8 এপ্রিল লঞ্চ হবে Nokia এর নতুন স্মার্টফোন, জেনে নিন দাম ও স্পেসিফিকেশন

অ্যান্ড্রয়েড স্মার্টফোনের জগতে নোকিয়া একটু দেরি করে পা রাখলেও আজও ‘নোকিয়া’ নামের ভক্তদের সংখ্যা নেহাত কম নয়। আজকের দিনে দাঁড়িয়েও এই কোম্পানির ওপর সাধারণ মানুষ ভরসা রাখে এবং কোম্পানির ফোনগুলি যথেষ্ট জনপ্রিয়তাও লাভ করে। এবার নোকিয়া তাদের এই ধরনের ফ‍্যানদের জন্য বড় সারপ্রাইজের পরিকল্পনা করেছে। নোকিয়ার মালিক কোম্পানি HMD Global ঘোষণা করে জানিয়েছে আগামী 8 এপ্রিল একটি ইভেন্টের আয়োজন করা হচ্ছে এবং ইভেন্টের মঞ্চে ব্র‍্যান্ডের নতুন স্মার্টফোন পেশ করা হবে। এই দিন Nokia X10 5G, Nokia X20 5G ও Nokia G10 লঞ্চ করা হতে পারে।

আরও পড়ুন: Flipkart এ শুরু হল Electronic Sale, সস্তায় পাওয়া যাচ্ছে 16টি বড় স্ক্রিনের দামী Smart TV

8 এপ্রিল এইচ‌এমডি গ্লোবালের এই অনুষ্ঠান আন্তর্জাতিক স্তরে আয়োজন করা হবে। ভারতীয় সময় অনুযায়ী রাত 8:30 এর সময় এই লঞ্চ ইভেন্ট শুরু হবে এবং এই ইভেন্টের মঞ্চ থেকেই নতুন নোকিয়া স্মার্টফোন টেক জগতে পেশ করা হবে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো ফোনের নাম ঘোষণা করা হয়নি, তবে মনে করা হচ্ছে সেদিন মিড বাজেটে Nokia G10 এর সঙ্গে সঙ্গে 5জি ক‍্যাটাগরিতে Nokia X10 5G এবং Nokia X20 5G লঞ্চ করার সম্ভাবনা আছে।

সম্ভাব্য দাম

ইতিমধ্যে বিভিন্ন লিকের মাধ্যমে ফোনগুলির স্পেসিফিকেশন ও সম্ভাব্য দাম জানা গেছে। লিক অনুযায়ী গ্লোবাল মার্কেটে Nokia G10 ফোনটি 139 ইউরো দামে লঞ্চ করা হবে। ভারতীয় টাকার দরে এই দাম 12,000 টাকার কাছাকাছি। এক‌ইভাবে Nokia X10 5G এর দাম 300 ইউরো এবং Nokia X20 5G এর দাম 350 ইউরো হতে পারে। ইন্ডিয়ান কারেন্সি অনুযায়ী এই দাম যথাক্রমে 25,900 টাকা ও 30,000 টাকার আশেপাশে।

আরও পড়ুন: 25 মার্চ আসছে মোটোরোলার শক্তিশালী স্মার্টফোন Moto G100, দেখে নিন লুক

লিক হ‌ওয়া স্পেসিফিকেশন

বিভিন্ন লিক ও সার্টিফিকেশন সাইটের লিস্টিং অনুযায়ী Nokia G10 ফোনটি MediaTek Helio P22 SoC তে রান করবে এবং এতে 3 জিবি র‍্যাম ও অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেম যোগ করা হবে। অন‍্যদিকে রিপোর্টের মাধ্যমে জানা গেছে কোম্পানির ‘জি’ সিরিজের Nokia G10 ফোনটিতে একটি অক্টাকোর চিপসেট দেওয়া হবে। এছাড়া এতে 6.4 ইঞ্চির ডিসপ্লে থাকবে। তবে এখনও পর্যন্ত ফোনটির রিফ্রেশরেট ও স্ক্রিন রেজলিউশন সম্পর্কে কিছু জানা যায়নি।

লিক থেকে জানা গেছে ফোনের ফোনের ব‍্যাক প‍্যানেলে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হবে। এই সেট‌আপে 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর থাকবে। এছাড়া এই ফোনে 5 মেগাপিক্সেলর আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর ও 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স দেওয়া হতে পারে। সেলফির জন্য এতে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা সেন্সর দেওয়া হবে বলে শোনা যাচ্ছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 4,000 এম‌এএইচের ব‍্যাটারী যোগ করা হতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here