শুধুমাত্র 500 টাকায় পাওয়া যাবে JioPhone Next, আগামী কাল থেকে শুরু হবে বুকিং, জেনে নিন আর কি থাকছে বিশেষত্ব

Reliance Jio এই কথা ভালো করে বুঝে গেছে যে ইন্ডিয়া‌র বড়ো সংখ্যক জনতা এই হময় কোম্পানির প্রথম 4জি স্মার্টফোন JioPhone Next এর অধীর আগ্রহে অপেক্ষা করছে। এই উৎসাহ যাতে অম না হয়ে যায় তাই মনে হয় এই জন্যই কোম্পানি এখনো পর্যন্ত জিওফোন‌কে পর্দার বাইরে আনেনি। মুকেশ আম্বানি ঘোষণা করেছিল যে Reliance Jio আর Google এর মিলে বানানো এই Ultra Affordable 4G SmartPhone 10 সেপ্টেম্বর গনেশ চতুর্থীর দিন ভারতে সেলের জন্য উপলব্ধ হবে। কিন্তু আজকে 9 সেপ্টেম্বরে‌ই জিওফোন নেক্সট কোম্পানির ওয়েবসাইটে লিস্ট করা হয়নি আর কোম্পানি JioPhone Next Price সম্পর্কে কোনো তথ্য জানাইনি।

JioPhone Next সম্পর্কে দুই মাস ধরে লিক আর খবর সামনে আসছে কিন্তু এই কথাটির সলিড সম্ভাবনা ছিল যে সেপ্টেম্বরে‌র শুরুতে এই সস্তা 4জি ফোন প্রি-বুকিংয়ের জন্য উপলব্ধ হয়ে যাবে আর এর পরেই 10 সেপ্টেম্বরে এর বিক্রি শুরু হয়ে যাবে। ফোনের সেল শুরু হতে 24 ঘন্টাও বেচেঁ নেই কিন্তু Reliance Jio এখনো পর্যন্ত ফোনের দাম আর উপলব্ধতা সম্পর্কে কোনো তথ্য জানাইনি। আশা করা হচ্ছে যে ফোনের প্রি-বুকিং আগামীকাল শুরু হবে আর সেল ডেট 2 অক্টোবর গান্ধী জয়ন্তী হতে পারে। কিন্তু বিগত দিনে সামনে আসা একটি বড়ো খবরে জানা গেছে যে নতুন জিওফোন মাত্র 500 টাকা দামে কেনা যাবে। এই ফোনটিকে কেনা গ্রাহক JioPhone Next Price এর শুধুমাত্র 10 শতাংশ দিয়ে ফোনটিকে নিজের ঘরে নিয়ে যেতে পারে।

দুটি মডেলে বিক্রি হবে JioPhone Next

জিওফোন নেক্সট সম্পর্কে একটি বড়ো পর্দাফাস করা হয়েছে যে রিলায়েন্স জিও নিজের ফোনের দুটি মডেল বাজারে আনবে। রিপোর্ট অনুযায়ী এর মধ্যে একটি JioPhone Next Basic মডেল হবে আর অন‍্যটি JioPhone Next Advance মডেল হবে। বলা হচ্ছে যে জিওফোন নেক্সটের বেসিক মডেলের দাম 5,000 টাকার কাছাকাছি হবে আর জিওফোন নেক্সট অ্যাডভান্স মডেলটি‌কে 7,000 টাকার কাছাকাছি দামে বাজারে আনা হবে।

শুধুমাত্র 500 টাকা পড়বে JioPhone Next Price

ইটি রিপোর্টে দাবি করা হয়েছে যে জিওফোন নেক্সট‌কে পাওয়ার জন্য গ্রাহকদের ফোন প্রাইসের শুধুমাত্র 10 শতাংশ দিতে হবে। এই হিসেবে যদি সত্যিই জিওফোন নেক্সট বেসিক মডেল 5,000 টাকায় লঞ্চ হয় তাহলে এর 10 শতাংশ ডাউন পেমেন্ট করার পরে সাধারণ লোক মাত্র 500 টাকায় ফোনটিকে নিজের ঘরে নিয়ে যেতে পারবে। এইভাবেই 7,000 টাকার জিওফোন নেক্সট অ্যাডভান্স ভেরিয়েন্ট কেনার জন্য কাস্টমার‌কে 700 টাকা দিতে হবে।

6 মাসে 5 কোটি ফোন বিক্রি করার টার্গেট

এই সস্তা 4জি স্মার্টফোন সম্পর্কে মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছে যে জিওফোন নেক্সটের সেলের জন্য রিলায়েন্স জিও আগামী 6 মাসে 5 কোটি মোবাইল ইউনিট বিক্রি করার টার্গেট রেখেছে। এই লক্ষ পূরন করার জন্য কোম্পানি State Bank of India (SBI), Purana Capital, IDFC First Assure আর DMI Finance এর সাথে অংশিদারি করেছে আর এই সব মিলিয়ে 10,000 কোটি টাকার ব‍্যাবসা করতে চলেছে। রিপোর্ট অনুযায়ী এই 5টি ব‍্যাঙ্ক ছাড়া রিলায়েন্স জিও চারটি নন-ব‍্যাঙ্কিং ফাইনেন্স কোম্পানির (NBFCs) এর সাথেও 2,500 কোটি টাকার ক্রেডিট সাপোর্টের ডিল করেছে।

10 শতাংশ টাকা দিয়ে বুক করুন JioPhone Next

রিপোর্ট অনুযায়ী রিলায়েন্স জিও আর গুগল এর মিলিত ভাবে বানানো JioPhone Next স্মার্টফোন কেনার জন্য ইউজারদের পুরো দাম দেওয়ার প্রয়োজন নেই। গ্রাহকরা ফোন প্রাইসের শুধুমাত্র 10 শতাংশ দিয়ে অর্থাৎ এমাউন্টের শুধুমাত্র 10 শতাংশ ডাউন পেমেন্ট করে এই ফোনটিকে কিনতে পারবেন। ফোনের বাকি দাম উপরে বলা ব‍্যাঙ্ক এবং ফাইনান্স কোম্পানি গুলির মাধ্যমে ইএম‌আই এর রূপে মেটানো হবে।

JioPhone Next এর সেলে সন্দেহ

JioPhone Next এর বাস্তবিক দাম আর এর সঠিক স্পেসিফিকেশন্স কি, এই তথ্য আগামী কাল ফোনের সেল শুরু হ‌ওয়ার পরেই পরিস্কার হবে। কিন্তু এখানে পর্যন্ত কোম্পানির ওয়েবসাইটে ফোনের প্রোডাক্ট পেজ লাইভ না করায় Reliance Jio এর ঘোষণার উপরে প্রশ্ন উঠছে। কিছু জায়গায় তো শোনা যাচ্ছে যে হয়তো কাল অর্থাৎ 10 সেপ্টেম্বর জিওফোন নেক্সটের সেল শুরু‌ই হবে না আর মুকেশ আম্বানি গনেশ চতুর্থীর দিন ফোনের প্রি-বুকিং শুরু করে এর সেল ডেট আরো পিছিয়ে দিতে পারে, যা 2 অক্টোবর হতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here