স্যামসাঙ লোয়ার মিড রেঞ্জে তাদের Galaxy M16 5G এবং Galaxy F16 5G স্মার্টফোনদুটি নিয়ে আসতে চলেছে। ভারতের BIS সার্টিফিকেশন সাইটে দুটি ফোন লিস্টেড হয়েছে, তাই শীঘ্রই ফোনটি লঞ্চ করা হবে বলে আভাস পাওয়া যাচ্ছে। আগেই এই ফোনের সাপোর্ট পেজ স্পট হয়েছিল, তবে এতে শুধুমাত্র মডেল নাম্বার লিস্টেড ছিল। তবে এবার আমরা ফোনের অফিসিয়াল নাম এবং সম্ভাব্য ভ্যানিলা মডেলের RAM ভেরিয়েন্ট সম্পর্কে জানতে পেরেছি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আপকামিং স্যামসাঙ ফোনের ডিটেইলস সম্পর্কে।
Samsung Galaxy M16 5G, F16 5G এর ইন্ডিয়া সাপোর্ট পেজ
আমরা আবারও Samsung India ওয়েবসাইটে Galaxy M16 5G এবং Galaxy F16 5G ফোনদুটির সাপোর্ট পেজ স্পট করেছি।
এইবার স্যামসাঙের পক্ষ থেকে পেজটি আপডেট করা হয়েছে, এর মাধ্যমে Galaxy M16 5G ফোনের মডেল নাম্বার SM-M166P/DS এবং Galaxy F16 5G ফোনের মডেল নাম্বার SM-E166P/DS হবে বলে জানা গেছে।
এর আগে Galaxy M15 5G ফোনের 4GB এবং 6GB RAM অপশন লঞ্চ করা হয়েছিল। তবে ভারতে Galaxy F15 5G ফোনটি 4GB, 6GB এবং 8GB RAM অপশনে পেশ করা হয়েছিল। তাই নতুন ফোনটিও আলাদা আলাদা ভেরিয়েন্টে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। একইভাবে গীকবেঞ্চ লিস্টিঙের মাধ্যমে ফোনটিতে 8GB RAM সাপোর্ট করবে বলে আভাস পাওয়া গেছে।
এই ফোনগুলি সম্পর্কে কোনো ধরনের তথ্য জানা গেলে, পোস্টের মাধ্যমে আপডেট করে দেওয়া হবে।
Samsung Galaxy M16 5G, F16 5G এর ডিটেইলস
আপকামিং Galaxy M16 5G ফোনে ডুয়েল সিম, ডুয়েল ব্যান্ড Wi-Fi, Android 15 এবং MediaTek Dimensity 6300 SoC চিপসেট (ARM Mali G57 MC2 GPU সহ) সহ লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।
এই ফোনের আগের মডেলগুলিতে Dimensity 6100+ প্রসেসর ছিল। এই ফোনে Dimensity 6300 একটি আপগ্রেড রয়েছে, এতে কিছুটা ওভারক্লকড Cortex A76 পারফরমেন্স দেওয়া হয়েছে, যা 2.4GHz ফ্রিকোয়েন্সিতে কাজ করে।
Samsung Galaxy M16 5G, F16 5G এর সম্ভাব্য প্রাইস রেঞ্জ
আগের এফ এবং এম সিরিজে মডেলের দাম 15,000 টাকার চেয়ে কম ছিল। তাই আপকামিং Galaxy M16 5G এবং Galaxy F16 5G ফোনগুলি ভারতে 15,000 টাকা কম দামে লঞ্চ করা হতে পারে বলে আশা করা হচ্ছে। কোম্পানির ধারা অনুযায়ী F-সিরিজের ফোনটি Flipkart এর এবং M-সিরিজের ফোনটি Amazon এর মাধ্যমে লঞ্চ করা হবে। এর মাধ্যমে বোঝা যাচ্ছে কোন সিরিজ কোন প্ল্যাটফর্মের মাধ্যমে সেল করা হবে।
এছাড়া 2024 সালের মার্চ মাসে Galaxy M15 5G এবং F15 5G ফোনটি লঞ্চ করা হয়েছিল। তাই আগামী মাসে ফোনটিগুলি পেশ করা হতে পারে।