শীঘ্রই গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে পারে Redmi Note 13 সিরিজ, IMDA সাইটে দেখা গেল এই ফোন

Highlights

  • চীনে লঞ্চ হয়েছে Note 13 সিরিজ।
  • এবার গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে চলেছে এই সিরিজ।
  • এতে 200MP ক্যামেরা রয়েছে।

শাওমি তাদের Redmi Note 13 সিরিজ চীনে লঞ্চের পর এবার গ্লোবাল লঞ্চের প্রস্ততি নিচ্ছে। এই সিরিজে Redmi Note 13, Redmi Note 13 Pro এবং Redmi Note 13 Pro Plus স্মার্টফোন লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। সার্টিফিকেশন সাইট IMDA তে এই ফোন স্পট করা হয়েছে। এর থেকে মনে করা হচ্ছে এই সিরিজ শীঘ্রই গ্লোবাল মার্কেটে লঞ্চ করা হতে পারে। এই পোস্টে লেটেস্ট লিস্টিং এবং ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হল।

Redmi Note 13 সিরিজের IMDA লিস্টিং

  • সিঙ্গাপুরের IMDA সাইটে Redmi Note 13 সিরিজের দুটি ফোন দেখা গেছে।
  • একটি ফোনের মডেল নাম্বার 2312DRAABG, এটিকে Redmi Note 13 বলে মনে করা হচ্ছে।
  • দ্বিতীয় ফোনটি 2312RA50G মডেল নাম্বার সহ দেখা গেছে এবং এই ফোনটি Redmi Note 13 Pro বা Redmi Note 13 Pro Plus হবে বলা জানা গেছে।
  • জানিয়ে রাখি এই সার্টিফিকেশন সাইট থেকে ফোনদুটির অন্য কোনো স্পেসিফিকেশন সম্পর্কে জানা যায়নি।
  • এছাড়া এই ফোনের আইএমডিএ লসিতিং দেখে শীঘ্রই ফোনের গ্লোবাল লঞ্চ হবে বলে মনে করা হচ্ছে।

Redmi Note 13 এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: Redmi Note 13 ফোনে 6.67-ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। পাঞ্চ হোল ডিজাইনের এই স্ক্রিন 120Hz রিফ্রেশরেটে কাজ করে।
  • প্রসেসর: এই ফোনে মিডিয়াটেক ডায়মেনসিটি 6080 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে।
  • স্টোরেজ: Redmi Note 13 5G ফোনে 12GB পর্যন্ত RAM + 256GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ রয়েছে।
  • ক্যামেরা: এই ফোনে 100MP প্রাইমারি সেন্সর এবং 2MP ডেপ্থ সেন্সরযুক্ত ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। সেলফির জন্য এতে 16MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
  • ব্যাটারি: এতে 33W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।
  • ওএস: ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং MIUI 14 এ কাজ করে।

Redmi Note 13 Pro এবং Plus এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: Redmi Note 13 Pro+ এবং Redmi Note 13 Pro ফোনে 6.67-ইঞ্চির 1.5K FHD+ AMOLED ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশরেটে কাজ করে এবং এতে কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন দেওয়া হয়েছে।
  • প্রসেসর: Redmi Note 13 Pro+ ফোনটি মিডিয়াটেক ডায়মেনসিটি 7200 আলট্রা প্রসেসর এবং Redmi Note 13 Pro ফোনটি Snapdragon 7s Gen 2 চিপসেটে রান করে।
  • স্টোরেজ: উভয় স্মার্টফোনে 16GB পর্যন্ত RAM + 512GB ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে।
  • ক্যামেরা: এই দুটি ফোনেই ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে OIS ফিচারযুক্ত 200MP স্যামসাং ISOCELL HP3 সেন্সর, 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2MP ম্যাক্রো সেন্সর রয়েছে। এছাড়া সেলফির জন্য এতে 16MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
  • ব্যাটারি: Redmi Note 13 Pro+ ফোনে 120W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। অন্যদিকে Redmi Note 13 Pro ফোনটিতে 5,100mAh ব্যাটারি এবং 67W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে।
  • ওএস: উভয় স্মার্টফোন অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং MIUI 14 এ কাজ করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here