স‍্যামসাঙের সবচেয়ে সস্তা 5G স্মার্টফোন হতে চলেছে Samsung Galaxy A22

স‍্যামসাং সম্পর্কে গত ডিসেম্বর মাসে খবর পাওয়া গিয়েছিল যে দক্ষিণ কোরিয়ার এই ইলেকট্রনিক কোম্পানি Samsung Galaxy A22 নামের একটি সস্তা 5জি ফোনে কাজ করছে। শোনা গিয়েছিল ফোনটি এই বছর অর্থাৎ 2021 সালের দ্বিতীয় কোয়ার্টারে লঞ্চ করা হবে এবং ফোনটি ভারতে 13,500 টাকার কাছাকাছি দামে সেল করা হতে পারে। আরও একবার এই ফোনটি নিয়ে কানাঘুষো শুরু হয়েছে এবং এবার Samsung Galaxy A22 এর স্পেসিফিকেশন জানা গেছে।

আরও পড়ুন: অনবদ্য ডিজাইনের সঙ্গে ভারতে আসছে POCO X3 Pro, লঞ্চের আগেই দেখে নিন লুক

দক্ষিণ কোরিয়ার একটি পাবলিকেশনের মাধ্যমে Samsung Galaxy A22 সম্পর্কে এই খবর পাওয়া গেছে। এই রিপোর্টে ফোনটির ক‍্যামেরা সেগমেন্ট সম্পর্কিত তথ্য জানানো হয়েছে। রিপোর্টে বলা হয়েছে ফোনটিতে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হবে। এই ফোনের ব‍্যাক প‍্যানেলে চারটি ক‍্যামেরা সেন্সরের পাশাপাশি ফ্রন্ট প‍্যানেলে সেলফির জন্য একটি 13 মেগাপিক্সেলের সেলফি ক‍্যামেরা থাকবে।

ফোনটির রেয়ার ক‍্যামেরা সেট‌আপে 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দেওয়া হবে। এর সঙ্গে এই সেট‌আপে 8 মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর ও দুটি 2 মেগাপিক্সেলের ক‍্যামেরা সেন্সর থাকবে। এই ফোনের শেষ দুটি ক‍্যামেরা সেন্সরের ডিটেইলস সম্পর্কে কিছু জানা যায়নি, তবে আশা করা হচ্ছে এর মধ্যে একটি ডেপ্থ ও একটি ম‍্যাক্রো লেন্স দেওয়া হবে।

আরও পড়ুন: 25 মার্চ লঞ্চ হবে Realme C25, কম দামে পাওয়া যাবে 6000mAh ব‍্যাটারী ও 48MP ক‍্যামেরা

রিপোর্টে আরও বলা হয়েছে Samsung Galaxy A22 ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হবে, এর মধ্যে একটি 4জি এবং অপরটি 5জি কানেক্টিভিটি সাপোর্টেড হবে। জানা গেছে ফোধটির 5জি মডেল মিডিয়াটেক ডায়মেনসিটি 720 বা ডায়মেনসিটি 700 চিপসেটে রান করবে এবং ফোনটি 229 ইউরো অর্থাৎ প্রায় 19,000 টাকা দামে সেল করা হবে।

Samsung Galaxy A32 

কয়েক দিন আগে ভারতে লঞ্চ করা Samsung Galaxy A32 ফোনটিতে 6.4 ইঞ্চির FHD+ AMOLED ইনফিনিটি-U ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনের স্ক্রিন 90 হার্টস রিফ্রেশরেট ও 800 নিটস্ ব্রাইটনেসে ভিজুয়াল দিতে সক্ষম। ফোনটির স্ক্রিন সুরক্ষিত রাখার জন্য এতে কর্নিং গোরিলা গ্লাস 5 ব‍্যবহার করা হয়েছে। প্রসেসিঙের জন্য Samsung Galaxy A32 তে MediaTek Helio G80 SoC চিপসেটের সঙ্গে Mali-G52 2EEMC2 GPU আছে। এই ফোনে 6 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ দেওয়া হয়েছে। এই ফোনের মেমরি মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে 1 টিবি পর্যন্ত বাড়ানো যায়। এই ফোনটির দাম মাত্র 21,999 টাকা।

আরও পড়ুন: 8 এপ্রিল লঞ্চ হবে Nokia এর নতুন স্মার্টফোন, জেনে নিন দাম ও স্পেসিফিকেশন

ফোটোগ্রাফির জন্য Samsung Galaxy A32 তে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ফোনের ব‍্যাক প‍্যানেলে ফ্ল‍্যাশ লাইটের সঙ্গে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 5 মেগাপিক্সেলের ম‍্যাক্রো ও এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 5 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর আছে। সেলফি ও ভিডিও কলের জন্য এতে 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 15 ওয়াট ফাস্ট চার্জিং টেকনিকযুক্ত 5,000 এম‌এএইচের ব‍্যাটারী আছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here