Exclusive: 13 মেগাপিক্সেল ক‍্যামেরা ও 6.4 ইঞ্চির ডিসপ্লের সঙ্গে লঞ্চ হবে Samsung Galaxy A11

সাউথ কোরিয়ার ইলেকট্রনিক কোম্পানি Samsung তাদের ‘গ‍্যালাক্সি এ’ সিরিজে বাজেট ক‍্যাটাগরিতে Samsung Galaxy A11 ফোনটি খুব তাড়াতাড়ি লঞ্চ করতে পারে। গত বছরের শেষ দিক থেকেই এই ফোনটি সম্পর্কে একাধিক লিক ও খবর শোনা যাচ্ছে। এবার আশা করা হচ্ছে কোম্পানি খুব তাড়াতাড়ি তাদের এই ফোনটি লঞ্চ করে দেবে। এছাড়াও কোম্পানি এখনও পর্যন্ত তাদের এই সিরিজে Samsung Galaxy A71 ও Galaxy A51 পেশ করে দিয়েছে। বর্তমানে আমরা Ishan Agarwal এর সঙ্গে হাত মিলিয়ে Samsung Galaxy A11 এর স্পেসিফিকেশন সম্পর্কে এক্সক্লুসিভ তথ্য জানতে পেরেছি। 

আরও পড়ুন: আগামী মাসে ভারতে লঞ্চ হবে Redmi 9 ও Xiaomi Mi 10 সিরিজ, জানা গেল এক্সক্লুসিভ তথ্য

তবে এর আগেই এই ফোনের স্টোরেজ ও ডিজাইন সম্পর্কে তথ্য জানা গেছে। Samsung Galaxy A11 ফোনটি অ্যান্ড্রয়েড 10 যুক্ত ওয়ান ইউআইসহ পেশ করা হবে। এছাড়া আরও শোনা যাচ্ছে যে কোম্পানি তাদের এই ফোনটিতে ট্রিপল রেয়ার ক‍্যামেরা যোগ করবে। এই সেট‌আপের প্রাইমারি ক‍্যামেরা সেন্সরটি হবে 13 মেগাপিক্সেলের। এছাড়া অন‍্য দুটি সেন্সর সম্পর্কে কোনো খবর পাওয়া যায়নি। Samsung Galaxy A11 এর ফ্রন্ট প‍্যানেলে 8 মেগাপিক্সেলের সেলফি ক‍্যামেরা সেন্সর থাকবে। এখনও পর্যন্ত পাওয়া লিক অনুযায়ী এই ফোনে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হবে।

কিছু দিন আগে আমরা Samsung Galaxy A11 এর ব‍্যাক প‍্যানেলের এক্সক্লুসিভ ফোটো পেয়েছিলাম। ফোটোয় দেখা গিয়েছিল তখনও এটি ম‍্যানুফ‍্যাকচারিং স্টেজে ছিল। এই ব‍্যাক প‍্যানেল দেখেই বোঝা গিয়েছিল যে এই ফোনে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হবে। এই ক‍্যামেরা সেট‌আপ ফোনটির ব‍্যাক প‍্যানেলে ওপরের ডানদিকে ভার্টিক‍্যাল শেপে থাকবে এবং সেট‌আপে তিনটি সেন্সর এক‌ই লাইনে অবস্থিত।

আরও পড়ুন: লঞ্চ হল Vivo Z6 5G, এতে আছে 5000 এম‌এএইচ ব‍্যাটারী, 8 জিবি র‍্যাম ও 48 মেগাপিক্সেলের কোয়াড রেয়ার ক‍্যামেরা

Samsung Galaxy A11 এর ব‍্যাক প‍্যানেলে সিকিউরিটির জন্য ফিঙ্গারপ্রিন্ট সেন্সর‌ও দেখা গিয়েছিল। ফোটো দেখে বোঝা গেছে এই ফোনের বডি পলিকার্বনেট দিয়ে তৈরি হবে। আবার অন‍্য একটি লিকে Samsung Galaxy A11 এ পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হবে বলে জানানো হয়েছে। এছাড়া ইউএসের এফসিসি লিস্টিঙে বলা হয়েছে এই ফোনে 4,000 এম‌এএইচের ব‍্যাটারী থাকবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here