5500mAh ব্যাটারি, 108MP প্রাইমারি, 20MP সেলফি ক্যামেরা, 8GB RAM সহ লঞ্চ হল Redmi Note 14 4G, জেনে নিন দাম

ভারতে Redmi Note 14 সিরিজ লঞ্চের প্রায় এক মাস পর গ্লোবাল বাজারেও এই সিরিজ লঞ্চ করা হয়েছে। এই সিরিজে Redmi Note 14, Redmi Note 14 5G, Redmi Note 14 Pro, Redmi Note 14 Pro 5G এবং Redmi Note 14 Pro+ 5G স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। তবে জানিয়ে রাখি ভারতের বাজারে শুধুমাত্র সিরিজের 5G স্মার্টফোনগুলিই পেশ করা হয়েছে। এই পোস্টে লেটেস্ট Redmi Note 14 4G ফোনের ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

Redmi Note 14 4G ফোনের স্পেসিফিকেশন

ডিসপ্লে: Redmi Note 14 4G ফোনে 2400 x 1080 পিক্সেল রেজোলিউশন সহ 6.67 ইঞ্চির Full HD+ AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট ও 240Hz টাচ স্যাম্পেলিং রেট সাপোর্ট করে। এছাড়াও এই স্ক্রিনে 1800nits ব্রাইটনেস, 960Hz PWM ডিমিং ও কর্নিং গোরিলা গ্লাস 5 প্রোটেকশন রয়েছে।

প্রসেসর: এই ফোনে 6nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এবং 2.2GHz ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক হেলিও জি99 আলট্রা অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। এর সঙ্গে এই ফোনে গ্রাফিক্সের জন্য মালী-G57 MC2 GPU দেওয়া হয়েছে।

স্টোরেজ: Redmi Note 14 4G ফোনটিতে 6GB ও 8GB LPDDR4X RAM এবং 128GB ও 256GB UFS 2.2 স্টোরেজ রয়েছে।

ক্যামেরা: এই ফোনে ফটোগ্রাফির জন্য ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এতে 1/1.67″ মাপের ও f/1.7 অ্যাপার্চারযুক্ত 108MP প্রাইমারি সেন্সরের সঙ্গে f/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 2MP ডেপ্থ ও 2MP ম্যাক্রো লেন্স দেওয়া হয়েছে। এই ক্যামেরা 1080p 60fps ভিডিও রেকর্ড করতে সক্ষম। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে f/2.2 অ্যাপার্চারযুক্ত 20MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এই ফোনের সেলফি ক্যামেরা 1080p 30fps ভিডিও রেকর্ড করতে পারে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Redmi Note 14 4G ফোনে 33W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5500mAh ব্যাটারি যোগ করা হয়েছে।

অন্যান্য ফিচার: এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ইনফ্রারেড সেন্সর ও 3.5mm অডিও জ্যাক দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনে স্টেরিও স্পিকার, ডলবি অ্যাটমস ও IP54 রেটিং রয়েছে। এই ফোনটির ডায়মেনশন 196.5 গ্রাম এবং ডায়মেনশন 163.25×76.55×8.16mm। এই ফোনের হাইব্রিড ডুয়েল সিম স্লট দেওয়া হয়েছে এবং এতে ন্যানো সিম কার্ড ও মাইক্রো এসডি কার্ড স্লট ব্যাবহার করা যায়। কানেক্টিভিটির জন্য এই ফোনে 4G VoLTE, ওয়াইফাই 6 ও ব্লুটুথ 5.3 এর মতো বিভিন্ন প্রয়োজনীয় ফিচার যোগ করা হয়েছে।

ওএস: Redmi Note 14 4G ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং হাইপার ওএস সহ পেশ করা হয়েছে।

Redmi Note 14 4G ফোনের দাম এবং সেল

  • Redmi Note 14 4G ফোনটি পার্পল, লাইম গ্রিন, মিড নাইট ব্ল্যাক এবং ওসিয়ান ব্লু কালার অপশনে সেল করা হবে।
  • এই ফোনটির দাম 199 ডলার অর্থাৎ প্রায় 17,160 টাকা থেকে শুরু।
  • ইউরোপ সহ এশিয়ার কিছু নির্দিষ্ট বাজারে এই ফোনটি সেল করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here