স্যামসাঙ ভারতে তাদের Samsung Galaxy M16 এবং Samsung Galaxy M06 স্মার্টফোন লঞ্চ করেছে। এই ফোনদুটি স্টাইলিশ লুক এবং দুর্দান্ত স্পেসিফিকেশন সহ পেশ করা হয়েছে। Samsung Galaxy M16 ফোনের ডিটেইলস জানার জন্য এখানে ক্লিক করুন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Samsung Galaxy M06 স্মার্টফোনের দাম, সেল ডিটেইলস, ফিচার ও স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।
Samsung Galaxy M06 5G এর দাম
- 4GB RAM + 128GB Storage – 9,999 টাকা
- 6GB RAM + 128GB Storage – 11,499 টাকা
Samsung Galaxy M06 5G ফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনের 4GB RAM ভেরিয়েন্টের দাম 9,999 টাকা এবং 6GB RAM ভেরিয়েন্টের দাম 11,999 টাকা রাখা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই 5G ফোনটিতে 500 টাকার ব্যাঙ্ক ডিসকাউন্ট দেওয়া হবে, এরপর ফোনটি দাম যথাক্রমে 9,499 টাকা এবং 10,999 টাকা দামে সেল করা হবে। 7 মার্চ থেকে Galaxy M06 5G ফোনটি Sage Green এবং Blazing Black মতো কালার অপশনে সেল শুরু হবে।
Samsung Galaxy M06 5G এর স্পেসিফিকেশন
- 6.74″ HD+ Display
- MediaTek Dimensity 6300
- 6GB RAM + 128GB Storage
- 50MP Rear Camera
- 8MP Selfie Camera
- 25W 5,000mAh Battery
ডিসপ্লে: Samsung Galaxy M06 5G ফোনটি 6.74 ইঞ্চির এইচডি + ডিসপ্লে সহ লঞ্চ করা হয়েছে। এই ওয়াটারড্রপ নচ স্ক্রিনে 800নিটস ব্রাইটনেস সাপোর্ট করে।
প্রসেসর: Samsung Galaxy M06 5G ফোনটি অ্যান্ড্রয়েড 15 সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনে 4 জেনারেশন ওএস আপডেট এবং 4 বছরের সিকিউরিটি আপডেট রয়েছে। প্রসেসিঙের জন্য ফোনে 6 ন্যানোমিটার ফেব্রিকেশন দিয়ে তৈরি 2.4GHz ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি 6300 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে।
স্টোরেজ: ভারতীয় বাজারে Samsung Galaxy M06 5G ফোনটি 4GB RAM এবং 6GB RAM সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনে এক্সটেন্ডেড RAM ফিচার রয়েছে, ফলে 4GB ফিজিক্যাল RAM এবং 4GB ভার্চুয়াল RAM ও 6GB RAM ফিজিক্যাল RAM এবং 6GB ভার্চুয়াল RAM এর সহযোগিতায় 8GB এবং 12GB RAM এর পারফরমেন্স পাওয়া যায়। এই ফোনে 128GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ লাইট সহ এফ/1.8 অ্যাপারর্চাড়যুক্ত 50 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য Galaxy M06 5G ফোনে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Samsung Galaxy M06 5G ফোনে 25 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার সাপোর্টেড শক্তিশালী 5,000এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।
অন্যান্য ফিচার: Samsung Galaxy M06 5G ফোনটিতে দুর্দান্ত 5G নেটওয়ার্ক এবং ফাস্ট ইন্টারনেট স্পীডের জন্য 12 5G Bands দেওয়া হয়েছে। ডেটা ট্রান্সফার করার জন্য ফোনে Quick Share ও সিকিউরিটির জন্য ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে।