অনবদ্য ডিজাইনের সঙ্গে ভারতে আসছে POCO X3 Pro, লঞ্চের আগেই দেখে নিন লুক

স্মার্টফোন ব্র‍্যান্ড পোকো অফিসিয়াল মিডিয়া ইনভিটিশন পাঠিয়ে জানিয়ে দিয়েছে আগামী 30 মার্চ ভারতে অফিসিয়ালি POCO X3 Pro লঞ্চ করা হবে। অন‍্যদিকে আগামী 22 মার্চ কোম্পানি একটি গ্লোবাল লঞ্চ ইভেন্টের আয়োজন করেছে এবং শোনা যাচ্ছে ভারতে লঞ্চের আগেই এই ইভেন্টের মাধ্যমে POCO X3 Pro ফোনটি অন‍্যান‍্য মার্কেটে পেশ করে দেওয়া হবে। অন‍্যদিকে ফোনটি লঞ্চের আগেই রেন্ডারের মাধ্যমে POCO X3 Pro এর ডিজাইন সামনে এসে গেছে।

আরও পড়ুন: 8 এপ্রিল লঞ্চ হবে Nokia এর নতুন স্মার্টফোন, জেনে নিন দাম ও স্পেসিফিকেশন

POCO X3 এর মতো ডিজাইন

লিক হ‌ওয়া রেন্ডার অনুযায়ী POCO X3 Pro এর ডিজাইন হুবহু গত বছর অর্থাৎ 2020 এর সেপ্টেম্বরে লঞ্চ করা POCO X3 এর মতো হবে। বিখ্যাত টিপস্টার ঈশান অগ্ৰবাল এই রেন্ডার শেয়ার করেছেন। তিনি আরও জানিয়েছেন এই ফোনটি ফ‍্যান্টম ব্ল‍্যাক, মেটাল ব্রোঞ্জ ও ফ্রস্ট ব্লু কালার ভেরিয়েন্টে সেল করা হবে।

POCO X3 Pro এর লুক

লিক রেন্ডার অনুযায়ী POCO X3 Pro তে পাঞ্চ হোল ডিসপ্লে যোগ করা হবে। ফোনের ফ্রন্ট প‍্যানেলে ডিসপ্লের তিন দিক বেজল লেস করা হয়েছে, তবে নিচের দিকে কিছুটা চিন পার্ট রয়েছে। স্ক্রিনের ওপরের দিকে মাঝ বরাবর সেলফি ক‍্যামেরাসহ পাঞ্চ হোল কাট‌আউট অবস্থিত। এছাড়া ফোনের ব‍্যাক প‍্যানেলে ফ্ল‍্যাশ লাইটসহ সার্কুলার শেপে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হবে।

আরও পড়ুন: Flipkart এ শুরু হল Electronic Sale, সস্তায় পাওয়া যাচ্ছে 16টি বড় স্ক্রিনের দামী Smart TV

দাম

ইউরোপীয় রিটেইলাররা জানিয়েছেন ফোনটির 6 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম শুরু হবে EUR 269 (প্রায় 23,000 টাকা) থেকে। অন‍্যদিকে হাইএন্ড 8 জিবি র‍্যামের সঙ্গে 256 জিবি মেমরি ভেরিয়েন্টের দাম EUR 319 (প্রায় 27,600 টাকা) হতে পারে। তবে আশা করা হচ্ছে ভারতে POCO X3 Pro এর দাম 21,000 টাকার কম হবে।

থাকবে 48 মেগাপিক্সেলের ক‍্যামেরা

লিক রেন্ডার থেকে জানা গেছে POCO X3 Pro তে 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সরযুক্ত কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হবে। উল্লেখ্য POCO X3 তে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছিল। এখনও পর্যন্ত অফিসিয়ালি কোম্পানির তরফ থেকে POCO X3 Pro এর স্পেসিফিকেশন সম্পর্কে কিছু জানা যায়নি।

আরও পড়ুন: 25 মার্চ আসছে মোটোরোলার শক্তিশালী স্মার্টফোন Moto G100, দেখে নিন লুক

POCO X3 Pro এর স্পেসিফিকেশন

এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, POCO X3 Pro তে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 860 চিপসেট দেওয়া হতে পারে। তবে এবিষয়ে অফিসিয়ালি কিছু জানা যায়নি। এছাড়া এই ফোনে 120Hz FHD+ ডিসপ্লে যোগ করা হতে পারে। এই ফোনে এলসিডি প‍্যানেল থাকবে বলে মনে করা হচ্ছে কারণ লিক রেন্ডারে ফোনের সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখা গেছে। POCO X3 Pro তে ফাস্ট চার্জিং টেকনোলজিযুক্ত 5,200 এম‌এএইচের ব‍্যাটারী থাকতে পারে। এই ফোনে 48 মেগাপিক্সেলের ক‍্যামেরা দেওয়া হবে।

কিছু দিন আগে আমরা এক্সক্লুসিভ জানিয়েছিলাম POCO X3 Pro ফোনটি 6 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি এবং 8 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজসহ দুটি ভেরিয়েন্টে সেল করা হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here