স‍্যামসাং গ‍্যালাক্সি জে7 প্লাস ও গ‍্যালাক্সি জে4 প্লাস 24শে সেপ্টেম্বর হতে পারে লঞ্চ

স‍্যামসাং গ‍্যালাক্সি জে সিরিজের দুটি স্মার্টফোন দীর্ঘদিন ধরে সমালোচনার শীর্ষে উঠে রয়েছে। গ‍্যালাক্সি জে7 প্রাইম ও গ‍্যালাক্সি জে4 প্লাস সম্পর্কে একের পর এক লিক সামনে এসে চলেছে। ফোটো ও স্পেসিফিকেশন সম্পর্কিত খবর সামনে আসার পর জে7 প্রাইম/জে7 প্লাস ও গ‍্যালাক্সি জে4 প্লাসের লঞ্চ ডেট‌ও সামনে এসেছে। একটি লিক থেকে জানা গেছে স‍্যামসাং তাদের গ‍্যালাক্সি জে সিরিজের এই দুটি স্মার্টফোন আগামী 24শে সেপ্টেম্বর ভারতে লঞ্চ করবে।

স‍্যামসাং এখনও পর্যন্ত তাদের গ‍্যালাক্সি জে7 প্লাস ও গ‍্যালাক্সি জে4 প্লাসের লঞ্চ ডেট জানায়নি কিন্তু এক টিপস্টার তার টুইটার হ‍্যান্ডেলের মাধ্যমে ফোন লঞ্চ সম্পর্কিত তথ্য প্রকাশ করেছে। এই টুইটে বলা হয়েছে আগামী 24শে সেপ্টেম্বর গ‍্যালাক্সি জে7 প্লাস ও গ‍্যালাক্সি জে4 প্লাস ফোনদুটি ইন্ডিয়ান টেক মার্কেটে লঞ্চ করা হবে। তবে এই টুইটে ফোনের দাম বা এর সেল সম্পর্কে কিছু বলা হয়নি।

এই লিকে ফোনদুটির কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশনের কথাও বলা হয়েছে। লিক অনুযায়ী গ‍্যালাক্সি জে7 প্লাসে 4 জিবি র‍্যাম দেওয়া হবে এবং গ‍্যালাক্সি জে4 প্লাসে 3 জিবি র‍্যাম দেওয়া হতে পারে। ফোটোগ্ৰাফির জন্য গ‍্যালাক্সি জে7 প্লাসের ব‍্যাক প‍্যানেলে 13 মেগাপিক্সেল ও 5 মেগাপিক্সেলের ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হবে। গ‍্যালাক্সি জে4 প্লাসে 13 মেগাপিক্সেলের সিঙ্গেল রেয়ার ক‍্যামেরা দেওয়ার কথা লিকে বলা হয়েছে।

সেলফির জন্য গ‍্যালাক্সি জে7 প্লাসে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হতে পারে এবং গ‍্যালাক্সি জে4 প্লাস 5 মেগাপিক্সেলের সেলফি ক‍্যামেরাসহ লঞ্চ করা হতে পারে। এই টুইটে বলা হয়েছে গ‍্যালাক্সি জে4 প্লাসে 32 জিবি স্টোরেজ দেওয়া হবে। যেহেতু স‍্যামসাং এখনও পর্যন্ত গ‍্যালাক্সি জে7 প্লাস ও গ‍্যালাক্সি জে4 প্লাস সম্পর্কে কোনো ঘোষণা করেনি তাই এখন কোম্পানির অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here