বর্তমানে ভারতে WhatsApp সবচেয়ে বেশি পরিমাণে ব্যবহৃত ইনস্ট্যান্ট ম্যাসেজিং অ্যাপ। WhatsApp সাধারণ মানুষের মধ্যে একে অপরের সঙ্গে যোগাযোগ বজায় রাখার অন্যতম মাধ্যমে পরিণত হয়েছে। শুরুর দিকে শুধুমাত্র কিশোর ও যুবকদের এই অ্যাপটি ব্যবহার করতে দেখা গেলেও আজকের দিনে দাঁড়িয়ে সকল বয়সের মানুষ যেমন গৃহবধূ থেকে শুরু করে অফিস ও ব্যাবসায়িক প্রতিষ্ঠান পর্যন্ত WhatsApp এর মাধ্যমে তাদের কাজ চালায়। কিছু দিন আগে ইউজারদের সিকিউরিটির কথা মাথায় রেখে WhatsApp এ ফিঙ্গারপ্রিন্ট লক ফিচার যোগ করা হয়েছে, যার ফলে স্মার্টফোন আনলক করার মতোই WhatsApp খোলার জন্যও ইউজারের ফিঙ্গারপ্রিন্ট প্রয়োজন। কিন্তু যদি কখনও এমন হয় যে আপনি কোনো একটি নির্দিষ্ট চ্যাট সবার থেকে গোপন রাখতে চান আবার সেটি ডিলিটও করতে চান না, তখন? আজ এমনই এক পদ্ধতি সম্পর্কে আপনাদের জানাতে চলেছি যার মাধ্যমে আপনারা আপনাদের ব্যাক্তিগত চ্যাট ডিলিট না করেও সবার থেকে লুকিয়ে রাখতে পারবেন।
আরও পড়ুন : লঞ্চ হল OPPO A91 এবং OPPO A8, কম দামের সঙ্গে পাওয়া যাবে অসাধারণ স্পেসিফিকেশন
এই পদ্ধতি অবলম্বন করলে আপনাকে আপনার সেই বিশেষ চ্যাট ডিলিট করতে হবে না। কেউ যদি আপনার WhatsApp ওপেনও করে তবুও সে সেই বিশেষ চ্যাট দেখতে পারবে না। নিজের ব্যাক্তিগত চ্যাট যতক্ষণ ইচ্ছা লুকিয়ে রাখতে পারবেন এবং যখন ইচ্ছা হবে তৎক্ষণাৎ সেটি সামনে নিয়ে আসতে পারবেন এবং ব্যবহার করতে পারবেন। এই ফিচার ব্যবহার করলে একদিকে যেমন আপনার ব্যাক্তিগত চ্যাট গোপন থাকবে তেমনই আবার আপনাকে কোনো ম্যাসেজ ডিলিটও করতে হবে না। অর্থাৎ প্রত্যেকটি ম্যাসেজসহ আপনার গোটা চ্যাট সুরক্ষিত থাকবে। WhatsApp এর এই বিশেষ ফিচারের নাম “Archive”। এমন অনেক মানুষ আছেন যারা WhatsApp এ এই অপশন আগেই দেখেছেন কিন্তু এর ব্যবহার জানেন না। আজ আমরা আপনাদের জানাবো কিভাবে WhatsApp এর কোনো চ্যাট ডিলিট না করে Archive অপশন ব্যবহার করে লুকিয়ে রাখা যায়।
Android ইউজাররা কিভাবে চ্যাট লুকাবেন?
সবার আগে WhatsApp ওপেন করুন এবং সেই নির্দিষ্ট চ্যাটে যান যেটি আপনি সবার চোখের আড়ালে রাখতে চান।
সেই চ্যাট বা কন্ট্যাক্টটি ওপেন করতে হবে না, বরং লং প্রেস করে সেটি সিলেক্ট করুন।
চ্যাট সিলেক্ট হলে ওপরে একটি ফোল্ডার আইকন আসবে (বুঝতে অসুবিধা হলে নিচে দেওয়া ফোটো দেখুন)
এই আইকনে ক্লিক করলেই সেই চ্যাটটি Archive হয়ে যাবে।
এতদূর করার পরই সেই কন্ট্যাক্টটি চ্যাট লিস্ট থেকে অদৃশ্য হয়ে যাবে এবং WhatsApp এ যতই স্ক্রল করুন না কেন সেই চ্যাটটি আর পাবেন না।
iPhone ইউজারদের জন্য পদ্ধতি:
আইফোন ইউজাররা তাদের কোনো WhatsApp চ্যাটের কোনো কন্ট্যাক্ট আর্কাইভ করার জন্য সেই নির্দিষ্ট চ্যাটে গিয়ে সেটি ডানদিকে স্লাইড করুন।
ডানদিকে স্লাইড করলে More এবং Archive অপশন পাওয়া যাবে। Archive এ ট্যাপ করুন।
Archive এ ক্লিক করা মাত্র সেই চ্যাটটি চ্যাট হিস্ট্রি থেকে চলে যাবে।
কিভাবে ফিরিয়ে আনবেন?
Android এর ক্ষেত্রে:
যখন আপনার মনে হবে এখন সুরক্ষিত বা সেই ব্যাক্তির সঙ্গে চ্যাট করতে চান তখন Android ইউজাররা স্ক্রল করে একদম নিচে চলে যান।
একদম শেষ চ্যাটের নিচে ছোট করে “Archived” লেখা দেখতে পাবেন।
এটিই সেই অপশন যার মধ্যে আপনার বাছাই করা চ্যাট লুকিয়ে রাখা আছে।
এই লেখাটিতে ট্যাপ করুন, আপনার সেইসব চ্যাট দেখা যাবে যেগুলি আপনি লুকিয়ে রেখেছেন।
কন্ট্যাক্ট চ্যাট বক্সটি লং প্রেস করুন, ওপরে Unarchive ফোল্ডারের আইকন দেখা যাবে।
এই আইকনে ক্লিক করলেই সেই ব্যাক্তির সমস্ত ম্যাসেজসহ তাঁর চ্যাট আবার চ্যাট লিস্টে চলে আসবে।
আরও পড়ুন : Samsung এর ধামাকা : আনতে চলেছে 144 মেগাপিক্সেল ক্যামেরাওয়ালা স্মার্টফোন
iPhone ইউজারদের ক্ষেত্রে:
অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে যেমন একদম নিচে Archived অপশন থাকে তেমনই আইফোনের ক্ষেত্রে এই অপশন সবার ওপরে থাকবে।
কিন্তু সবচেয়ে বড় কথা WhatsApp ওপেন করলে এই অপশন দেখা যায় না, হোয়াটসঅ্যাপ হোম পেজ অনেকটা রিফ্রেশ করার মতো করে নিচের দিকে টানলে এই অপশন দেখা যাবে।
এই ফোল্ডারে গিয়ে লুকিয়ে রাখা চ্যাটটি ডানদিকে স্লাইড করুন।
এখানে More এবং Archive অপশন দেখা যাবে। আর্কাইভ অপশনে ক্লিক করে বা চ্যাট বক্স আরও ডানদিকে সোয়াইপ করে সেই চ্যাটটি Unarchived করা যায়।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন