স্যামসাঙ স্মার্টফোন প্রেমীদের জন্য এই পোস্টে এমন একটি অফার সম্পর্কে আলোচনা করা হল যেখানে মাত্র 10 হাজার টাকার চেয়েও কম দামে 5G কানেক্টিভিটি, 50MP ক্যামেরা এবং 5,000mAh ব্যাটারি সহ স্যামসাঙ স্মার্টফোন কেনা যাবে। বর্তমানে Samsung Galaxy A14 5G ফোনটি মাত্র 9,999 টাকা দামে সেল করা হচ্ছে।
10 টাকার চেয়ে কম দামে স্যামসাঙ 5জি স্মার্টফোন
জানুয়ারি মাসে Galaxy A14 5G ফোনটি 4GB RAM এবং 128GB স্টোরেজ অপশন 15,499 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। তবে বর্তমানে শপিং সাইট ফ্লিপকার্টে ফোনটি 5,500 টাকা কম দামে সেল করা হচ্ছে। এই ওয়েবসাইটের মাধ্যমে Samsung Galaxy A14 5G ফোনটি 9,999 টাকা দামে কেনা যাবে। এই প্রাইস কাটের ফলে এই ফোনটি Best Samsung 5G Phone Under 10000 এর মধ্যে স্থান করে নিয়েছে।
জানিয়ে রাখি Samsung Galaxy A14 5G ফোনটি 4GB RAM + 64GB স্টোরেজ অপশন 8,999 টাকা এবং 6GB RAM + 128GB স্টোরেজ অপশন 10,999 টাকা দামে কেনা যাচ্ছে। এই ফোনটি Dark Red, Light Green এবং Black কালার অপশনে সেল করা হচ্ছে। ফ্লিপকার্টের মাধ্যমে এই ফোনটি কেনা জন্য (এখানে ক্লিক করুন)
Samsung Galaxy A14 5G এর স্পেসিফিকেশন
ডিসপ্লে
Samsung Galaxy A14 5G ফোনটিতে 1080 x 2408 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.6 ইঞ্চির full HD+ ডিসপ্লে যোগ করেছে। এই ফোনের স্ক্রিন PLS LCD প্যানেল দিয়ে তৈরি এবং এটি 90 হার্টস রিফ্রেশরেটে কাজ করে। ফোনটির স্ক্রিন সহ 16এম কালার ফিচারও দেওয়া হয়েছে। ফোনটির ডায়মেনশন 167.7 x 78.0 x 9.1 এমএম এবং ওজন 210 গ্রাম।
প্রসেসর
Samsung Galaxy A14 5G ফোনটি Android 13 এবং OneUI 5 সঙ্গে পেশ করা হয়েছে। এই ফোনটি 2.2 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরসহ Samsung Exynos 1330 চিপসেটে রান করে। এছাড়া এই ফোনে RAM Plus ফিচার যোগ করা হয়েছে যার সাহায্যে ফোনটিতে Virtual RAM ব্যাবহার করা যায়। সবচেয়ে বড় কথা এই ফোনের সঙ্গে 2 বছরের ওএস আপগ্রেডের পাশাপাশি পাওয়া যাবে 4 বছরের সিকিউরিটি আপডেট।
ক্যামেরা
ফটোগ্রাফির জন্য Samsung Galaxy A14 5G তে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে LED flash এর সঙ্গে f/1.8 অ্যাপারচার যুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, f/2.4 অ্যাপারচারের ক্ষমতাসম্পন্ন একটি 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর এবং একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে f/2.0 অ্যাপারচার যুক্ত 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
ব্যাটারি
Samsung Galaxy A14 5G ফোনটি একটি ডুয়েল সিম স্মার্টফোন যা 4G এবং 5G উভয় নেটওয়ার্কে কাজ করে। সিকিউরিটির জন্য এই ফোনটির সাইড প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেডেড পাওয়ার বাটন দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 5,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি একবার ফুল চার্জ করার পর সাধারণ ব্যবহারে 2 দিন পর্যন্ত ব্যাকআপ দিতে সক্ষম।
Samsung Galaxy A14 5G ফোনটি কি কেনা উচিৎ?
Samsung Galaxy A14 5G ফোনটি বেশ কয়েক মাসের পুরনো হলেও, এতে উপস্থিত 10 5G Bands ফিচার এই সেগমেন্টের 5G কানেক্টিভিটি ফোনগুলির মধ্যে বেস্ট। এই ফোনে বড় স্ক্রিন এবং শক্তিশালী ব্যাটারি রয়েছে। একইভাবে Galaxy A14 5G ফোনের ক্যামেরা দাম অনুযায়ী বেশ ভালো দেওয়া হয়েছে। এই প্রসেসর কিছুটা পুরনো হওয়া সত্ত্বেও One UI স্মুথ রান করে এবং ভালো পারফরমেন্স পাওয়া যায়। যেসব ইউজাররা এই বাজেট রেঞ্জে স্যামসাঙ ফোন কিনতে চাইছেন, তাদের জন্য Galaxy A14 5G ফোনটি একটি ভালো অপশন।