Samsung ভারতে একটি নতুন 5G স্মার্টফোন লঞ্চের প্রস্ততি নিচ্ছে। কিছু দিন আগেই কোম্পানির পক্ষ থেকে Samsung Galaxy M36 5G ফোনের টিজার জারি করা হয়েছিল। এবার অফিসিয়ালি এই আপকামিং ফোনটির লঞ্চ ডেট জানিয়ে দেওয়া হয়েছে। আগামী 27 জুন দুপুর 12টার সময় এই ফোনটি লঞ্চ করা হবে এবং শপিং সাইট আমাজনের মাধ্যমে ফোনটি সেল করা হবে। আমাজনে এই ফোনটির মাইক্রো সাইট লাইভ করে দেওয়া হয়েছে। জানিয়ে রাখি লঞ্চ ডেটের পাশাপাশি কিছু ফিচার এবং লুকও প্রকাশ্যে এসেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই আপকামিং ফোনটি সম্পর্কে।
Samsung Galaxy M36 5G ফোনের লঞ্চ ডেট, ডিজাইন এবং কালার অপশন
নিচে দেওয়া টিজার ইমেজে দেখা যাচ্ছে Samsung Galaxy M36 5G ফোনটি 27 জুন দুপুর 12টার সময় ভারতে লঞ্চ করা হবে। অফলাইন ইভেন্টের মাধ্যমে এই ফোনটি পেশ করা হবে। শপিং সাইট আমাজনের পাশাপাশি অন্যান্য রিটেইল আউটলেটের মাধ্যমেও এই ফোনটি সেল করা হবে।
Samsung Galaxy M36 5G ফোনটি প্রিমিয়াম ডিজাইন সহ Serene Green, Velvet Black এবং Orange Haze কালার অপশনে পেশ করা হবে। এই ফোনটির থিকনেস মাত্র 7.7mm রাখা হয়েছে। জানিয়ে রাখি আগের Galaxy M35 5G ফোনের তুলনায় এই ফোনটি 15% বেশি পাতলা তৈরি করা হয়েছে।
Samsung Galaxy M36 5G ফোনের স্পেসিফিকেশন
ডিসপ্লে
আমাজন টিজার থেকে জানা গেছে এই ফোনের স্ক্রিনে Corning Gorilla Glass Victus+ প্রোটেকশন দেওয়া হবে। এটি 4 গুণ বেশি স্ক্র্যাচ রেজিস্টেন্স ebn 2.0 মিটার উঁচু থেকে পরে গেলে ক্ষতি হবে না।
ক্যামেরা
Samsung Galaxy M36 5G ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে 50MP OIS প্রাইমারি সেন্সর, 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2MP ম্যাক্রো লেন্স দেওয়া হবে। এই ফোনে 13MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হবে। এই ফোনের ক্যামেরায় অটো নাইট মোড, নাইট পোর্ট্রেট, মাল্টি ফ্রেম সিন্থেসিস, AI ডেপ্থ ম্যাপ, ডুয়েল 4K রেকর্ডিং, অবজেক্ট ইরেজার, ইমেজ ক্লিয়ার এবং এডিট অ্যাডভাইসের মতো বেশ কিছু উল্লেখযোগ্য ফিচার পাওয়া যাবে।
AI ফিচার এবং সার্চ
এই আপকামিং ফোনটিতে Circle to Search ফিচার থাকবে, এর সাহায্যে ইউজাররা কোনো টেক্সট, ইমেজ বা মিউজিক সরাসরি সার্কেল করেই সার্চ করতে পারবেন। এর সঙ্গে Google Gemini Live এর মাধ্যমে যে কোনো প্রশ্নের উত্তর পাওয়া যাবে। AI Select এর মাধ্যমে ইউজাররা সহজেই ডকুমেন্ট অর্গানাইজ থেকে ক্রিয়েটিভ টাস্কের মতো বিভিন্ন প্রফেশনাল কাজ করতে পারবেন।