Reliance শুরু করেছে Digital India Sale, স্মার্টফোন ও ল‍্যাপটপের পাশাপাশি ইলেকট্রনিক্স আইটেমে পাওয়া যাচ্ছে আকর্ষণীয় অফার

ভারতে বর্ষাকাল আসার সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় একের পর এক শপিং সেল ও অফারের ঢেউ। স্বাধীনতা দিবস থেকে শুরু করে বিভিন্ন উৎসবের মধ্য দিয়ে এই সেল চলে লক্ষী পুজো, কালী পুজো পর্যন্ত। আমাজন ও ফ্লিপকার্টের মতো শপিং সাইটগুলির পাশাপাশি বিভিন্ন ইলেকট্রনিক্স কোম্পানি ও টেক ব্র‍্যান্ড নতুন নতুন অফার ও সেলের আয়োজন করে থাকে। এক‌ইভাবে এবার রিলায়েন্স ডিজিটাল ভারতে তাদের “Digital India Sale” এর সূচনা করেছে যেখানে স্মার্টফোন, ল‍্যাপটপ ও স্মার্ট টিভিসহ অন‍্যান‍্য ইলেকট্রনিক্স প্রোডাক্টে আকর্ষণীয় অফার ও অতুলনীয় ছাড় পাওয়া যাচ্ছে।

ডিজিটাল ইন্ডিয়া সেলে কোম্পানি রিলায়েন্স ডিজিটাল স্টোর ও মাই জিও স্টোরের পাশাপাশি www.reliancedigital.in সাইট থেকে কেনাকাটা করলে 10 শতাংশ ক‍্যাশব‍্যাক পাওয়া যাচ্ছে। তবে এর জন্য এসবিআই ক্রেডিট কার্ডের মাধ্যমে কমপক্ষে 10,000 টাকার শপিং করতে হবে। এছাড়া SBI ক্রেডিট কার্ড ইএম‌আই ট্রানজংকশনের ক্ষেত্রেও গ্ৰাহকদের 5,000 টাকার বেনিফিট দেওয়া হচ্ছে। এই সেলে টিভি, মোবাইল ফোন, হোম অ্যাপ্লায়েন্স ও ল‍্যাপটপের কেনাকাটায় আকর্ষণীয় অফার দেওয়া হচ্ছে। জানিয়ে রাখি এই আগামী 5 আগস্ট পর্যন্ত এই অফার উপভোগ করা যাবে।

স্মার্টফোন ও ল‍্যাপটপে আকর্ষণীয় অফার

এই সেলে স্মার্টফোনের কেনাকাটায় ডিসকাউন্ট ও ক‍্যাশব‍্যাক ছাড়াও গ্ৰাহকদের Accidental Damage এবং Liquid Damage Coverage এর সুবিধা দেওয়া হচ্ছে। স্মার্টফোনের পাশাপাশি Apple Watch Series 6, Fire-Boltt AGNI এবং Samsung Galaxy Active 2 এর মতো wearables এর ক্ষেত্রেও দুর্দান্ত বেনিফিট পাওয়া যাচ্ছে। ডিজিটাল ইন্ডিয়া সেলে ল‍্যাপটপ কিনলে গ্ৰাহকদের ক‍্যাশব‍্যাক ও ব্র‍্যান্ড ওয়ারেন্টি ছাড়াও14,990 টাকা পর্যন্ত বেনিফিট দেওয়া হবে।

অতুলনীয় দামে ইলেকট্রনিক্স আইটেম

এই সেলে বিভিন্ন ব্র‍্যান্ডের স্মার্ট টিভি, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, ইলেকট্রনিক কেটল এবং স‍্যান্ড‌উইচ মেকারের মতো অন‍্যান‍্য প্রোডাক্টে ডিসকাউন্ট ও বেনিফিট পাওয়া যাচ্ছে। এইসব আইটেমের কেনাকাটায় কোম্পানির পক্ষ থেকে সমস্ত গ্ৰাহকদের সর্বোচ্চ 1,999 টাকা দামের নিশ্চিত উপহার দেওয়া হচ্ছে। উল্লেখ্য ল‍্যাপটপ সেগমেন্টে HDFC কার্ড হোল্ডাররা এক্সট্রা বেনিফিট পাবেন। সেল ও অফার সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here