স‍্যামসাং গ‍্যালাক্সি জে6 প্লাস ও গ‍্যালাক্সি জে4 প্লাস হল অফিসিয়াল, এতে থাকছে ডুয়েল ক‍্যামেরার সঙ্গে 6 ইঞ্চির ইনফিনিটি ডিসপ্লে

কিছু দিন আগে খবর পাওয়া গেছিল খুব তাড়াতাড়ি স‍্যামসাং তাদের নতুন দুটি স্মার্টফোন লো বাজেট সেগমেন্টে পেশ করবে। গতকাল কোম্পানি দুটি নতুন ফোন তাদের ওয়েবসাইটে লিস্টেড করে দিয়েছে। কোম্পানি স‍্যামসাং গ‍্যালাক্সি জে4+ গ‍্যালাক্সি জে6+ লিস্টেড করে দিয়েছে আপাতত ভারতের ওয়েবসাইটে ফোনদুটির শুধু নাম ও মাত্র কয়েকটি ফিচারের উল্লেখ করা হয়েছিল। এবার কোম্পানি অফিসিয়ালি ফোনদুটি সম্পর্কে ঘোষণা করেছে। দাম জানা না গেলেও স্পেসিফিকেশন বলে দেওয়া হয়েছে।

স‍্যামসাং গ‍্যালাক্সি জে4+
স‍্যামসাং গ‍্যালাক্সি জে4 প্লাসে 720 × 1480 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6 ইঞ্চির আইপিএস এলসিডি ইনফিনিটি ডিসপ্লে দেওয়া হয়েছে। কোম্পানি এতে কার্ভড ডিসপ্লে ব‍্যবহার করেছে।

কোম্পানি চিপসেট সম্পর্কে না জানালেও অন‍্যান‍্য সূত্র থেকে জানা গেছে এতে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 425 চিপসেট রান করবে। স‍্যামসাং ক্লক স্পীড প্রসেসরের কথা বলেছে। এতে 1.4 গিগাহার্টসের অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। গ‍্যালাক্সি জে4+ 2 জিবি র‍্যাম ও 16 জিবি ইন্টারনাল স্টোরেজ এবং 3 জিবি র‍্যাম ও 32 জিবি ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে।

এই ফোনটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম 8.1 অরিওয় কাজ করে এবং এতে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 3,300 এম‌এএইচ ব‍্যাটারী দেওয়া হয়েছে। ফোটোগ্ৰাফির জন্য ফোনে এফ/1.9 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেল রেয়ার ক‍্যামেরা সেন্সর ও 5 মেগাপিক্সেলের সেলফি ক‍্যামেরা দেওয়া হয়েছে। এতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নেই। তবে 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম পাওয়া যাবে।

স‍্যামসাং গ‍্যালাক্সি জে6+
কোম্পানির দেওয়া তথ্য অনুযায়ী এই ফোনটিতে 1480 × 720 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6 ইঞ্চির স্ক্রিন পাওয়া যাবে। এই ফোনটি 3 জিবি ও 4 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে।

ফোটোগ্ৰাফির দিক থেকে ফোনটি যথেষ্ট উন্নত। এই ফোনে ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এর একটি সেন্সর এফ/1.9 অ্যাপার্চারের 13 মেগাপিক্সেলের ও অপরটি এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 5 মেগাপিক্সেলের।

গ‍্যালাক্সি জে6 প্লাসে সেলফির জন্য 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে। এতেও 1.4 গিগাহার্টসের অক্টাকোর প্রসেসর আছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 3,300 এম‌এএইচ ব‍্যাটারী আছে। আপাতত দাম সম্পর্কে কিছু বলা হয়নি। খবর অনুযায়ী আগামী 25শে সেপ্টেম্বর এই ফোনটি ভারতে লঞ্চ হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here