6 জিবি র‍্যাম ও 6.3 ইঞ্চির ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল স‍্যামসাং গ‍্যালাক্সি এ8 স্টার, আজ থেকে হবে সেল

স‍্যামসাং গ‍্যালাক্সি এ8 স্টার সম্পর্কে নানারকম লিক পাওয়া যাচ্ছিল। ফোনটির স্পেসিফিকেশন থেকে শুরু করে এর দাম পর্যন্ত বিভিন্ন মিডিয়া রিপোর্টে লিকের মাধ্যমে শেয়ার করা হচ্ছিল। আজ স‍্যামসাং তাদের এই হাইএন্ড ডিভাইসের ওপর থেকে পর্দা উঠিয়ে গ‍্যালাক্সি এ8 স্টার ভারতীয় বাজারে লঞ্চ করে দিয়েছে। কোম্পানির পক্ষ থেকে ফোনটি 34,990 টাকা দামে লঞ্চ করা হয়েছে।

স‍্যামসাং গ‍্যালাক্সি এ8 স্টার ফোনটি গ্লাস ও মেটাল ফ্রেমে তৈরি। এই ফোনে 18.5:9 আসপেক্ট রেশিওযুক্ত বেজল লেস সুপার এমোলেড ইনফিনিটি ডিসপ্লে দেওয়া হয়েছে যা 6.3 ইঞ্চির ফুল এইচডি+ স্ক্রিন সাপোর্ট করে। লেটেস্ট অ্যান্ড্রয়েডের সঙ্গে এতে প্রসেসিঙের জন্য কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 660 চিপসেট দেওয়া হয়েছে।

ওপ্পো লঞ্চ করল প্রথম ভি নচযুক্ত স্মার্টফোন এফ9 প্রো, এতে আছে 6 জিবি র‍্যাম ও ডুয়েল রেয়ার ক‍্যামেরা

স‍্যামসাঙের পক্ষ থেকে এই ফোনে 6 জিবি র‍্যাম দেওয়া হয়েছে। এতে 64 জিবি ইন্টারনাল মেমরি আছে যা মাইক্রোএসডি কার্ড দিয়ে 400 জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

ফোটোগ্ৰাফির জন্য এতে ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ফোনের ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশযুক্ত 16 মেগাপিক্সেল ও 24 মেগাপিক্সেলের দুটি ক‍্যামেরা সেন্সর আছে যা এফ/1.7 অ্যাপার্চার সাপোর্ট করে। সেলফির জন্য এই ফোনে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 24 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে।

4,500 এম‌এএইচ ব‍্যাটারী ও 4 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হল বেজল লেস স্মার্টফোন ইনফিনিক্স নোট 5

স‍্যামসাং গ‍্যালাক্সি এ8 স্টার একটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম ফোন।বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে এতে 3,700 এম‌এএইচ ব‍্যাটারী দেওয়া হয়েছে। স‍্যামসাং গ‍্যালাক্সি এ8 স্টার ফোনটির আজ অর্থাৎ 27শে আগস্ট থেকে আমাজন ইন্ডিয়ায় এক্সক্লুসিভ সেল শুরু হবে। এবং আগামী 5ই সেপ্টেম্বর থেকে ফোনটি রিটেইল স্টোর থেকেও কেনা যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here