র্যান্ড রেডমি তাদের নোট 12 সিরিজের প্রো মডেলের নতুন RAM ভেরিয়েন্ট পেশ করেছে। এবার থেকে ইউজাররা Redmi Note 12 Pro 5G ফোনটিতে 12GB RAM পাওয়া যাবে। জানিয়ে রাখি এর আগে এই ফোনের তিনটি স্টোরেজ অপশন পাওয়া যেত। এতে 256GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ এবং কিছু দারুণ ফিচার পাওয়া যায়। চলুন এই মবাইলতি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। আরও পড়ুন: নোকিয়া লঞ্চ করল দুটি নতুন কীপ্যাড ফোন Nokia 150 এবং Nokia 130 Music, ব্যাটারি চলবে 34 দিন
Redmi Note 12 Pro 5G 12GB মডেলের দাম
কোম্পানি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পোস্ট শেয়ার করে নতুন 12 জিবি স্টোরেজ অপশন সম্পর্কে জানিয়েছে।
- কোম্পানি তাদের Redmi Note 12 Pro 5G ফোনটির নতুন 12GB RAM + 256GB স্টোরেজ মডেল 28,999 টাকা দামে পেশ করেছে।
- ফোনটি কেনার সময় এইচডিএফসি এবং আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যাবহার করলে 3,000 টাকা ইনস্ট্যান্ট পাওয়া যাবে।
- এছাড়া ফোনটি কিনলে 9 মাসের নো কস্ট ইএমআই অফার এবং এক্সট্রা এক্সচেঞ্জ ডিসকাউন্টও পাওয়া যাচ্ছে।
- এই ফোনটি গ্লেশিয়ার ব্লু, অনিক্স ব্ল্যাক এবং স্টারডাস্ট পার্পল এই তিনটি কালারে সেল করা হবে।
- অনলাইন শপিং সাইট ফ্লিপকার্ট এবং অফলাইন রিটেইল স্টোরে এই ফোনটি বিক্রি করা হবে।
Embark on ultimate speed while capturing moments with precision.
Introducing the new #RedmiNote12 Pro 5G with 12GB RAM and 256GB storage variant. Elevate your smartphone experience today!
Buy Now: https://t.co/logtePhfbv pic.twitter.com/e0K0HnQwty
— Redmi India (@RedmiIndia) August 10, 2023
Redmi Note 12 Pro 5G এর স্পেসিফিকেশন
- 6.67 AMOLED Display
- 12GB RAM + 256GB Storage
- MediaTek Dimensity 1080 processor
- 50MP Sony IMX766 Camera
ডিসপ্লে: রেডমি নোট 12 প্রো 5জিতে 6.67 ইঞ্চির ফুল এইচডি+ এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120 হার্টস রিফ্রেশরেট, 240 হার্টস টাচ স্যাম্পেলিং রেট এবং 900 নিটস্ ব্রাইটনেস সাপোর্ট করে।
প্রসেসর: এই ফোনে 2.6 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর মিডিয়াটেক ডায়মেনসিটি 1080 প্রসেসর দেওয়া হয়েছে। হাই কোয়ালিটি গ্রাফিক্সের জন্য এতে মালী-জি68 জিপিইউ রয়েছে।
স্টোরেজ: ফোনটির এই নতুন মডেলে 12GB RAM + 256GB ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য রেডমি নোট 12 প্রোতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে ওআইএস সাপোর্টেড 50MP Sony IMX766 প্রাইমারি সেন্সর যোগ করা হয়েছে। এর সঙ্গে এই সেটআপে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 16মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 67 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এমএএইচ ব্যাটারি যোগ করা হয়েছে।
ওএস: Redmi Note 12 Pro 5G ফোনটি Android 13 অপারেটিং সিস্টেম এবং মিইউআই 14 এ কাজ করে। কোম্পানি এই ফোনে দুই বছর সফটওয়্যার এবং চার বছর সিকিউরিটি আপডেট দেবে বলে জানিয়েছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন