স‍্যামসাঙের নতুন সূচনা গ‍্যালাক্সি জে3 স্টারের সঙ্গে

এই মাসেই টেক কোম্পানি স‍্যামসাং গ‍্যালাক্সি সিরিজে নতুন স্মার্টফোন গ‍্যালাক্সি জে3 (2018) লঞ্চ করেছে। ইউএস মার্কেটে ফোনটি লঞ্চ করা হয়েছে। সিরিজে পরিবর্তন ঘটিয়ে ফোনটির আর একটি ভার্সন স‍্যামসাং গ‍্যালাক্সি জে3 স্টার‌ও লঞ্চ করা হয়েছে। ফোনটি এখন শুধুমাত্র ইউএস মার্কেটে লঞ্চ করা হয়েছে যার দাম 175 ইউএস ডলার বা প্রায় 12,000 টাকা রাখা হয়েছে।

স‍্যামসাং গ‍্যালাক্সি জে3 স্টার ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব ফোনটি কোম্পানির প্রথম ফোন যা স্টার নামের সঙ্গে পেশ করা হয়েছে। এতদিন কোম্পানি শুধু প্রো, প্রাইম, ম‍্যাক্স, এস এবং নেক্সট নামে বিভিন্ন ফোনের পরবর্তী ভার্সন বের করত, সেখানে এটি প্রথম ফোন যা স্টার নামে পেশ করা হয়েছে। উন্নত কানেক্টিভিটির জন্য কোম্পানি এতে এলটিই ব‍্যান্ড 71 যোগ করেছে। এই ব‍্যান্ডের জন্য ইন্টারনেট ও নেটওয়ার্ক কানেকশন 4 গুণ ফাস্ট কাজ করবে।

স‍্যামসাং গ‍্যালাক্সি জে3 স্টার ফোনটি 1280 × 720 পিক্সেল রেজলিউশনযুক্ত 5 ইঞ্চির ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড 8.0 অরিও আধারিত 1.4 গিগাহার্টসের কোয়াডকোর প্রসেসরের সঙ্গে স‍্যামসাঙের এক্সনোস 7570 চিপসেটে রান করে। এতে 2 জিবি র‍্যাম ও 16 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে এবং মাইক্রোএসডি কার্ড ব‍্যবহার করে 256 জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

ফোটোগ্রাফির জন্য স‍্যামসাং গ‍্যালাক্সি জেড3 স্টারের ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশসহ এফ/1.9 অ্যাপার্চারের 8 মেগাপিক্সেলের রেয়ার ক‍্যামেরা ও সেলফির জন্য ফোনে এফ/2.2 অ্যাপার্চারের 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক‍্যামেরা আছে। গ্ৰাফিক্সের জন্য ফোনে মালী-টি720 জিপিইউ দেওয়া হয়েছে। ফোনে বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 2,600 এম‌এএইচ ব‍্যাটারী আছে। গ্লোবাল মার্কেটসহ ভারতে ফোনটি কবে লঞ্চ হবে তা জানার জন্য অপেক্ষা করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here