84 দিন ভ্যালিডিটিযুক্ত Jio, Airtel, Vi এবং BSNL-এর সস্তা রিচার্জ প্ল্যান, জেনে নিন এই প্ল্যান গুলির সম্পূর্ণ তথ্য

এখন ভারতে তিনটি সবচেয়ে বড়ো প্রাইভেট টেলিকম অপারেটর কোম্পানি; Airtel, Jio এবং Vi নিজেদের গ্রাহকদের খুশি করার জন্য একের পর এক প্ল্যান পেশ করছে। আবার, এই কোম্পানি গুলির সাথে সরকারি কোম্পানি BSNL-ও কম দামে প্ল্যান পেশ করছে। এই সমস্ত কোম্পানি গুলির কাছে এইরকম বিভিন্ন রিচার্জ প্ল্যান আছে। এই প্ল্যান গুলিতে বিভিন্ন দিনের ভ‍্যালিডিটি, ডেইলি ডেটা লিমিট এবং আরও সুবিধা পাওয়া যায়। কিন্তু আপনি যদি 84 দিনের ভ‍্যালিডিটির রিচার্জ প্ল্যানের খোঁজ করেন, তাহলে এই আর্টিকেলে সমস্ত অপারেটরদের পেশ করা 84 দিন ভ‍্যালিডিটির বেস্ট এবং সস্তা রিচার্জ প্ল্যানের সম্পর্কে জানানো হবে। আসুন জেনে নেওয়া যাক―

84 Days Validity Recharge Plan

  • Jio Rs 395 Plan
  • Airtel Rs 455 Plan
  • Vodafone Idea 459 Plan
  • BSNL 599 Plan

জিওর 395 টাকার প্ল্যান

Reliance Jio-এর এটি সবচেয়ে সস্তা 84 দিনের রিচার্জ প্ল্যান। এই জিও রিচার্জ প্ল্যানটির দাম 400 টাকার থেকেও কম। এই প্ল্যানে ইউজাররা মোট 84 দিনের ভ‍্যালিডিটি পাবে। এরসাথে মোট 6 জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং সহ 1000 এসএমএস পাঠানোর সুবিধা পাওয়া যাবে। এর সাথেই জিও অ্যাপের সাবস্ক্রিপশন ফ্রীতে পাওয়া যাবে।

এয়ারটেলের 455 টাকার প্ল্যান

প্রায় 3 মাস চলার মতো এয়ারটেলের এই রিচার্জ প্ল‍্যানে 84 দিনের ভ‍্যালিডিটি পাওয়া যায়। Airtel-এর 455 টাকার প্ল্যানে গ্রাহকরা মোট 6 জিবি ডেটা পাবে। এর সাথেই আনলিমিটেড ভয়েস কলিং সহ 900 SMS-এর সুবিধা পাওয়া যাবে। এছাড়াও এই প্ল্যানে Prime Video Mobile Edition, Free Hello tunes, Wynk মিউজিক ফ্রিতে পাওয়া যাবে।

ভোডাফোন আইডিয়ার 459 টাকার প্ল্যান

এই প্ল্যানটির ভ‍্যালিডিটি‌ও 84 দিনের। এই ভোডাফোন আইডিয়ার 459 টাকার প্ল্যানে মোট 6 জিবি ডেটা পাওয়া যাবে। ইউজাররা চাইলৈ 6 জিবি ডেটা একদিনে শেষ করতে পারবে অথবা 84 দিন পর্যন্ত ডেটা চালাতে পারে। এরসাথে 84 দিনের জন্য আনলিমিটেড ভয়েস কলিং এবং মোট 1000 টা এসএমএস ফ্রিতে পাওয়া যাবে। এর সাথে Vi Movies & TV-এর ফ্রী সাবস্ক্রিপশন‌ও পাওয়া যাবে এই প্ল‍্যানে।

BSNL-এর 599 টাকার প্ল্যান

BSNL-এর কাছেও 84 দিন ভ‍্যালিডিটির প্ল্যান আছে, কিন্তু এই প্ল্যানটির দাম বাকি কোম্পানি গুলির তুলনায় একটু বেশি। এই প্ল্যানটির দাম 599 টাকা। কিন্তু এই প্ল্যানের সুবিধা বাকি কোম্পানি গুলির তুলনায় বেশি। এই প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন 6 জিবি ডেটা পাবে। এছাড়া যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিং সহ 100 টি ফ্রি ম্যাসেজের সুবিধা পাওয়া যাবে। এরসাথে কোম্পানি গ্রাহকদের Zing App-এর ফ্রি সাবস্ক্রিপশন প্রদান করে।

উপসংহার: সব মিলিয়ে দেখলে Jio-এর 84 দিন ভ‍্যালিডিটির রিচার্জ প্ল্যানটি সবচেয়ে সস্তা। কিন্তু সুবিধার কথা বলা হলে BSNL এইক্ষেত্রে বাজিমাত করেছে। কারন, BSNL গ্রাহকদের প্রতিদিন 5 জিবি ডেটা প্রদান করে সম্পূর্ণ ভ‍্যালিডিটিতে মোট 420 জিবি ডেটা প্রদান করছে। কিন্তু এই প্ল্যানটি জিওর প্ল্যানের থেকে 240 টাকা দাম বেশি। কিন্তু BSNL-এর এই প্ল্যানটির সুবিধা সব রাজ্যে সমান নয়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here