চিপসেটে‌র কমতির কারণে স্মার্টফোন মার্কেটে‌র ক্ষতি, তৃতীয় কোয়ার্টারে Samsung বিক্রি করেছে সবচেয়ে বেশি ফোন

মার্কেট রিসার্চ ফার্ম Canalys এর নতুন রিপোর্ট অনুযায়ী সারা বিশ্বের চিপসেটে‌র কমতি চলার কারনে জুলাই-সেপ্টেম্বরের স্মার্টফোন শিপমেন্টে কয়েক বছরের গড়ে 6 শতাংশের পতন হয়েছে। গত বছর থেকে গ্লোবাল মার্কেটে চিপসেটে‌র কমতির কারনে স্মার্টফোন থেকে ইলেকট্রনিক ডিভাইসের তৈরির চাহিদা পূরন করতে পারছে না কোম্পানি গুলি। ব্লুমবার্গ বিগত দিনে নিজের একটি রিপোর্টে দাবি করেছে যে সারা বিশ্বের বড়ো টেক কোম্পানি গুলির মধ্যে অন‍্যতম Apple ও এই চিপসেটে‌র কমতির কারনে তাদের লেটেস্ট iPhone 13 এর বেশি ইউনিটের তৈরী করতে পারছে না, যতোটা তারা প্ল‍্যানিং করেছিল। Canalys এর রিপোর্ট অনুযায়ী চিপসেটে‌র কমতি আগামী 2022 এও চলতে পারে এমনটাই আশা করা হচ্ছে। অর্থাৎ স্মার্টফোন নির্মাতা কোম্পানি গুলির জন্য এখনো কঠিন সময় চলতে থাকবে। এই ঘটনাটির প্রভাব সরাসরি সেইসব গ্রাহকদের উপরে পড়বে যারা স্মার্টফোন কেনার সময় ডিসকাউন্টের আশা করে।

স‍্যামসাং করলো বাজিমাত

স্মার্টফোন শিপমেন্টে‌র কথা বললে 2021 এর তৃতীয় কোয়ার্টারে স‍্যামসাং সবচেয়ে বড়ো কোম্পানি হয়ে উঠেছে। জুলাই মাস থেকে সেপ্টেম্বর পর্যন্ত স‍্যামসাং এর মার্কেটে মোট অংশিদারি 23 শতাংশের ছিল। এর সাথেই গ্লোবাল মার্কেটে স্মার্টফোন শিপমেন্টে‌র ক্ষেত্রে স‍্যামসাং সর্বপ্রথম অবস্থানে আছে। আবার 150pp শতাংশ শেয়ারের সাথে Apple দ্বিতীয় অবস্থানে আছে।

গত বছর মার্কেটে Apple এর অংশিদারি 12 শতাংশের ছিল। শাওমি গত বছর 14 শতাংশ মার্কেট শেয়ারের সাথে তৃতীয় অবস্থানে ছিল কিন্তু এখন সেখান থেকে নেমে তৃতীয় অবস্থানে চলে এসেছে। Vivo এবং OPPO (OnePlus শিপমেন্ট সহ) দুটি কোম্পানির মার্কেটে 10 – 10 শতাংশের অংশিদারির সাথে চতুর্থ ও পঞ্চম স্থানে আছে।

এটি বলা কঠিন হবে যে চিপসেটে‌র কমতির কারনে স্মার্টফোন নির্মাতা কোম্পানি গুলি কতদিন প্রভাবিত হবে, কিন্তু এটি নিশ্চিত হয়ে গেছে যে চিপসেটে‌র কমতির কারনে ইন্ডাস্ট্রি অনেকটাই প্রভাবিত হয়েছে এবং আগের মতো ঠিক হয়ে উঠতে অনেকটাই সময় লাগবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here