9,999 টাকা দামে কোন ফোনটি ভালো? Realme 5s না Redmi Note 8?

Realme কয়েক দিন আগে ভারতীয় মার্কেটে এক সাথে দুটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে একদিকে যেমন ফ্ল‍্যাগশিপ সেগমেন্টে Realme X2 Pro পেশ করা হয়েছে এবং তেমনই আবার লো বাজেট ক‍্যাটাগরিতে Realme 5s লঞ্চ করেছে। এর মধ্যে Realme 5s ফোনটি ভারতে 4 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি ও 128 জিবি ইন্টারনাল স্টোরেজযুক্ত দুটি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এই ফোনটি 9,999 টাকার প্রাথমিক দামে সেল করা হবে। Realme 5s ফোনটি এই বাজেট সেগমেন্টে আগে থেকেই লঞ্চ হ‌ওয়া Xiaomi এর Redmi Note 8 কে টক্কর দেবে বলে মনে করা হচ্ছে। Redmi Note 8 এর 4 জিবি র‍্যাম ভেরিয়েন্ট‌ও 9,999 টাকা দামে সেল করা হয়। বর্তমানে ভারতের স্মার্টফোন মার্কেটে Xiaomi ও Realme কে একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছে। তাই 9,999 টাকা খরচ করে ফোন কেনার সময় Redmi Note 8 কেনা উচিত, নাকি Realme 5s ভালো অপশন হবে, এটি একটি বড় প্রশ্ন হয়ে উঠেছে। তাই আমরা এই দুটি ফোনের একটি ছোট তুলনা করেছি, যার থেকে বোঝা যাবে Realme বেস্ট না Redmi এগিয়ে। 

আরও পড়ুন : 1,000 টাকা সস্তা হল 4,230 এম‌এএইচ ব‍্যাটারীযুক্ত OPPO A5s, জেনে নিন নতুন দাম

লুক ও ডিজাইন

যে কোনো ফোনের প্রথম ঝলক সবচেয়ে বড় ইমপ্রেশনের কাজ করে। লুক ও ডিজাইনের দিক থেকে শাওমি তাদের Redmi Note 8 ফোনটি গ্লাস বডি ডিজাইনের সঙ্গে পেশ করা হয়েছে। ফোনটির ফ্রন্ট ও রেয়ার উভয় প‍্যানেল কর্নিং গোরিলা গ্লাস 5 দিয়ে প্রোটেক্ট করা হয়েছে। অন‍্যদিকে Realme 5s ফোনটি কোম্পানি ডায়মন্ড কাট ডিজাইনের সঙ্গে লঞ্চ করেছে। এই ফোনের ফ্রন্ট প‍্যানেল কর্নিং গোরিলা গ্লাস 3+ দিয়ে প্রোটেক্টেড হলেও ফোনটির ব‍্যাক প‍্যানেল প্লাস্টিকের তৈরি। লুকের দিক থেকে Realme 5s একটি সাধারণ ফোনের মতো হলেও Redmi Note 8 দেখতে প্রিমিয়াম।

ডিসপ্লে

Redmi Note 8 ফোনটি 2340 × 1080 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.3 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে এবং এই ফোনটি 90 শতাংশ স্ক্রিন টু বডি রেশিও সাপোর্ট করে। অন‍্যদিকে Realme 5s ফোনটি 89 শতাংশ স্ক্রিন টু বডি রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে এবং এই ফোনটি 720 × 1600 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.5 ইঞ্চির এইচডি+ ডিসপ্লেযুক্ত। Realme 5s এর পিক্সেল ডেনসিটি 269 PPI তবে Redmi Note 8 403 PPI পিক্সেল ডেনসিটি সাপোর্ট করে। এক‌ইভাবে Redmi Note 8 এর কন্ট্রাস্ট রেশিও 1500:1 এবং Realme 5s এর ক্ষেত্রে 1200:1 কন্ট্রাস্ট রেশিও পাওয়া যায়।

আরও পড়ুন : 5,000 এম‌এএইচ ব‍্যাটারী ও 6 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হল Vivo U20, মাত্র 10,990 টাকার বিনিময়ে পাওয়া যাবে এই দুর্দান্ত স্মার্টফোন

ক‍্যামেরা

এই দুটি স্মার্টফোন‌ই কোয়াড রেয়ার ক‍্যামেরাযুক্ত। Realme 5s এ ফ্ল‍্যাশ লাইটের সঙ্গে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেলের GM1 প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে। এর সঙ্গে এই সেট‌আপে এফ/2.25 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর এবং এফ/2.4 অ্যাপার্চারের‌ই ক্ষমতাসম্পন্ন 2 মেগাপিক্সেলের পোর্ট্রেট লেন্স আছে। সেলফি ও ভিডিও কলের জন্য Realme 5s এ এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে। 

অন‍্যদিকে Xiaomi Redmi Note 8 এর ব‍্যাক প‍্যানেলে ফ্ল‍্যাশ লাইটের সঙ্গে এফ/1.79 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এর সঙ্গে এই স্মার্টফোনে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের সুপার ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর এবং এফ/2.4 অ্যাপার্চারের‌ই ক্ষমতাসম্পন্ন 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স আছে। সেলফির জন্য Redmi Note 8 এ এফ/2.0 অ্যাপার্চারের 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। 

আরও পড়ুন : এখন কল করার পর মাত্র একটি ম‍্যাসেজ পাঠিয়ে BSNL গ্ৰাহকরা পেতে পারেন ক‍্যাশব‍্যাক, জেনে নিন পদ্ধতি

প্রসেসর

প্রসেসর ও চিপসেটের দিক থেকে Xiaomi ও Realme দুটি ফোন‌ই প্রায় সমান। Realme 5s ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাইযুক্ত কালার ওএস 6 এর সঙ্গে পেশ করা হয়েছে এবং এই ফোনটি 2 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে 11 এন‌এম টেকনিকে তৈরি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 665 এআইই চিপসেটে রান করে। এক‌ইভাবে Redmi Note 8 ফোনটি কোম্পানির পক্ষ থেকে অ্যান্ড্রয়েড 9 পাইযুক্ত মিইউআই 10 সহ লঞ্চ করা হয়েছে এবং এই ফোনটিও অক্টাকোর প্রসেসরের সঙ্গে 11 এনএম টেকনিকে তৈরি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 665 চিপসেটে রান করে।

র‍্যাম ও স্টোরেজ

9,999 টাকা দামে Redmi Note 8 ফোনটির 4 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট সেল করা হয়। আবার এক‍‌ইভাবে Realme 5s এর‌ও 4 জিবি র‍্যাম ও 64 জিবি মেমরি ভেরিয়েন্ট 9,999 টাকার বিনিময়ে কেনা যায়। প্রসঙ্গত জানিয়ে রাখি Redmi Note 8 এর এক্সপেন্ডেবল মেমরি 512 জিবি হলেও Realme 5s এর মেমরি মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে 256 জিবি পর্যন্ত বাড়ানো যায়।

আরও পড়ুন : মাত্র 17 মিনিটে ফুল চার্জ হয়ে যাবে 4,000 এম‌এএইচ ব‍্যাটারীওয়ালা Xiaomi স্মার্টফোন, কোম্পানি লঞ্চ করল 100W চার্জিং টেকনোলজি

ব‍্যাটারী

Redmi Note 8 ফোনটি কোম্পানির পক্ষ থেকে 4,000 এম‌এএইচ ব‍্যাটারীর সঙ্গে পেশ করেছে এই ফোনটি 18 ওয়াট ফাস্ট চার্জ সাপোর্ট করে। Realme 5s ফোনটি 5,000 এম‌এএইচ ব‍্যাটারীর সঙ্গে লঞ্চ করা হয়েছে এবং এই ব‍্যাটারী 10 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এক‌ইভাবে Redmi Note 8 এ ইউএসবি টাইপ সি পোর্ট আছে এবং Realme 5s ফোনটিতে মাইক্রো ইউএসবি পোর্ট দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here