Samsung Galaxy A71 ফোনটির অসাধারণ কোয়াড ক‍্যামেরা একে বানায় বেস্ট ক‍্যামেরা ফোন

কিছু দিন আগে Samsung ভারতীয় মার্কেটে তাদের Galaxy A71 ফোনটি পেশ করেছে। এই ফোনটিতে শক্তিশালী প্রসেসর ও বড় স্ক্রিন দেওয়া হয়েছে। এছাড়া এই ফোনটির স্টাইল‌ও অতুলনীয়। এত কিছুর পরেও যদি Samsung Galaxy A71 এর সবচেয়ে বড় ফিচার সম্পর্কে জিজ্ঞাসা করা হয় তবে এক কথায় ফোনটির ক‍্যামেরা সেগমেন্ট সম্পর্কে উল্লেখ করা যায়। এই ফোনে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে এবং ফোনটির প্রাইমারি সেন্সরটি 64-megapixel এর। এর সঙ্গে এই ফোনে একটি Ultra Wide ক‍্যামেরা, একটি Macro এবং একটি Depth সেন্সর আছে। এই Depth সেন্সর পোর্ট্রেট ফোটোগ্ৰাফির জন্য ব‍্যবহৃত হয়। অর্থাৎ আপনি যদি স্মার্টফোন ফোটোগ্রাফার হয়ে থাকেন তবে এটি আপনার জন্য অনেক বড় একটি চয়েস। যখন ক‍্যামেরার প্রসঙ্গে এসেই গেছে তখন চলুন জেনে নেওয়া যাক কেন Samsung Galaxy A71 ফোনটিকে এর সেগমেন্টে বেস্ট ক‍্যামেরা স্মার্টফোন মনে করা হয়।

চারটি ক‍্যামেরার কামাল

Samsung Galaxy A71 ফোনটিতে L-Shape এর কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ক‍্যামেরা সেট‌আপের সঙ্গে এই ফোনে সিঙ্গেল এল‌ইডি ফ্ল‍্যাশ আছে। টেক্সচার্ড গ্ৰেডিং ফিনিশযুক্ত ব‍্যাক প‍্যানেলে রেয়ার ক‍্যামেরার প্লেসমেন্ট এমনভাবে করা হয়েছে যে পেছন দিক থেকে ফোনটি দেখতে আরও সুন্দর লাগে।

এই ফোনের রেয়ার ক‍্যামেরা সেট‌আপের প্রাইমারি ক‍্যামেরা সেন্সরটি 64-megapixel এবং এটি 30 FPS স্পীডে 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম। এই সেন্সরটি F/1.8 অ্যাপার্চাযুক্ত যা কম আলোতেও বেশি লাইট ক‍্যাপচার করতে পারে এবং এই ফোনের সাহায্যে রাতেও ভালো ফোটোগ্ৰাফি করা যায়। আবার এই ক‍্যামেরায় PDAF ফিচার‌ও সাপোর্ট করে যার সাহায্যে ফোটোগ্ৰাফি এবং ভিডিওগ্রাফির সময় ফাস্ট ফোকাস করা যায়।

এই ফোনের 64-megapixel এর ক‍্যামেরা হাই রেজলিউশনে ফোটোগ্ৰাফির অপশন দেয়। এর সাহায্যে অসাধারণ ডিটেইলিঙের সঙ্গে পিকচার ক‍্যাপচার করা যায়। এই ক‍্যামেরা এতটাই শক্তিশালী যে ইউজার আগে ফোটো শুট করে পরে প্রয়োজন মতো ক্রপ করলেও ছবির ডিটেইলিঙের এতটুকু তারতম্য হবে না। এছাড়াও এই ফোনে ফোটোগ্ৰাফির জন্য বিশেষ Night Mode ফিচার দেওয়া হয়েছে যা low light অবস্থাতেও সুন্দর ব্রাইটনেস ও ডিটেইলিঙের সঙ্গে ফোটো ক্লিক করতে পারে।

ফোনটির দ্বিতীয় সেন্সরটি 12-megapixel এর এবং এটি একটি Ultra Wide সেন্সর। এই ক‍্যামেরা ফোটোগ্ৰাফির সময় 123 Degree ফিল্ড অফ ভিউ দিতে পারে যা প্রায় আমরা খালি চোখে যতটা দেখতে পারি তার সমান। এর 13 এম‌এম লেন্সের সঙ্গে Auto HDR এর মতো ফিচার আছে যা সুন্দর ফোটোগ্ৰাফির ভরসা জোগায়। অর্থাৎ এই ফোনের সাহায্যে ইউজার এক‌ই ফ্রেমে অনেক কিছু ক‍্যাপচার করতে পারবেন।

Samsung Galaxy A71 এর তৃতীয় রেয়ার ক‍্যামেরা সেন্সরটি একটি 5-megapixel এর সেন্সর এবং এটি Macro লেন্স। এর সাহায্যে সাবজেক্টের একদম কাছে গিয়ে প্রায় 3.5cm দূর থেকে ফোটো ক‍্যাপচার করা যায়। এই ফোনের চতুর্থ ক‍্যামেরা সেন্সরটিও 5 মেগাপিক্সেলের একটি ডেপথ অফ ফিল্ড ইউনিট। অর্থাৎ এটি পোর্ট্রেট শট নেওয়ার সময় সহায়তা করে। ক‍্যামেরার সঙ্গে এতে HDR এবং Live Focus মোড আছে, এটি ব‍্যবহার করে ফোটো তোলার পরেও ব্লার এফেক্ট অ্যাডজাস্ট করা যায়।

এই ক‍্যামেরার যাদু ভিডিও সেকশনেও সমানভাবে কার্যকর। এই ফোনের মেইন সেন্সর, আল্ট্রা ওয়াইড এবং সেলফি ক‍্যামেরা 30 FPS স্পীডে 4K ভিডিও রেকর্ড করতে পারে। এছাড়া এই ফোনে সুপার স্লো মোশান ভিডিওর অপশন‌ও দেওয়া হয়েছে। Samsung Galaxy A71 ফোনটিতে 720p রেজলিউশনে 240 FPS স্পীডে স্লো মোশান ভিডিও শুট করা যায়। এছাড়াও এই ফোনে ভিডিওর জন্য আরও একটি অসাধারণ ফিচার আছে। এতে সুপার স্টেডি শট অপশন আছে যা 1080p রেজলিউশনে ভিডিও রেকর্ডের সময় ভিডিও স্টেবিলাইজেশন অফার করে।

বেস্ট ক্লাস ফিচার

ক‍্যামেরা ফিচার সম্পর্কে তো অনেক কথা হল, কিন্তু Samsung Galaxy A71 এ আরও অনেক অসাধারণ ফিচার আছে। এই কারণেই মিড রেঞ্জ সেগমেন্টে এটিকে একটি অসাধারণ ফোন বলে গন‍্য করা হয়। এই ফোনে 6.7 ইঞ্চির FHD+ sAMOLED Plus পাঞ্চ হোল ডিসপ্লে আছে। এই Punch-Hole কাট‌আউটের মধ্যেই ফোনটির 32-megapixel এর ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে। সবচেয়ে বড় কথা এই ফোনের ফ্রন্ট ক‍্যামেরার সঙ্গে Slow-mo selfie ফিচার দেওয়া হয়েছে। অর্থাৎ এবার ইউজারের সোশ্যাল নেটওয়ার্কিং প্রোফাইলের চমক‌ও আগের চেয়ে বাড়বে। 

ডিজাইন ও ডিসপ্লের মতোই পারফরম্যান্সের দিক থেকেও যথেষ্ট অ্যাডভান্স। এই ফোনে 8nm ফেব্রিকেশনযুক্ত Qualcomm Snapdragon 730 প্রসেসরের ক্ষমতা প্রদান করা হয়েছে। এর সঙ্গে এই ফোনে 8GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ আছে। আবার মাইক্রোএসডি কারৃড ব‍্যবহার করে এই ফোনের মেমরি 512GB পর্যন্ত এক্সপ‍্যান্ড করা যায়।

সিকিউরিটির জন্য কোম্পানি এই ফোনে অ্যাডভান্স ফিচার যোগ করেছে। এতে Samsung Knox সিকিউরিটি যুক্ত In Display ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। এই ফোনে Samsung Pay ফিচার‌ও আছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 25W super fast চার্জিং সাপোর্টেড 4,500 mAh এর ব‍্যাটারী দেওয়া হয়েছে। সবচেয়ে বড় কথা এত কিছু ফিচার পাওয়া যাবে মাত্র 7.7mm স্লিম একটি ডিভাইসের মধ্যে।

উপসংহার

অর্থাৎ দেখাই যাচ্ছে Samsung Galaxy A71 এমন একটি ফোন যা ক‍্যামেরা সেগমেন্টের দিক থেকে অতুলনীয় সে ফোটোগ্ৰাফিই হোক বা ভিডিওগ্রাফি। এছাড়া ফোনটির ডিজাইন, পারফরম্যান্স ও দীর্ঘ ব‍্যাটারী লাইফ একে একটি কমপ্লিট প‍্যাকেজে পরিণত করে, যা একটি মানুষের সব

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here