লঞ্চের আগেই সামনে এলো Samsung Galaxy M40 এর ফুল স্পেসিফিকেশন, ভারতে আসছে 11 জুন

Samsung ভারতে তাদের এম সিরিজের ফোনের সংখ্যা বাড়িয়ে কোম্পানির নতুন স্মার্টফোন Galaxy M40 লঞ্চ করতে চলেছে। আগামী 11 জুন কোম্পানি ভারতে একটি ইভেন্টের আয়োদন করতে চলেছে এবং এই ইভেন্টের মঞ্চেই কোম্পানি Samsung Galaxy M40 ফোনটি লঞ্চ করবে। ফোনটি লঞ্চের আগেই স‍্যামসাং ইন্ডিয়ার বিজনেস হেড অসীম বারসি আমাদের Samsung Galaxy M40 এর ক‍্যামেরা সেগমেন্ট ও ফোনটির দাম সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দিয়েছেন। এবার একটি নতুন লিকের মাধ্যমে Samsung Galaxy M40 এর স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে।

ভারতে আসতে চলেছে Xiaomi Redmi K20 Pro, প্রতিযোগিতার মুখে পড়বে OnePlus 7 Pro

স‍্যামমোবাইল তাদের একটি রিপোর্টে Samsung Galaxy M40 এর স্পেসিফিকেশন সম্পর্কে তথা শেয়ার করেছে। আগেই জানা গেছে এই ফোনটি কোম্পানির তরফ থেকে ইনফিনিটি ও ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হবে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে ট্রিপল রেয়ার ক‍্যামেরার সঙ্গে সেলফির জন্য এতে পাঞ্চ হোল ক‍্যামেরা দেওয়া হবে। স‍্যামসাঙের আধিকারিক জানিয়েছেন ভারতে Samsung Galaxy M40 20 থেকে 25 হাজার টাকার মধ‍্যবর্তী দামে সেল করা হবে। এবার ফোনটি লঞ্চের আগে এই ওয়েবসাইট ফোনটির সমস্ত স্পেসিফিকেশন ইন্টারনেটে শেয়ার করে দিয়েছে।

Samsung Galaxy M40 সম্পর্কে স‍্যামমোবাইল জানিয়েছে এই ফোনটি ইনফিনিটি ও ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হবে। এতে 2340 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.3 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে থাকবে। রিপোর্ট অনুযায়ী স‍্যামসাঙের এই স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 9 পাই আউট অফ দা বক্সের সঙ্গে পেশ করা হবে এবং এই ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 675 চিপসেটে রান করবে। রিপোর্টে বলা হয়েছে Samsung Galaxy M40 ভারতে 6 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ করা হবে। এর সঙ্গে এই ফোনে 128 জিবি ইন্টারনাল মেমরি থাকবে।

Exclusive : মাত্র 11,990 টাকা দামে সেল করা হবে Vivo Y12, এতে আছে ট্রিপল রেয়ার ক‍্যামেরা ও 5,000 এম‌এএইচ ব‍্যাটারী

ফোটোগ্ৰাফির জন্য এতে ট্রিপল রেয়ার ক‍্যামেরা দেওয়া হবে। ফোনের ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে 32 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর দেওয়া হবে। এর সঙ্গে Samsung Galaxy M40 তে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর ও একটি 5 মেগাপিক্সেলের ক‍্যামেরা সেন্সর দেওয়া হবে। সেলফির জন্য এই ফোনের ডিসপ্লের হোলে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হবে। প্রসঙ্গত স্বয়ং স‍্যামসাং 32 মেগাপিক্সেল রেয়ার ও 16 মেগাপিক্সেল সেলফি ক‍্যামেরার কথা জানিয়েছে।

Samsung Galaxy M40 সম্পর্কে এই রিপোর্টে বলা হয়েছে এই ফোনে 3,500 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হবে। তবে স‍্যামসাঙের আধিকারিক অসীম বাসরি তাঁর বক্তব্যে জানিয়েছিলেন এই ফোনে 4,000 এম‌এএইচের চেয়েও বড়ো ব‍্যাটারী দেওয়া হচ্ছে। তাই স‍্যামমোবাইলের শেয়ার করা ব‍্যাটারীসহ অন‍্যান‍্য স্পেসিফিকেশন কতটা সঠিক তা বলা সম্ভব নয়।

Exclusive : Xiaomi ও Samsung কে টক্কর দিতে LG আনতে চলেছে কম দামে ট্রিপল রেয়ার ক‍্যামেরাওয়ালা স্মার্টফোন

Samsung Galaxy M40 এর জন্য শপিং সাইট আমাজন ইন্ডিয়াতে প্রোডাক্ট পেজ বানিয়ে দেওয়া হয়েছে যা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে এই ফোনটি এই ই-কমার্স সাইটেই বিক্রি করা হবে। ফোনটির দাম ও সেল সম্পর্কে তথ্য আগামী 11 জুন‌ই পাওয়া যাবে। প্রসঙ্গত গ‍্যালাক্সি এম সিরিজে কোম্পানি এখনও পর্যন্ত 2 মিলিয়নের‌ও বেশি ইউনিট স্মার্টফোন বিক্রি করেছে। এই সিরিজে Samsung Galaxy M10, Galaxy M20 ও Galaxy M30 বেচা হয়। আগামী 15 জুন কোম্পানি ভারতে Samsung Galaxy A80 ফোনটিও লঞ্চ করতে চলেছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here