অনবদ্য ডিজাইনের Samsung Galaxy A82 এর সঙ্গে মার্কেটে রাজত্ব করবে স‍্যামসাং

দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক কোম্পানি স‍্যামসাং সম্পর্কে অনেক দিন ধরেই খবর পাওয়া যাচ্ছে কোম্পানি দুই বছর আগে লঞ্চ করা Samsung Galaxy A80 এর আপগ্ৰেডেড ভার্সন লঞ্চের পরিকল্পনা করছে। কয়েক দিন আগেই আবার এই ফোনটি গীকবেঞ্চ সার্টিফিকেশন সাইটে স্পট করা হয়েছে। রিপোর্টে বলা হয় ওয়েবসাইটে স‍্যামসাঙের আপকামিং ডিভাইস SM-A826S মডেল নাম্বারের সঙ্গে লিস্টেড করা হয় এবং এটিই Samsung Galaxy A82 5G স্মার্টফোন। এবার ফোনটি Bluetooth SIG তে দেখা গেছে।

আরও পড়ুন: লঞ্চের আগেই চলে এল 108MP ক‍্যামেরাযুক্ত Realme 8 Pro এর বিশেষত্ব, দেখে নিন ডিটেইলস

ওয়েবসাইট লিস্টিং

ব্লুটুথ এস‌আইজি ওয়েবসাইটে Samsung Galaxy A82 5G ফোনটি ব্লুটুথ ভার্সন 5 এর সঙ্গে লিস্টেড করা হয়েছে। লিস্টিঙে ফোনটির মডেল নাম্বার SM-826S বলা হয়েছে। এর থেকে মনে করা হচ্ছে ফোনটি শীঘ্রই লঞ্চ হবে। উল্লেখ্য এখনও পর্যন্ত স‍্যামসাং Samsung Galaxy A82 5G সম্পর্কে কোনো তথ্য জানায়নি। তবে মনে করা হচ্ছে কোম্পানি খুব তাড়াতাড়ি তাদের এই আগামী ফোনটি মার্কেটে নিয়ে আসবে।

6GB RAM

কয়েক দিন আগে গীকবেঞ্চে Samsung Galaxy A82 5G ফোনটি কিছু স্পেসিফিকেশনের সঙ্গে যোগ করা হয়। লিস্টিং অনুযায়ী এই ফোনটি অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেম ও 6 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ করা হতে পারে। যদিও কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত অফিসিয়ালি Samsung Galaxy A82 5G এর লঞ্চ, দাম বা ফিচার সম্পর্কে কিছুই জানানো হয়নি। এই ফোনটি সিঙ্গেল কোরে 755 এবং মাল্টি কোরে 2630 পয়েন্ট পেয়েছে।

আরও পড়ুন: লো বাজেটে Realme C21 করল প্রবেশ, Xiaomi এর মার্কেট নষ্ট হ‌ওয়ার সম্মুখে

Samsung Galaxy A82 5G

গীকবেঞ্চে এই ফোনটি অ্যান্ড্রয়েডের লেটেস্ট অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 11 এর সঙ্গে লিস্টেড করা হয়েছে। বলা হয়েছে এতে 6 জিবি র‍্যাম দেওয়া হবে এবং ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 855 চিপসেটে রান করবে। মনে করিয়ে দিই এটি একটি 5জি চিপসেট। মিডিয়া রিপোর্ট অনুযায়ী এই Samsung Galaxy A82 5G তে 2.96 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসর থাকবে এবং গ্ৰাফিক্সের জন্য এতে অ্যাড্রিনো 640 জিপিইউ দেওয়া হবে।

Samsung Galaxy A80

Samsung Galaxy A80  ফোনটিতে 6.7 ইঞ্চির বড় ফুল এইচডি+ সুপার এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। কোম্পানি এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানার যোগ করেছে যা স্ক্রিনের নিচের অংশে অবস্থিত। এই ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে পেশ করা হয়েছে এবং অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 730জি চিপসেট আছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here