Jio এর নাম্বার চালু রাখতে হলে করতে হবে এই রিচার্জ, জেনে নিন ডিটেইলস

রিলায়েন্স জিও দীর্ঘদিন ধরে তাদের ইউজারদের জন্য নতুন প্ল‍্যান পেশ করে চলেছে। কিন্তু এক‌ই সঙ্গে কোম্পানি তাদের বেশ কিছু প্ল‍্যান বন্ধ করে দিচ্ছে এবং রিচার্জ থেকে পাওয়া বেনিফিট‌ও কমে যাচ্ছে। কয়েক দিন আগে কোম্পানি কোনো রকম নোটিশ ছাড়া তাদের সবচেয়ে সস্তা 98 টাকা দামের প্ল‍্যানটি বন্ধ করে দিয়েছে। এই প্ল‍্যানে 28 দিন ভ‍্যালিডিটির সঙ্গে আরও কিছু বেনিফিট পাওয়া যেত। এই প্ল‍্যানটি বন্ধ হয়ে যাওয়ার পর এবার কোম্পানির কাছে তাদের সবচেয়ে সস্তা প্ল‍্যানের দাম 129 টাকা। বর্তমানে গ্ৰাহকদের তাদের ফোনের বিভিন্ন সুবিধা চালু রাখার জন্য তাদের জিও নাম্বারে কমপক্ষে 129 টাকা রিচার্জ করতে হবে।

হিসাব করলে দেখা যায় কোম্পানির বর্তমান সবচেয়ে সস্তা প্ল‍্যানটি আগের 98 টাকা দামের প্ল‍্যানটির চেয়ে 31 টাকা বেশি দামি। তবে বেনিফিটের দিক থেকে প্ল‍্যানদুটি প্রায় একই। চলুন জেনে নেওয়া যাক কোম্পানির এই 129 টাকা দামের প্রিপেইড প্ল‍্যানটির সম্পূর্ণ ডিটেইলস। কারণ এখন ইউজারদের তাদের ফোন নাম্বার চালু রাখতে হলে কমপক্ষে এই রিচার্জটি করাতেই হবে।

রিলায়েন্স জিওর 129 টাকা দামের প্রিপেইড প্ল‍্যানে মোট 2 জিবি ইন্টারনেট ডেটা পাওয়া যায়। এর সঙ্গেই এই প্ল‍্যানে জিও থেকে জিও নাম্বারে আনলিমিটেড কলের সঙ্গে সঙ্গে জিও থেকে নন জিও নাম্বারে অর্থাৎ অফ নেট কলের জন্য 1,000 মিনিট টকটাইম পাওয়া যাবে। এছাড়াও 28 দিন ভ‍্যালিডিটির এই প্ল‍্যানে ইউজারদের মোট 300টি ফ্রি এস‌এম‌এস ও জিও অ্যাপসের সাবস্ক্রিপশন বিনামূল্যে দেওয়া হয়।

অন‍্যদিকে জিওর বন্ধ করে দেওয়া 98 টাকা দামের প্রিপেইড প্ল‍্যানে জিও থেকে জিও আনলিমিটেড ভয়েস কল, 2 জিবি ডেটা ও 300টি এস‌এম‌এস পাওয়া যায়। এছাড়া এই প্ল‍্যানটি রিচার্জ করলে অফ নেট কল করার জন্য 6 পয়সা প্রতি মিনিটের দরে IUC চার্জ দিতে হতো। তবে এই প্ল‍্যানটির ভ‍্যালিডিটিও ছিল 28 দিন।

আবার কয়েক দিন আগে জিও তাদের 999 টাকা দামের প্ল‍্যানটি আপডেট করেছে। এই প্ল‍্যানে 84 দিন ভ‍্যালিডিটি পিরিয়ডে প্রতিদিন 3 জিবি করে ইন্টারনেট ডেটা পাওয়া যায়। অর্থাৎ 84 দিনে মোট 252 জিবি ডেটা উপভোগ করা যায়। কোম্পানির পক্ষ থেকে এই প্ল‍্যানে জিও টু জিও আনলিমিটেড ভয়েস কলিঙের সুবিধার সঙ্গে সঙ্গে অফ নেট কলের জন্য 3,000 মিনিট টকটাইম দেওয়া হয়। এসব ছাড়াও রয়েছে প্রতিদিন 100টি করে ফ্রি এস‌এম‌এস এবং জিও অ্যাপসের ফ্রি সাবস্ক্রিপশন।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here