ইতিহাস গড়ল স‍্যামসাং : লঞ্চ হল বিশ্বের প্রথম ট্রিপল সেলফি ক‍্যামেরাওয়ালা ফোন গ‍্যালাক্সি এ80

2019 সালে স‍্যামসাং ফ‍্যানরা বেশ খুশিই হচ্ছে। বছরের প্রথম তিন মাসে স‍্যামসাং দেখিয়ে দিয়েছে তারা মার্কেটে এক নাম্বার কোম্পানি হ‌ওয়ার দক্ষতা রাখে। কোম্পানি একদিকে গ‍্যালাক্সি এম সিরিজ লঞ্চ করে লো বাজেট সেগমেন্টে দারুণ লুক ও অসাধারণ স্পেসিফিকেশন‌ওয়ালা নিজের রাজত্ব কায়েম করেছে আবার গ‍্যালাক্সি এস10 সিরিজে হাইএন্ড ফ্ল‍্যাগশিপ লঞ্চ করে প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলিকে কড়া টক্কর দিয়ে চলেছে। স‍্যামসাং গ‍্যালাক্সি এ সিরিজের মাধ্যমে ভারতসহ অন‍্যান‍্য দেশে নিজের প্রতিপত্তি বাড়িয়েছে। এই প্রতিপত্তি আরও বাড়াতে কোম্পানি আজ একটি নতুন দান দিল। কোম্পানি আজ একসাথে তিনটি দেশে একটি বড় ইভেন্টের আয়োজন করে এবং তাদের গ‍্যালাক্সি এ সিরিজের সবচেয়ে অ্যাডভান্স ও শক্তিশালী স্মার্টফোন গ‍্যালাক্সি এ80 লঞ্চ করে। এই ফোনটি শুধুমাত্র স্পেসিফিকেশনের দিক থেকে নয় বরং লুক ও ডিজাইনের দিক থেকেও অন‍্যান‍্য টেক কোম্পানির থেকে যথেষ্ট এগিয়ে রয়েছে।

23 এপ্রিল লঞ্চ হবে 100 মেগাপিক্সেল ক‍্যামেরাওয়ালা লেনোভো জেড6;প্রো, জেনে নিন এর ফিচার

ডিজাইন
স‍্যামসাং গ‍্যালাক্সি এ সিরিজের এই নতুন স্মার্টফোন শুধুমাত্র স‍্যামসাঙের জন্য নয় বরং গোটা বিশ্বের সমস্ত স্মার্টফোন কোম্পানির মধ্যে সবচেয়ে আলাদা ও বিশেষ। শুধুমাত্র ডিজাইনের পরিবর্তন এই ফোনটিকে বেস্ট সেলফি ফোন বানিয়ে দিয়েছে। এতদিন পপ আপ ক‍্যামেরা, স্লাইডার প‍্যানেল ও শার্ক ফিন পপ আপের মতো সেলফি ক‍্যামেরা দেখা গেছে। গ‍্যালাক্সি এ80 এর রোটেটিং ক‍্যামেরার সঙ্গে স‍্যামসাং নতুন ট্রেন্ডের সূচনা করল। শুনতে অবাক লাগলেও এই ফোনের রেয়ার ক‍্যামেরা ও ফ্রন্ট ক‍্যামেরা একটাই।

স‍্যামসাং তাদের এই নতুন ফোনটি স্লাইডার রোটেটিং প‍্যানেলের সঙ্গে বানিয়েছে। ফোনের ব‍্যাক প‍্যানেলে দেওয়া রেয়ার ক‍্যামেরা সেট‌আপে তিনটি ক‍্যামেরা সেন্সর আছে। সেলফির কম‍্যান্ড দিলে স্লাইডার প‍্যানেল ওপরের দিকে ওঠে এবং ফোন বডির বাইরে বেরোয়। ওপরে ওঠার পর পুরো রেয়ার ক‍্যামেরা সেট‌আপ ফ্লিপ অর্থাৎ ঘুরে যায় এবং ফ্ল‍্যাশ লাইটসহ সমস্ত ক‍্যামেরা সেন্সর সামনের দিকে চলে আসে। এভাবেই ফোনের রেয়ার ক‍্যামেরা সেলফি ক‍্যামেরা হয়ে যায়।

ওয়ানপ্লাস 7 প্রোর ব‍্যাপারে কয়েকটি বড় খবর এল সামনে, দুর্দান্ত এর ফিচার

গ‍্যালাক্সি এ80 কোম্পানির পক্ষ থেকে মেটাল ফ্রেমযুক্ত 3ডি গ্লাসে বানানো হয়েছে। ফোনটি ফুল ভিউ নিউ বেজল লেস ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে, যার ফ্রন্ট প‍্যানেলে কোনো নচ দেওয়া হয়নি। বডির তিনদিক সম্পূর্ণ বেজল লেস তবে নিচের দিকে হালকা বডি পার্ট আছে। গ‍্যালাক্সি এ80 এর স্ক্রিনের নিচে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। ফোনের ব‍্যাক প‍্যানেলে ওপরে স্লাইডার প‍্যানেলে ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে এবং প‍্যানেলের মাঝখানে স‍্যামসাঙের ব্র‍্যান্ডিং আছে। গ‍্যালাক্সি এ80 এর ডানদিকের প‍্যানেলে পাওয়ার বাটন ও বাঁদিকের প‍্যানেলে ভলিউম রকার বাটন দেওয়া হয়েছে। ফোনের নিচের প‍্যানেলে ইউএসবি টাইপ সি পোর্ট ও এর পাশেই স্পীকার ও সিম ট্রে আছে।

স্পেসিফিকেশন
স‍্যামসাং গ‍্যালাক্সি এ80 এ 1080 × 2400 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.7 ইঞ্চির ফুল এইচডি+ সুপার এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে যা নিচের প‍্যানেলে অবস্থিত। গ‍্যালাক্সি এ80 অ্যান্ড্রয়েডের লেটেস্ট অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে পেশ করা হয়েছে যা অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 730জি চিপসেটে রান করে।

8 জিবি র‍্যাম ও স্ন‍্যাপড্রাগন 855 চিপসেটের সঙ্গে লঞ্চ হল এই বিশেষ ফোন, ফোটো দেখে অবাক হতে হয়

প্রসঙ্গত স্ন‍্যাপড্রাগন 730জি কোয়ালকমের সবচেয়ে নতুন চিপসেট যা কালকেই লঞ্চ করা হয়েছে। গ‍্যালাক্সি এ80 বিশ্বের প্রথম স্মার্টফোন যা স্ন‍্যাপড্রাগন 730জি চিপসেটে রান করে। স‍্যামসাং এই ফোনে 8 জিবি র‍্যাম দিয়েছে। এতে 128 জিবি ইন্টারনাল মেমরি আছে যা মাইক্রোএসডি কার্ডের সাহায্যে বাড়ানো যায়।

ফোটোগ্ৰাফির কথা বলার আগে আবার বলে রাখা ভালো এই ফোনে একটি ক‍্যামেরা সেট‌আপ‌ই রেয়ার ক‍্যামেরা ও ফ্রন্ট ক‍্যামেরার কাজ করে। ফোনের রোটেটিং স্লাইডার প‍্যানেলে ট্রিপল ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই ক‍্যামেরা সেট‌আপে ফ্ল‍্যাশ লাইটের সঙ্গে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর আছে। এর সঙ্গে এই ফোনে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আছে। গ‍্যালাক্সি এ80 এর তৃতীয় সেন্সরটি 3ডি ডেপ্থ সেন্সিং টেকনিকে কাজ করে যা এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের।

একদম নতুন ধরনের সেলফি ক‍্যামেরা ডিজাইনের সঙ্গে লঞ্চ হল ওপ্পো রেনো স্ট‍্যান্ডার্ড ভার্সন, স্টাইল দেখে অবাক হতে হয়

স‍্যামসাং গ‍্যালাক্সি এ80 একটি 4জি ফোন। এতে বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে সিকিউরিটির জন্য ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে সুপার ফাস্ট চার্জিং টেকনিকযুক্ত 3,700 এম‌এএইচের ব‍্যাটারী আছে। স‍্যামসাং গ‍্যালাক্সি এ80 ফোনটি ঘোস্ট হোয়াইট, অ্যাঞ্জেল গোল্ড ও ফ‍্যান্টম ব্ল‍্যাক কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here