মাত্র আড়াই বছরে 30 কোটি ইউজার বানিয়ে Jio গড়ল নতুন রেকর্ড

ভারতের টেলিকম মার্কেটে পা রাখার পর রিলায়েন্স জিও দেশের টেলিকম বাজারের অবস্থাই পাল্টে দেয়। আগে যেখানে ইন্টারনেট ডেটার জন্য বিপুল পরিমাণ দাম দিতে হত সেখানে ফ্রিতে ইন্টারনেট দেওয়ার সঙ্গে সঙ্গে কোম্পানি আরও একাধিক রেকর্ড গড়েছে। এই রেকর্ডের সংখ্যা আরও বাড়িয়ে Reliance Jio মাত্র তিন বছরের‌ও কম সময় 300 মিলিয়ন অর্থাৎ 30 কোটি ইউজার সংখ্যা বানিয়ে ফেলেছে।

নেপালে ব‍্যানড হল PUBG! এবার কি ভারতের পালা?

কোম্পানি এই সংখ্যা গত 2 মার্চ বানিয়েছিল। IPL 2019 উপলক্ষে টিভি কমার্শিয়ালে “Jio celebrating 300 million users” ট‍্যাগলাইনসহ একটি বিজ্ঞাপন দেখায়। তবে কোম্পানির কাছে জানতে চাওয়ায় অফিসিয়ালি কোনো তথ্য জানা যায়নি।

এর আগে কোম্পানি পৃথিবীর সবচেয়ে ফাস্ট 100 মিলিয়ন কাস্টমার বানানোর রেকর্ড‌ও বানিয়েছে। প্রসঙ্গত Jio মাত্র 170 দিনে 100 মিলিয়ন কাস্টমার বানিয়েছিল। অথচ এয়ারটেল ইন্ডিয়া 2018 সালের শেষ কোয়ার্টারে 284 মিলিয়ন কাস্টমার দেখিয়েছিল। তবে রেগুলেটরি ফাইল অনুযায়ী ডিসেম্বরে এয়ারটেলের কাছে 340.2 মিলিয়ন কাস্টমার ছিল যা জানুয়ারিতে বেড়ে 340.3 মিলিয়ন হয়ে যায়।

400 টাকার কম দামের আনলিমিটেড কলিঙের বেস্ট প্ল‍্যান, জেনে নিন কোনটির কি সুবিধা

প্রসঙ্গত 300 মিলিয়ন কাস্টমার গড়তে এয়ারটেলের 19 বছর সময় লাগে। অপরদিকে ভোডাফোন ও আইডিয়া মার্জ হ‌ওয়ার পর ভোডাফোন-আইডিয়া লিমিটেড ভারত সবচেয়ে বড় টেলিকম অপারৈটরে পরিণত হয়। ভোডাফোন-আইডিয়া লিমিটেডের কাছে 400 মিলিয়ন কাস্টমার বেস আছে। তবে জিওর বিস্তৃতির গতি দেখে মনে হচ্ছে কোম্পানি খুব তাড়াতাড়ি ভোডাফোন-আইডিয়ার থেকেও এগিয়ে সবচেয়ে বড় টেলিকম অপারেটরৈ পরিণত হবে।

প্রসঙ্গত কিছু দিন আগে রিলায়েন্স জিও তাদের কাস্টমারদের জন্য বিশেষ করে ক্রিকেট প্রেমীদের জন্য Cricket Data Pack পেশ করে। বর্তমানে টি-20 ক্রিকেট টুর্নামেন্ট আইপিএল চলছে। আইপিএলের জনপ্রিয়তা কারোর কাছে অজানা নয়। দেশের বিভিন্ন প্রান্তের ক্রিকেট প্রেমীরা এই টুর্নামেন্ট দারুণ ভাবে উপভোগ করে। এই কারণেই কোম্পানি ক্রিকেট ডেটা প‍্যাক লঞ্চ করে।

4,499 টাকা দামের রেডমি গো নাকি 3,999 টাকা দামের নোকিয়া 1, জেনে নিন কোন ফোনটি বেস্ট

রিলায়েন্স জিও এই ক্রিকেট ডেটা প‍্যাক মূলত প্রিপেইড কাস্টমারদের জন্য পেশ করেছে। এই প‍্যাকের দাম 251 টাকা। এই প‍্যাকের ভ‍্যালিডিটি 51 দিন। এতে প্রতিদিন 2 জিবি করে 4জি ডেটা পাওয়া যায়। অর্থাৎ প্রতিদিন 2 জিবি করে এই প‍্যাকে 51 দিনে মোট 102 জিবি 4জি ডেটা পাওয়া যায়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here