সাবধান : Paytm এর KYC নিয়ে হচ্ছে জোচ্চুরি, খোয়া যেতে পারে টাকা

আজকের দিনে দাঁঁড়িয়ে ইন্টারনেট স্ক‍্যামের ব‍্যাপারে জানে না এমন লোক নেই। এবার মোবাইল পেমেন্ট অ্যাপ Paytm এর ইউজাররা এই ধরনের স্ক‍্যামের শিকার হতে হচ্ছে, তাই কোম্পানি অ্যাডভাইজারি ওয়ার্নিং জারি করেছে। এই অ্যাডভাইজারিতে ইউজারদের KYC এর ব‍্যাপারে আসা ম‍্যাসেজ সম্পর্কে সতর্ক হতে বলা হয়েছে। 

আরও পড়ুন : Realme আনতে চলেছে নতুন স্মার্টফোন সিরিজ যা বিক্রি হবে শুধুমাত্র অফলাইন রিটেইল স্টোরে

কোম্পানির পক্ষ থেকে ওয়ার্নিঙে লেখা হয়েছে যদি আপনার ফোনে Paytm KYC কমপ্লিট করার জন্য কোনো কল বা এস‌এম‌এস আসে এবং কোনো অ্যাপ ডাউনলোড করতে বলা হয় তবে এতে ভরসা করবেন না। আপনার ব‍্যাক্তিগত তথ্য পাওয়ার জন্য এই ধরনের ফ্রড করা হচ্ছে। বিগত কয়েক মাস ধরে ফ্রড করার এই নতুন পদ্ধতি শুরু হয়েছে। 

ফোনে আসছে ফ্রড ম‍্যাসেজ

Paytm KYC করার জন্য বিভিন্ন ধরনের ফ্রড ম‍্যাসেজ করা হচ্ছে। এর মধ্যে কিছু ম‍্যাসেজে বলা হচ্ছে যদি আপনার Paytm KYC করা না থাকে তবে আর পেটিএম ব‍্যবহার করতে পারবেন না। আবার কিছু ম‍্যাসেজে এটাও বলা হচ্ছে যে KYC না করা পর্যন্ত অ্যাকাউন্ট থেকে কিছু টাকা হোল্ড করে রাখা হবে। 

আরও পড়ুন : 1,000 টাকা সস্তা হল 4,230 এম‌এএইচ ব‍্যাটারীযুক্ত OPPO A5s, জেনে নিন নতুন দাম

কোথায় করবেন Paytm KYC?

জানিয়ে রাখি Paytm KYC শুধুমাত্র কোম্পানির অথরাইজড KYC Point এ গিয়ে অথবা Paytm Representative কে বাড়িতে ডেকে করানো হয়। সবচেয়ে বড় কথা KYC করতে কোনো রকম চার্জ করা হয় না। যদি আপনার থেকে কেউ KYC করার জন্য টাকা চায় তবে আপনি পেটিএম কাস্টমার কেয়ারে কল করে অভিযোগ জানাতে পারেন। 

মনে রাখবেন কোনো অথরাইজড KYC এজেন্টের সঙ্গে সামনাসামনি দেখা না করে Paytm KYC করা উচিত নয়। সবচেয়ে বড় কথা KYC করানোর জন্য কখনও কোম্পানির পক্ষ থেকে কল করা হয় না এবং কোনো অ্যাপ ডাউনলোড করতেও বলা হয় না।

আরও পড়ুন : 5,000 এম‌এএইচ ব‍্যাটারী ও 6 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হল Vivo U20, মাত্র 10,990 টাকার বিনিময়ে পাওয়া যাবে এই দুর্দান্ত স্মার্টফোন

জোচ্চুরির হাত থেকে বাঁচার উপায় :

জানিয়ে রাখি কখনও কোনো পেটিএম কর্মচারীর ইউজারদের থেকে কোনোরকম ওটিপি, পিন, পাসওয়ার্ড, পাসওয়ার্ড রিসেট লিংক, ডেবিট/ক্রেডিট কার্ডের সিভিভি, পিন বা ব‍্যাঙ্ক ডিটেইলস চাওয়ার অনুমতি নেই। তাই এই ধরনের ব‍্যাক্তিগত তথ্য কখনোই কারো সাথে শেয়ার করা উচিত নয়। 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here