স‍্যামসাঙের দীপাবলির উপহার : 5,000 টাকা পর্যন্ত কমল ফোনের দাম, জেনে নিন কোন কোন ফোনের দাম কমেছে

স‍্যামসাং ফেস্টিভ সিজেনের সূচনা আগেই করে দিয়েছে। অক্টোবরের শেষ সপ্তাহেই স‍্যামসাং দীপাবলি অফার পেশ করেছে যেখানে গ‍্যালাক্সি জে6, গ‍্যালাক্সি জে4, গ‍্যালাক্সি জে2 (2018) ও গ‍্যালাক্সি জে2 কোরস্মার্টফোনগুলি আকর্ষণীয় ছাড়ের সঙ্গে কেনা যাবে। আরও একবার স‍্যামসাং তাদের ফ‍্যানদের জন্য আরও কয়েকটি দুর্দান্ত ফোনের দাম কমিয়ে দিয়েছে। গ‍্যালাক্সি জে সিরিজের ফোন যেমন ছাড়ের মাধ্যমে কম দামে কেনা যাচ্ছে তেমন স‍্যামসাং ইন্ডিয়া গ‍্যালাক্সি এ6+ ও গ‍্যালাক্সি এ8 স্টার ফোনদুটির দাম‌ও কমিয়েছে।

5,100 এম‌এএইচ ব‍্যাটারী ও 6 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হল অনার ওয়াটারপ্লে 8

স‍্যামসাং গ‍্যালাক্সি এ6+ ও গ‍্যালাক্সি এ8 স্টার এর দাম কমার কথা বিখ্যাত রিটেইলার মহেশ টেলিকম তাদের টুইটারে শেয়ার করেছে। জানানো হয়েছে স‍্যামসাং গ‍্যালাক্সি এ8 স্টার এর দাম সরাসরি 5,000 টাকা কমানো হয়েছে এবং স‍্যামসাং গ‍্যালাক্সি এ6+ আগের চেয়ে 3,000 টাকা কম দামে পাওয়া যাবে। টুইট অনুযায়ী ফোনদুটি রিটেইল স্টোরে নতুন থামে সেল করা শুরু হয়ে গেছে।

স‍্যামসাং গ‍্যালাক্সি এ8 স্টার ফোনটি কোম্পানি 34,990 টাকা দামে লঞ্চ করেছিল। এখন ফোনটির দাম কোম্পানির পক্ষ থেকে 5,000 টাকা কমানোর ফলে ফোনটি 29,990 টাকার বিনিময়ে কেনা যাবে। গ‍্যালাক্সি এ8 স্টারে 6.3 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে 4 জিবি র‍্যাম ও 64 জিবি ইন্টারনাল স্টোরেজ আছে যা কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 660 চিপসেটে রান করে। এই ফোনে 24 মেগাপিক্সেল ও 16 মেগাপিক্সেলের ডুয়াল রেয়ার ক‍্যামেরা সেট‌‌আপ ও 24 মেগাপিক্সেলের সেলফি ক‍্যামেরা দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 3,700 এম‌এএইচ ব‍্যাটারী আছে।

200 টাকার কম দামে এয়ারটেলের সাতটি বেস্ট মাসিক প্ল‍্যান

গ‍্যালাক্সি এ6+ এর দাম কোম্পানি 3,000 টাকা কমিয়েছে। ফোনটি 21,990 টাকা দামে লঞ্চ করা হয়েছিল যা ছাড়ের পর 18,990 টাকার বিনিময়ে কেনা যাবে। এতে 6 ইঞ্চির ফুল এইচডি+ ইনফিনিটি ডিসপ্লে দেওয়া হয়েছে। ফোনটি 4 জিবি র‍্যাম ও 64 জিবি ইন্টারনাল মেমরিসহ কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 450 চিপসেটে রান করে। গ‍্যালাক্সি এ6+ এ 16 মেগাপিক্সেল ও 5 মেগাপিক্সেলের ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌‌আপ ও 24 মেগাপিক্সেলের সেলফি ক‍্যামেরা দেওয়া হয়েছে। এতে 3,500 এম‌এএইচ ব‍্যাটারী আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here