দ্রুত কমে গেছে Jio, Airtel এবং Vodafone এর ডাউনলোড স্পীড, জেনে নিন কোন কোম্পানি।সবচেয়ে পিছিয়ে

করোনা ভাইরাসের মতো মহামারি আটকানোর জন্য গোটা দেশে চতুর্থ দফায় লকডাউন জারি করা হয়েছে। কিন্তু এই পরিস্থিতিতে দাঁড়িয়ে একদিকে যেমন ভারতে করোনা সংক্রমণের সংখ্যা বেড়ে চলেছে তেমনই আবার অন‍্যদিকে ক্রমাগত কমে চলেছে ইন্টারনেটের ডাউনলোড স্পীড। ইন্টারনেটের ডাউনলোড স্পীড এই কমে যাওয়ার পেছনে সবচেয়ে বড় কারণ মনে করা হচ্ছে বর্তমান ওয়ার্ক ফ্রম হোম। বহু মানুষ এখন বাড়ি বসে ফোনের ইন্টারনেট ব‍্যবহার করে কাজ করছেন। আসলে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ট্রাই এর পক্ষ থেকে একটি নতুন রিপোর্ট পেশ করা হয়েছে। এই রিপোর্ট অনুযায়ী এপ্রিলে আগের মাসের চেয়ে রিলায়েন্সে জিও, এয়ারটেল ও ভোডাফোন‌-আইডিয়ার ডাউনলোড স্পীড কমতে দেখা গেছে।

ট্রাইয়ের পেশ করা ডেটা অনুযায়ী গত এপ্রিল মাসে রিলায়েন্স জিওর গড় ডাউনলোড স্পীড ছিল 13.3 এমবিপিএস। এই স্পীডের সঙ্গে জিও তখন লিস্টের টপে নিজের জায়গা করে নিয়েছিল। এরপর 5.6 এমবিপিএস গড় স্পীডের সঙ্গে ভোডাফোন‌ ছিল দ্বিতীয় স্থানে। অন‍্যদিকে এয়ারটেল তাদের 5.5 এমবিপিএস গড় ডাউনলোড স্পীডের সঙ্গে তৃতীয় স্থানে এবং একদম শেষে 5.4 এমবিপিএস স্পীডসহ আইডিয়া লিস্টের চতুর্থ স্থানে তার জায়গায় ছিল।

এর আগের কয়েক মাসের রিপোর্টে চোখ রাখলে দেখা যায় এবছর মার্চ মাসে রিলায়েন্স জিওর গড় ডাউনলোড স্পীড 19.5 এমবিপিএস ছিল। অর্থাৎ জিওর স্পীড 6.5 এমবিপিএস কমে গেছে। এক‌ইভাবে ভোডাফোনের ক্ষেত্রে 0.9 এমবিপিএস গড় ডাউনলোড স্পীড কমতে দেখা গেছে। মার্চে ভোডাফোনের ডাউনলোড স্পীড ছিল 6.7 এমবিপিএস। এপ্রিল মাসে এয়ারটেলের ডাউনলোড স্পীড 0.7 এমবিপিএস কমেছে। অবশেষে আইডিয়ার ক্ষেত্রে এই হ্রাসের পরিমাণ ছিল 0.2 এমবিপিএস।

ট্রাই জানিয়েছে তারা তাদের এই রিপোর্ট তৈরি করার সময় MySpeed অ্যাপ ব‍্যবহার করেছে। ট্রাইয়ের এই অ্যাপটি ডেটা স্পীড এক্সপেরিয়েন্স, সিগন্যাল এক্সপেরিয়েন্স এবং অন‍্যান‍্য নেটওয়ার্কের সঙ্গে এক্সপেরিয়েন্সের তুলনা করার জন্য ব‍্যবহার করা হয়।

প্রসঙ্গত গত এপ্রিল মাসে স্পীড টেস্ট ওয়েবসাইট Ookla তাদের গ্লোবাল ইন্ডেক্সের একটি রিপোর্ট পেশ করেছে। এই রিপোর্টে ফিক্সড এবং মোবাইল ব্রডব্যান্ড উভয়ের জন্য সব দেশের ইন্টারনেট স্পীড র‍্যাঙ্কিঙের লম্বা লিস্ট দেখানো হয়েছে। এই লিস্ট অনুযায়ী ইউএই টপে আছে। ইউএইতে মোবাইল ডেটার স্পীড 83.52 এমবিপিএস ছিল। আবার ফিক্সড ব্রডব্যান্ডের ক্ষেত্রে 197.26 এমবিপিএস গড় স্পীডের সঙ্গে টপে ছিল সিঙ্গাপুর। মোবাইল ডেটার স্পীডের দিক থেকে এই লিস্টে ভারত 130তম স্থানে এবং ফিক্সড ব্রডব্যান্ডের ক্ষেত্রে 71তম স্থানে রয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here