স‍্যামসাং গ‍্যালাক্সি জে6+ ও গ‍্যালাক্সি জে4+ এ পাওয়ার বাটনে থাকবে ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানার, কোম্পানির ওয়েবসাইটে হল লিস্টেড

স্মার্টফোনের দৌড়ে শাওমির কাছে পিছিয়ে পড়ে স‍্যামসাং আরও বেশি অ্যাগ্ৰেসিভ হয়ে উঠেছে। কিছু দিন আগে কোম্পানি অফলাইন স্টোরে গ‍্যালাক্সি এ6, গ‍্যালাক্সি এ6 প্লাস, গ‍্যালাক্সি জে8;ও গ‍্যালাক্সি জে4 এর মত ফোন পেশ করেছে। অনলাইনের ক্ষেত্রে কোম্পানি অন8 এর মত ফোন লঞ্চ করেছে। আরও একবার কোম্পানি বাজেট সেগমেন্টে নতুন দুটি ফোন পেশ করতে চলেছে এবং এই ফোনদুটির তথ্য স‍্যামসাং তাদের ওয়েবসাইটে লিস্টেড করে দিয়েছে। খুব তাড়াতাড়ি ভারতে স‍্যামসাং গ‍্যালাক্সি জে6+ ও গ‍্যালাক্সি জে4+ লঞ্চ হতে চলেছে। এখনও পর্যন্ত ফোনদুটির লঞ্চ ডেট ঘোষণা করা হয়নি তবে মনে করা হচ্ছে আগামী সপ্তাহের মধ্যে ফোনগুলি টেক জগতে চলে আসবে।

স‍্যামসাঙের ওয়েবসাইটে লিস্টেড করা এই ফোনের শুধুমাত্র ফোটোগ্ৰাফ ও কিছু ফিচারের উল্লেখ করা আছে। কোম্পানি এখনও ফুল স্পেসিফিকেশন জানায়নি। কোম্পানি ওয়েবসাইটে ইনফিনিটি ফান লিখেছে। প্রসঙ্গত স‍্যামসাং তাদের বেজল লেস স্ক্রিনকে ইনফিনিটি ডিসপ্লে বলে থাকে। মনে করা হচ্ছে এতেও এমনই কিছু দেখা যাবে। ফোটোয় স্পষ্ট দেখা গেছে যে এতে বেজল লেস ডিসপ্লে দেওয়া হয়েছে।

এই ফোনের বিশেষত্ব এর ডিজাইন। স‍্যামসাং গ‍্যালাক্সি জে4+ ও গ‍্যালাক্সি জে6+ এ সাইড ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানার দেখা যাবে। এই প্রথম স‍্যামসাং পাওয়ার বাটনে ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানার দিচ্ছে। এই ফিচার এর আগে সোনীর হাইএন্ড ফোনগুলিতে দেখা যেত।

ওয়েবসাইটের তথ্য অনুযায়ী স‍্যামসাং গ‍্যালাক্সি জে4+ ও গ‍্যালাক্সি জে6+ এ ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেখা যাবে। কোম্পানি আপাতত সেলফি ক‍্যামেরা সম্পর্কে কিছু জানায়নি। এতে অ্যানিমোজির মত ফিচার পাওয়া যাবে।

কিছু দিন আগে তাইবানের সার্টিফিকেশন সাইট এনসিসিতে স‍্যামসাং গ‍্যালাক্সি জে6+ ও গ‍্যালাক্সি জে4+ লিস্টেড হতে দেখা গেছে। এছাড়া এফসিসিতেও ফোনদুটি লিস্টেড হয়েছে। গ‍্যালাক্সি জে6+ এস‌এম-জে610 মডেল নাম্বারের সঙ্গে লিস্টেড করা হয়েছে। এবং গ‍্যালাক্সি জে4+ এর মডেল নাম্বার এস‌এম-জে415 বলা হয়েছে। এখানেও ফোনের সম্পর্কে বেশি তথ্য দেওয়া নেই তবে এর মেমরি সম্পর্কে বলা হয়েছে। গ‍্যালাক্সি জে6 প্লাস/প্রাইম 64 জিবি ইন্টারনাল স্টোরেজসহ লঞ্চ করা হবে এবং গ‍্যালাক্সি জে4 প্রাইমে 32 জিবি ইন্টারনাল মেমরি থাকতে পারে।

লিক অনুযায়ী স‍্যামসাং গ‍্যালাক্সি জে6+ কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 450 চিপসেটে রান করতে পারে। এর সঙ্গে ফোনটি 3 জিবি র‍্যাম + 4 জিবি মেমরি ও 4 জিবি র‍্যাম + 64 জিবি মেমরি ভেরিয়েন্টে লঞ্চ হতে পারে। ফোটোগ্ৰাফির জন্য এতে 13 মেগাপিক্সেলের ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ ও 8 মেগাপিক্সেলের সেলফি ক‍্যামেরা দেওয়া হতে পারে‌। স‍্যামসাং এই ফোনটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম 8.1 অরিওর সঙ্গে পেশ করতে পারে এবং পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 3,000 এম‌এএইচ ব‍্যাটারী দেখা যেতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here