নোকিয়া লঞ্চ করল দুটি নতুন কীপ্যাড ফোন Nokia 150 এবং Nokia 130 Music, ব্যাটারি চলবে 34​ দিন

নোকিয়া ব্র্যান্ডের মালিক কোম্পানি HMD Global গতকাল ভারতের বাজারে দুটি নতুন Feature Phone পেশ করেছে। বেশ কিছু সুন্দর ফিচার সহ এই ফোনদুটি Nokia 130 Music এবং Nokia 150 নামে লঞ্চ করা হয়েছে। কম দামে এই ফোনদুটিতে দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ, ক্যামেরা এবং মজবুত বিল্ড কোয়ালিটি পাওয়া যায়। এই পোস্টে এই লেটেস্ট ফোনদুটির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে আলোচনা করা হল। আরও পড়ুন: OnePlus ইউজারদের জন্য সুখবর, কোম্পানি এইসব মডেলে দিচ্ছে আজীবন ফ্রি ডিসপ্লে ওয়ারেন্টি, জেনে নিন ডিটেইলস

Nokia 130 Music এর দাম

নোকিয়া 130 মিউজিক ফোনটি Dark Blue, Purple এবং Light Gold কালারে লঞ্চ করা হয়েছে। ফোনটির ব্লু ও পার্পল কালার ভেরিয়েন্ট 1849 টাকা দামে পেশ করা হয়েছে এবং গোল্ড কালার মডেলের দাম রাখা হয়েছে 1949 টাকা।

Nokia 130 Music এর ফিচার

নাম দেখেই বোঝা যায় এই ফোনটি মূলত কীপ্যাড ফোনে গান শুনতে যারা ভালোবাসেন তাদের কথা মাথায় রেখে পেশ করা হয়েছে। সুন্দর সাউন্ড কোয়ালিটি এবং লাউড সাউন্ডের জন্য ফোনটির ব্যাক প্যানেলে গোল শেপের বড় স্পিকার দেওয়া হয়েছে। এই ফোনে MP3 player ও FM Radio উভয় দেওয়া হয়েছে এবং এটি 3.5 এমএম জ্যাক ও ওয়্যারলেস স্পিকার উভয় পদ্ধতিতে কাজ করে। এতে Micro USB ফিচারও রয়েছে।

এই ফোনে 2.4 ইঞ্চির কিউভিজিএ স্ক্রিন দেওয়া হয়েছে এবং এর নিচে টি9 কীপ্যাড রয়েছে। এই ফোনটি dual-band GSM 900/1800 সাপোর্ট করে এবং এর ফলে সুন্দর কানেক্টিভিটি পাওয়া যায়। এতে 2000 কন্ট্যাক্ট এবং 500 এসএমএস স্টোর করা যায়। এই ফোনে 32 জিবি পর্যন্ত মাইক্রো এসডি কার্ড ব্যাবহার করা যায়। এই ফোনে 1,450 এমএএইচ ব্যাটারি যোগ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ব্যাটারি 34 দিন স্ট্যান্ডবাই দিতে সক্ষম। আরও পড়ুন: শীঘ্রই ভারতে লঞ্চ হবে 50MP সেলফি ক্যামেরা সহ Vivo V29 5G স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

Nokia 150 এর দাম

ভারতে নোকিয়া 150 ফিচার ফোনটি 2699 টাকা দামে লঞ্চ করা হয়েছে। গতকাল থেকেই এই গন্তি দেশের বাজারে Charcoal, Cyan এবং Red কালারে সেল করা হচ্ছে।

Nokia 150 এর ফিচার

নোকিয়া 150 ফোনটিকে কোম্পানি প্রিমিয়াম ফিচার ফোন বলে জানিয়েছে ও এতে মজবুত বডি যোগ করেছে এবং রাগেড ডিউরেবিলিটি পাওয়া যায়। এই স্ট্রং নোকিয়া ফোনটি পলিকার্বনেট বডি দিয়ে তৈরি এবং এতে মেটালিক নেভিগেশন এরিয়া দেওয়া হয়েছে। কোম্পানি ফোনটিকে IP52 রেটিং দিয়েছে যা একে স্প্ল্যাশ প্রুফ করে তোলে। এই ফোনেও মাইক্রো ইউএসবি এবং 3.5 এমএম জ্যাক রয়েছে।

Nokia 150 ফোনটিতে 2.4 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। ফোনটির ব্যাক প্যানেলে ভিজিএ ক্যামেরাও যোগ করা হয়েছে। ফোনে এমপি3 প্লেয়ার রয়েছে এবং এই ফিচার উপভোগের জন্য ব্যাক প্যানেলে স্পিকার অবস্থিত। এই নোকিয়া ফোনটি এক নাগারে 34 দিন পর্যন্ত অন থাকতে পারবে। কোম্পানি এতে 1,450 এমএএইচ ব্যাটারি যোগ করেছে। আরও পড়ুন: Jio এর এইসব Annual Independence প্ল্যানে পাবেন দুর্দান্ত অফার, দেখে নিন তালিকা

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here