স‍্যামসাং গ‍্যালাক্সি এ9এস 24শে অক্টোবর হবে লঞ্চ

স‍্যামসাং গত সপ্তাহে আন্তর্জাতিক স্তরে তাদের বিশেষ প্রযুক্তির ব্যবহার করে বিশ্বের প্রথম চার রেয়ার ক‍্যামেরাওয়ালা স্মার্টফোন গ‍্যালাক্সি এ9 পেশ করেছে। এই ফোনটি আপাতত মালয়েশিয়ার মার্কেটে লঞ্চ করা হয়েছে। একটি নতুন খবর পাওয়া গেছে যেখানে বলা হয়েছে স‍্যামসাং তাদের এ9 স্মার্টফোন সিরিজ চীনে লঞ্চ করতে চলেছে। শোনা যাচ্ছে আগামী 24শে অক্টোবর কোম্পানি চীনে একটি ইভেন্টের আয়োজন করতে চলেছে এবং এই ইভেন্টের মঞ্চেই কোম্পানি এ9এস স্মার্টফোন লঞ্চ করবে।

স‍্যামসাং গ‍্যালাক্সি এ9এস সম্পর্কে একটি টিজার ইমেজ ইন্টারনেটে শেয়ার করা হয়েছে যেখানে ফোনটির লঞ্চ ডেট ও টাইম সম্পর্কে বলা হয়েছে। এই ইমেজ অনুযায়ী গ‍্যালাক্সি এ9এস আগামী 24শে অক্টোবর দুপুর 4:30 এর সময় চীনে লঞ্চ করা হবে। প্রসঙ্গত স‍্যামসাং চীনে যে গ‍্যালাক্সি এ9এস লঞ্চ করবে তা মালয়েশিয়ায় লঞ্চ করা গ‍্যালাক্সি এ9 এরই দ্বিতীয় ভার্সন। তবে গ‍্যালাক্সি এ9এসের র‍্যাম ও প্রসেসর মালয়েশিয়াতে লঞ্চ হ‌ওয়া এ9 এর চেয়ে একটু আলাদা হতে পারে।

গ‍্যালাক্সি এ9 এর 4 ক‍্যামেরাওয়ালা রেয়ার ক‍্যামেরা সেট‌‌আপ এই ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব। ফোনটির ব‍্যাক প‍্যানেলে 24 মেগাপিক্সেল + 10 মেগাপিক্সেল + 8 মেগাপিক্সেল + 5 মেগাপিক্সেলের ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। সেলফির জন্য ফ্রন্ট প‍্যানেলে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 24 মেগাপিক্সেলের সেলফি ক‍্যামেরা দেওয়া হয়েছে। ফোনটি 18.5:9 আসপেক্ট রেশিওযুক্ত 1080 × 2280 পিক্সেল রেজলিউশনসহ 6.3 ইঞ্চির সুপার এমোলেড ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছে।

স‍্যামসাং গ‍্যালাক্সি এ9 অ্যান্ড্রয়েড 8.1 অরিওর সঙ্গে এক্সপেরিয়েন্স 8 5 ইউআইসহ পেশ করা হয়েছে যা কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 660 চিপসেটে রান করে। এতে গ্ৰাফিক্সের জন্য এড্রিনো 512 জিপিইউ দেওয়া হয়েছে। মালয়েশিয়াতে গ‍্যালাক্সি এ9এস 6 জিবি ও 8 জিবি র‍্যামের দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই দুটি ভেরিয়েন্টে 128 জিবি ইন্টারনাল মেমরি দেওয়া হয়েছে যা 512 জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

স‍্যামসাং গ‍্যালাক্সি এ9 ডুয়েল সিম, এন‌এফসি ও স‍্যামসাং পের সঙ্গে বেসিক কানেক্টিভিটি ফিচারযুক্ত। ফোনটির ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে এবং এতে ফেস আনলক ফিচার‌ও সাপোর্ট করে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে কুইক চার্জ 2.0 সাপোর্টের সঙ্গে 3,800 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। মালয়েশিয়ায় স‍্যামসাং গ‍্যালাক্সি এ9 512 ডলার দামে লঞ্চ করা হয়েছে যার ভারতীয় দাম প্রায় 43,000 টাকা। এখন আপাতত গ‍্যালাক্সি এ9 এর ভারতে লঞ্চ ডেট ও দাম জানার অপেক্ষা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here