আজকের দিনে দাঁড়িয়ে একটি স্মার্টফোন আমাদের প্রোডাক্টিভ হতে, কানেক্টেড থাকতে, দ্রুত ইনফেকশন পেতে এবং আমাদের শখ ও প্যাশন বজায় রাখতে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বলতে গেলে আমরা ফোনে সব ধরনের ব্যাক্তিগত তথ্য ছাড়াও ইমেইল ও ম্যাসেজ থেকে শুরু করে সমস্ত ধরনের কাজের ডেটাও রেখে থাকি। তাই একটি ফোনের আমাদের ডেটা সুরক্ষিত রাখা এবং প্রাইভেসিতে কোনো আপস না করার ভরসা দেওয়া অত্যন্ত প্রয়োজনীয়।
প্রাইভেসি মানে যে কোনো ব্যাক্তি সম্পর্কিত তথ্য গোপন রাখা, সে বন্ধু হোক বা পরিবারের কোনো সদস্য হোক অথবা অন্য কেউ। আর এখানেই উঠে আসে Alt Z Life এর প্রসঙ্গ।
আমাদের মধ্যে অনেকেই, বিশেষ করে Gen Z এবং millennials এর মানুষেরা কখনও না কখনও এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হয়েছি যখন কোনো বন্ধু বা পরিবারের সদস্য কাউকে কল করতে বা অন্য কোনো দরকারে আমাদের থেকে ফোন চায় এবং কল শেষ হতে হতে সে ফোনের ব্যাক্তিগত গ্যালারি পর্যন্ত পৌঁছে গেছে। এই ধরনের বিব্রতকর পরিস্থিতির হাত থেকে সবাই বাঁচতে চায় আবার বেশিরভাগ ক্ষেত্রেই মুখ ফুটে ‘না’ বলা সম্ভব হবে ওঠে না। আপনার মনে কি কখনও এই ধরনের উপায়ের কথা আসেনি যার সাহায্যে প্রাইভেসির চিন্তা ছাড়াই নিজের ফোন যার তার হাতে দেওয়া যায়?
এই ধরনের জীবনকে Alt Z Life বলে এবং এর সাহায্যে যে কোনো ফোন ইউজারের ব্যাক্তিগত জীবন ব্যাক্তিগতই থাকে। জানিয়ে রাখি এটি কোনো কল্পবিজ্ঞান নয়, বাস্তবতা এবং এটি আপনার থেকে মাত্র ডবল ক্লিকের দূরত্বে আছে।
আপনি হয়ত এখন এটাই ভাবছেন এই Alt Z Life কিভাবে উপভোগ করা যায়? চলুন আপনাদের বিস্তারিতভাবে বোঝাই…
থাকবে প্রাইভেসির গ্যারান্টি
Quick Switch, একটি নতুন ফিচার যা আপাতত Samsung Galaxy A71 এবং Galaxy A51 ফোনদুটিতে চলে এসেছে। এটি ফোন ইউজারকে Alt Z Life পদ্ধতিতে জীবনযাপন করার রাস্তা দেখায়। এই ফিচার ‘Make for India’ এর আওতায় ডেভেলপ করা হয়েছে এবং বিশেষ করে Gen Z ও Millennial স্মার্টফোন ইউজারদের কথা মাথায় রেখে এটি তৈরি করা হয়েছে। Quick Switch এমন একটি স্মার্ট প্রাইভেসি ফিচার যা Alt Z জীবনযাপন করার জন্য প্রয়োজনীয় সমস্ত চাহিদা পূরণ করে। যেমন- সুবিধা, লিমিটলেসনেস এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ চেতনা। এই ফিচার ইউজারদের তাদের পছন্দের অ্যাপের পার্সোনাল এবং পাবলিক ইন্টারেস্ট, পিকচার, কন্টেন্ট এবং সোশ্যাল লাইফের মধ্যে সুইচ করার সুবিধা দেয় এবং তাও আবার কাউকে বিন্দুমাত্র বুঝতে না দিয়েই। এত কিছুর জন্য আপনাকে শুধুমাত্র side key ডবল ক্লিক করতে হবে।
Infographic: Galaxy A51 এবং A71 ফোনে Quick Switch and Content Suggestions কিভাবে কাজ করে এখানে ক্লিক করে বিস্তারিত জেনে নিন
উদাহরণ হিসেবে ফোটো গ্যালারি ধরা যাক। Millennials এবং Gen Z এর কাছে এমন অনেক ফোটো থাকে যা তারা কাউকে দেখাতে চায় না। এতদিন পর্যন্ত উপায় বলতে শুধুমাত্র ছিল কোনো অ্যাপ লক। কিন্তু তখন কি হত যখন কোনো বন্ধু বা ভাই-বোন সেটি আনলক করে দিতে বলত? বেশিরভাগ ক্ষেত্রে বাধ্য হয়ে হলেও দিতেই হত। একই সঙ্গে সমস্ত প্রোটেকশন এবং প্রাইভেসি শুধুমাত্র নামেই রয়ে যেত।
Quick Switch ইউজারের মেইন গ্যালারি এবং প্রাইভেট গ্যালারির মধ্যে সুইচ করার খুব সহজ অপশন দেয়। এর মাধ্যমে সিকিওর ফোল্ডারে এই প্রাইভেট গ্যালারি ক্রিয়েট হয়ে যায় এবং এর মধ্যে একটি পাবলিকের জন্য ফোল্ডার থাকে এবং একটি ইউজারের নিজের জন্য। যেসব ছবি ইউজার নিঃসঙ্কোচে কাউকে দেখাতে পারে যেমন কোনো ট্রাভেলের সময় তোলা ফোটো বা কোনো ইভেন্টের ফোটো সেগুলি গ্যালারির পাবলিক ভার্সনে চলে যায়। আবার প্রাইভেট ফোটো যেমন কোনো ব্যাক্তিগত মুহূর্ত, কোনো পার্টিতে তোলা ফোটো বা ক্রেজি ভিডিও ইউজারের প্রাইভেট গ্যালারিতে থাকে। প্রাইভেট গ্যালারির এইসব মিডিয়া ফাইল ততক্ষণ পর্যন্ত কেউ দেখতে পারবে না যতক্ষণ না ইউজার তাঁর পারমিশন দেয়।
Quick Switch শুধুমাত্র গ্যালারির মতো ফোনের ডিফল্ট অ্যাপের সঙ্গে কাজ করে না, বরং হোয়াটসঅ্যাপ কনভার্সেশন, স্ন্যাপচ্যাট প্রোফাইল ও ব্রাউজারসহ অন্যান্য অ্যাপেও পাবলিক ভিউ ম্যানেজ করতে সক্ষম। সিকিওর ফোল্ডারে ইউজারের ফোনের প্রাইভেট ভার্সন থাকে, যেখানে ডিফেন্স গ্ৰেড Samsung Knox সিকিউরিটি প্ল্যাটফর্ম পরিচালিত এই ব্রাউজার আছে যা ইউজারের প্রাইভেট স্পেসকে সম্পূর্ণভাবে এনক্রিপটেড করে রাখে। এত কিছুর পর ইউজারের মনে তাঁর প্রাইভেট ফাইল ও কন্টেন্ট সম্পর্কে কোনো সন্দেহের অবকাশ থাকে না।
Quick Switch এর সাহায্যে ইউজার তাঁর প্রাইভেসি সম্পর্কে কোনো চিন্তা ছাড়াই স্বচ্ছন্দে Alt Z Life উপভোগ করতে পারেন। আপনি অবাক হচ্ছেন যে এই ফিচার এত কার্যকর কিভাবে?
জেনে নিন কিভাবে Samsung Galaxy A51 এবং Galaxy A71 ফোনে Quick Switch ফিচার সেটআপ করবেন
Content Suggestions ফিচারের সাহায্যে স্মার্টলি সিকিওর করে রাখুন নিজের প্রাইভেসি
ইউজারের প্রাইভেসি আরও স্মার্ট ভাবে সিকিওর করে রাখার জন্য এতে একটি ইন্টেলিজেন্ট Content Suggestions ফিচার আছে। এটি “On-Device” AI এর সাহায্যে মেইন গ্যালারিতে প্রাইভেট ফোটোগুলি চিহ্নিত করে এবং সেগুলি সিকিওর ফোল্ডারে আগে থেকে ঠিক করে রাখা আইডেন্টিফায়ার ফিল্টারের সাহায্যে প্রাইভেট গ্যালারিতে মুভ করার পরামর্শ দেয়। ইউজার AI এর সাজেস্ট করা ফোটোগুলি রিভিউ করে সেগুলি প্রাইভেট গ্যালারিতে মুভ করতে পারেন অথবা পাবলিক গ্যালারিতেই রেখে দিতে পারেন। এই প্রথম কোনো কোম্পানি ভারতে ইউজারদের প্রাইভেসির জন্য on-device AI ব্যবহার করছে।
জেনে নিন কিভাবে Samsung Galaxy A51 এবং Galaxy A71 ফোনে Content Suggestions ফিচার সেটআপ করবেন
আজ থেকেই শুরু হচ্ছে আপনার Alt Z Life
আশা করি এবার বুঝতে পারছেন কিভাবে বিশেষ করে Gen Z और Millennials এর কথা মাথায় রেখে Alt Z Life ফিচার ডিজাইন করা হয়েছে। অর্থাৎ আজ থেকে নিশ্চিন্ত হয়ে যান, কারণ আপনার ভাই বা বন্ধু মুভি দেখা, গেম খেলা থেকে শুরু করে অন্য যে কোনো কারণে আপনার ফোন হাতে নিয়েও আপনার চ্যাট বা ফোটো দেখার চেষ্টা করেও কখনোই সফল হবে না। Samsung Galaxy A71 এবং Galaxy A51 ফোনে এখন ডিফেন্স গ্ৰেড Knox সিকিউরিটি আছে যা আপনাকে নিশ্চিিন্তে জীবন উপভোগ করার সুযোগ দেয় যেমনটা আপনি আগাগোড়া চেয়ে এসেছেন।
আজ থেকেই আপনার Alt Z life কে বলুন hello
Galaxy A71 এবং Galaxy A51 ফোনদুটি ভারতের প্রায় সমস্ত রিটেইল স্টোর, samsung.com ও E-commerce প্ল্যাটফর্মে সেল করা হয়। কয়েক দিন আগে ফোনদুটির দাম কমানো হয়েছে এবং এখন এগুলিতে আকর্ষণীয় অফারও দেওয়া হচ্ছে। Galaxy A71 এর ওপর 2,500 টাকার ক্যাশব্যাক এবং Galaxy A51 এর দামে 1,500 টাকা ক্যাশব্যাক দেওয়া হচ্ছে। এই অফারটি সীমিত সময়ের জন্য কার্যকর।
আজই কিনুন Samsung Galaxy A51 এবং Galaxy A71