টেকনো লঞ্চ করল দুটি নতুন ফোন, 3 জিবি র‍্যামের সঙ্গে এতে আছে ডুয়েল রেয়ার ক‍্যামেরা, প্রাথমিক দাম 6,699 টাকা

টেক কোম্পানি টেকনো ভারতীয় মার্কেটে তাদের স্মার্টফোনের সংখ্যা বাড়িয়ে দুটি নতুন স্মার্টফোন লঞ্চ করে। টেকনোর পক্ষ থেকে ক‍্যামোন আইএস 2 ও আইএস 2এক্স লঞ্চ করেছে। এই দুটি স্মার্টফোন‌ই লো বাজেট সেগমেন্টে লঞ্চ করা হয়েছে। কম দামে টেকনো তাদের স্মার্টফোনে ডুয়েল ক‍্যামেরা ও অসাধারণ ফিচার দেয়। টেকনোর পক্ষ থেকে ক‍্যামোন আইএস 2 6,699 টাকা দামে লঞ্চ করা হয়েছে এবং ক‍্যামোন আইএস 2এক্সের দাম 7,599 টাকা রাখা হয়েছে। চলুন ফোনদুটির সম্পর্কে জেনে নেওয়া যাক:

31 মার্চ পর্যন্ত বাছা যাবে চ‍্যানেল, ট্রাই পিছিয়ে দিল শেষ তারিখ

টেকনো ক‍্যামোন আইএস 2
টেকনো তাদের এই স্মার্টফোনটি 18:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে যার ফ্রন্ট প‍্যানেলে কোনো ফিজিক‍্যাল বাটন দেওয়া হয়নি। এই ফোনে 1,440 × 720 পিক্সেল রেজলিউশন‌ওয়ালা 5.5 ইঞ্চির এইচডি+ ভুল ভিউ ডিসপ্লে দেওয়া হয়েছে যা 2.5ডি কার্ভড গ্লাস দিয়ে প্রোটেক্টেড। কোম্পানির পক্ষ থেকে এই ফোনে হাইওএস 4.1 যুক্ত অ্যান্ড্রয়েড 8.1 অরিওর সঙ্গে পেশ করা হয়েছে যা 2.0 গিগাহার্টসের ক্লক স্পীডযুক্ত কোয়াডকোর প্রসেসরের সঙ্গে মিডিয়াটেক হেলিও এ22 চিপসেটে রান করে।

কোম্পানি এই ফোনে 2 জিবি র‍্যাম দেওয়া হয়েছে। এই ফোনে 32 জিবি ইন্টারনাল মেমরি দেওয়া হয়েছে যা মাইক্রোএসডি কার্ডের সাহায্যে 128 জিবি পর্যন্ত বাড়ানো যাবে। ফোটোগ্ৰাফির জন্য টেকনো এই ফোনে ডুয়েল রেয়ার ক‍্যামেরা দেওয়া হয়েছে। ফোনের ব‍্যাক প‍্যানেলে ফ্ল‍্যাশ লাইটের সঙ্গে 13 মেগাপিক্সেল প্রাইমারি ও সেকেন্ডারি ভিজিএ ক‍্যামেরা দেওয়া হয়েছে। সেলফির জন্য এই ফোনে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে।

এক্সক্লুসিভ : 13,999 টাকা দামে লঞ্চ হবে 5,000 এমএএইচ ব‍্যাটারী ও 4 জিবি র‍্যামযুক্ত মোটো জি7 পাওয়ার

ক‍্যামোন আইএস 2 একটি 4জি ফোন যার মধ্যে দুটি সিম কার্ডের সঙ্গে একটি মেমরি কার্ড ব‍্যবহার করা যায়। সিকিউরিটির জন্য এতে ফেস আনলক ফিচার দেওয়া হয়েছে এবং পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 3,050 এম‌এএইচ ব‍্যাটারী আছে।

টেকনো ক‍্যামোন আইএস 2এক্স
ক‍্যামোন আইএস 2এক্সে টেকনোর পক্ষ থেকে ক‍্যামোন আইএস 2 এর মতো হুবহু ডিসপ্লে ও ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ক‍্যামোন আইএস 2এক্সে কোম্পানি 3 জিবি র‍্যাম যোগ করেছে। এই ফোনে 32 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে যা মাইক্রোএসডি কার্ডের সাহায্যে 128 জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। ক‍্যামোন আইএস 2 তে সিকিউরিটির জন্য শুধু ফেস আনলক ফিচার দেওয়া হলেও ক‍্যামোন আইএস 2এক্সে সিকিউরিটির জন্য ফেস আনলক ছাড়াও রেয়ার প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর‌ও দেওয়া হয়েছে।

টেকনো ক‍্যামোন আইএস 2 মিডনাইট ব্ল‍্যাক, শেপেন গোল্ড ও সিটি ব্লু কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এক‌ই ভাবে ক‍্যামোন আইএস 2এক্স কোম্পানির পক্ষ থেকে মিডনাইট ব্ল‍্যাক ও শেপেন গোল্ডের সঙ্গে নেবুলা ব্ল‍্যাক কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here