Jio এর দুর্দান্ত অফার, প্ল্যানের সঙ্গে পাওয়া যাচ্ছে 40GB ডেটা

Highlights

  • Jio এর কাছে তিনটি ক্রিকেট বেস প্ল্যান আছে।
  • এই প্ল্যানে 90 দিন পর্যন্ত ভ্যালিডিটি পাওয়া যায়।
  • এই রিচার্জগুলি শুধুমাত্র প্রিপেইড ইউজারদের জন্য প্রযোজ্য।

Jio কিছু দিন আগে IPL 2023 সিজনের শুরুতে ক্রিকেট প্রেমীদের জন্য তিনটি নতুন ক্রিকেট প্ল্যান পেশ করেছিল। এই প্ল্যানগুলিতে আনলিমিটেড কল এবং 5G বেনিফিটের সঙ্গে 3GB পর্যন্ত দৈনিক ডেটা পাওয়া যেত। জানিয়ে রাখি কোম্পানি এই প্ল্যানগুলির সঙ্গে ইউজারদের 40GB পর্যন্ত অতিরিক্ত ফ্রি ডেটা দেওয়া হয়। চলুন বিস্তারিত জেনে নেওয়া জ্যাক এই প্ল্যানগুলি সম্পর্কে। আরও পড়ুন: দেখে নিন Netflix-এর সেরা কিছু ফিল্মের তালিকা

এই তিনটি প্ল্যানে পাওয়া যায় 40GB অতিরিক্ত ডেটা

  • Jio Rs 219 Plan
  • Jio Rs 399 Plan
  • Jio Rs 999 Plan

  1. Jio এর 219 টাকা দামের প্ল্যান: 3জিবি ডেটাসহ জিওর এই প্ল্যানের ভ্যালিডিটি 14 দিন। এই প্ল্যানে দৈনিক 3GB ডেটার সঙ্গে 2GB অতিরিক্ত ডেটা পাওয়া যায়। অর্থাৎ হিসাব করলে দেখা যাবে এই প্ল্যানে মোট 44জিবি ইন্টারনেট ডেটা উপভোগ করা যায়। এর সঙ্গে প্রতিদিন 100টি করে ফ্রি এসএমএস এবং কিছু জিও অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশন দেওয়া হয়। এছাড়া সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পাওয়া যায়।
  2. Jio এর 399 টাকা দামের প্ল্যান: এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন এবং এতে প্রতিদিন 3জিবি করে ইন্টারনেট ডেটা পাওয়া যায়। ডেইলি ডেটা ছাড়া এই প্ল্যানে 6জিবি অতিরিক্ত ডেটা উপভোগ করা যায়। অর্থাৎ এই প্ল্যানটি রিচার্জ করে মোট 90জিবি ডেটা পাওয়া যায়। এছাড়াও এই প্ল্যানের সঙ্গে আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন 100টি করে ফ্রি এসএমএস এবং কিছু জিও অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশন দেওয়া হয়।
  3. Jio এর 999 টাকা দামের প্ল্যান: এই প্ল্যানে প্রতিদিন 3জিবি ডেটার পাশাপাশি অতিরিক্ত 40জিবি দেওয়া হয়। এই প্ল্যানের ভ্যালিডিটি 84 দিন। অর্থাৎ এই প্ল্যানে মোট 292জিবি ইন্টারনেট ডেটা পাওয়া যায়। এছাড়াও যে কোন নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কল এবং প্রতিদিন 100টি করে ফ্রি এসএমএসের সুবিধা তো আছেই।

কোম্পানির কাছে 222 টাকা, 444 টাকা এবং 667 টাকা দামের তিনটি ক্রিকেট অ্যাড-অন প্ল্যানও রয়েছে। এই তিনটি প্ল্যানে যথাক্রমে 50GB, 100GB এবং 150GB ডেটা পাওয়া যায়। ের মধ্যে 444 টাকা এবং 667 টাকা দামের প্ল্যানের ভ্যালিডিটি যথাক্রমে 60 দিন এবং 90 দিন। এছাড়া 222 টাকার প্ল্যানটি উপস্থিত প্ল্যানের ভ্যালিডিটির সঙ্গেই শেষ হয়ে যায়। আরও পড়ুন: 4G SIM-এ 5G সার্ভিস কিভাবে পাওয়া যাবে? জেনে নিন পদ্ধতি

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here