ভারতে আসছে স‍্যামসাঙের সবচেয়ে সস্তা 5G স্মার্টফোন Samsung Galaxy A32, এতে আছে 5000mAh ব‍্যাটারীর ক্ষমতা ও 48MP ক‍্যামেরার যাদু

ভারতে ক্রমবর্ধমান 5জি স্মার্টফোনের চাহিদা দেখে স‍্যামসাং তাদের সবচেয়ে সস্তা 5জি ফোন Samsung Galaxy A32 লঞ্চ করতে চলেছে। এই আপকামিং স্মার্টফোনের সাপোর্ট পেজ স‍্যামসাং ইন্ডিয়ার ওয়েবসাইটে ইতিমধ্যে লাইভ হয়ে গেছে। এর ফলে স্পষ্ট বোঝা যাচ্ছে শীঘ্রই ভারতে ফোনটি লঞ্চ করা হবে। যদিও এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে ভারতে Samsung Galaxy A32 লঞ্চ ও এর দাম সম্পর্কে কিছুই জানানো হয়নি। মনে করিয়ে থিই এই বছর জানুয়ারি মাসে ইউরোপের মার্কেটে এই ফোনটি সবার আগে পেশ করা হয়। যেহেতু আগেই ফোনটি মার্কেটে এসে গেছে তাই ফোনটির ফিচার এখন আর আমাদের অজানা নয়। 

আরও পড়ুন: জেনে অত‍্যন্ত সহজে Netflix থেকে ফিল্ম ডাউনলোড করার পদ্ধতি

লাইভ সাপোর্ট পেজ

স‍্যামসাং ইন্ডিয়ার ওয়েবসাইটে যে সাপোর্ট পেজ দেখা গেছে সেখানে Samsung Galaxy A32 ফোনটি SM-A326B/DS মডেল নাম্বারের সঙ্গে লিস্টেড করা হয়েছে। তবে, লিস্টিঙে ফোনটির ফিচার বা দাম সম্পর্কে কিছু বলা হয়নি। এমনকি এই ফোনটি 5জি সাপোর্টেড হবে কি না সেবিষয়েও সাপোর্ট পেজে জানানো হয়নি। তবে যেহেতু ইউরোপের মার্কেটে ফোনটি 5জি কানেক্টিভিটির সঙ্গে পেশ করা হয়েছে তাই আমরা মনে করছি ভারতেও এই ফোনটি 5জির সঙ্গেই লঞ্চ করা হবে।

স্পেসিফিকেশন

Samsung Galaxy A32 তে 6.5 ইঞ্চির ইনফিনিটি ‘ভি’ এইচডি+ টিএফটি ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটি মিডিয়াটেক ডায়মেনসিটি 720 চিপসেটে রান করে। জানিয়ে রাখি, মিডিয়াটেক ডায়মেনসিটি 720 একটি 5জি চিপসেট। ইউরোপের মার্কেটে ফোনটি তিনটি র‍্যাম ভেরিয়েন্টে পেশ করা হয়েছে।

আরও পড়ুন: 108MP ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হবে Realme 8 সিরিজ, চিন্তা বাড়বে শাওমির

ফোনের বেস ভেরিয়েন্টে 4 জিবি, মাঝারি ভেরিয়েন্টে 6 জিবি এবং সবচেয়ে বড় ভেরিয়েন্টে 8 জিবি র‍্যাম আছে। এছাড়া এই ফোনে 64 জিবি ও 128 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Samsung Galaxy A32 তে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এম‌এএইচের ব‍্যাটারী যোগ করা হয়েছে।

ফোটোগ্রাফির জন্য Samsung Galaxy A32 তে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে ফ্ল‍্যাশ লাইটের সঙ্গে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর আছে। এর সঙ্গে এই ফোনে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন একটি 5 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স ও একটি 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য Samsung Galaxy A32 তে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা সেন্সর যোগ করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here