11ই অক্টোবর লঞ্চ হবে স‍্যামসাং গ‍্যালাক্সি এ9 প্রো (2018), স্ন‍্যাপড্রাগন 710 চিপসেটে রান করবে

গত সপ্তাহে স‍্যামসাং একটি টুইটের মাধ্যমে সবাইকে চমকে দিয়েছিল। স‍্যামসাং তাদের টুইটে “4এক্স” এর উল্লেখ করেছে এরপর টেক জগতে এবিষয়ে সমালোচনার ঝড় ওঠে যে এই কোরিয়ান কোম্পানি এবার 4 ক‍্যামেরাযুক্ত স্মার্টফোন পেশ করতে চলেছে। স‍্যামসাঙ টুইটের সঙ্গেই অফিসিয়ালি জানিয়েছে এই ফোনটি গ‍্যালাক্সি এ সিরিজের হবে এবং আগামী 11ই।অক্টোবর টেক জগতে পেশ করা হবে। এবার একটি নতুন লিকে স‍্যামসাঙের এই পরবর্তী ফোনটিকে গ‍্যালাক্সি এ9 প্রো বলা হয়েছে এবং এর সঙ্গেই এর স্পেসিফিকেশন সম্পর্কেও জানা গেছে।

স‍্যামসাং অনেক আগেই জানিয়ে দিয়েছিল যে আগামী 11ই অক্টোবর কোম্পানি একটি নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। খবর পাওয়া যাচ্ছে এই ফোনটি গ‍্যালাক্সি এ9 প্রো (2018) নামে টেক জগতে লঞ্চ করা হবে। আজ স‍্যামসাং টুইটারে একজন ইউজারকে রিপ্লাই দিতে গিয়ে।ফোনের প্রসেসর সম্পর্কে তথ্য দিয়েছে। টুইটারে এক ইউজার প্রশ্ন করে যে স‍্যামসাং গ‍্যালাক্সি এ সিরিজের এই নতুন ফোনে স্ন‍্যাপড্রাগন 845 চিপসেট দেওয়া হবে। এই টুইটের রিপ্লাইতে স‍্যামসাং লিখেছে ফোনে স্ন‍্যাপড্রাগন 710 চিপসেট দেওয়া হবে।

স‍্যামসাঙের এই জবাবের পর এটি স্পষ্ট হয়ে গেছে যে স‍্যামসাং গ‍্যালাক্সি এ9 প্রো (2018) এ কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 710 চিপসেট দেওয়া হবে। কোয়ালকমের এই চিপসেট হাইএন্ড ফ্ল‍্যাগশিপ স্মার্টফোন ও মিড রেঞ্জ স্মার্টফোনের মধ‍্যবর্তী প্রসেসিঙের পার্থক্য পূরণ করে। অর্থাৎ কম দামেও এই চিপসেট সীমিত স্পেসিফিকেশনেও ফাস্ট ও ল‍্যাক ফ্রি প্রসেসিং করতে সক্ষম।

লিক অনুযায়ী স‍্যামসাং গ‍্যালাক্সি এ9 প্রো (2018) তে ইনফিনিটি ডিসপ্লে দেওয়া হবে যা 18 5:9 আসপেক্ট রেশিও সাপোর্ট করবে। ফোনের ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশযুক্ত ডুয়েল রেয়ার ক‍্যামেরার সঙ্গে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হতে পারে। যতক্ষণ না পর্যন্ত স‍্যামসাঙের পক্ষ থেকে অন্য কোনো সঠিক তথ্য পাওয়া যায় ততক্ষণ এই আগামী স্মার্টফোনের স্পেসিফিকেশন সম্পর্কে কোনো কিছু বলা সম্ভব নয় তাই 11ই অক্টোবরের অপেক্ষা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here