4,000 এম‌এএইচ ব‍্যাটারী, 6 জিবি র‍্যাম ও 48 মেগাপিক্সেল ট্রিপল রেয়ার ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হল Huawei Y9s

Huawei সম্পর্কে দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছে যে কোম্পানি আন্তর্জাতিক মঞ্চে তাদের “ওয়াই” সিরিজের ফোনের সংখ্যা বাড়ানোর জন্য একটি ফোন লঞ্চ করতে চলেছে এবং এই উদ্দেশ্য নিয়েই কোম্পানি Huawei Y9s নামে একটি স্মার্টফোন পেশ করবে। এবার কোম্পানি টেক জগতে Huawei Y9s ফোনটি পেশ করে আন্তর্জাতিক মঞ্চে লঞ্চ করে দিয়েছে। Huawei Y9s ফোনটি কোম্পানির গ্লোবাল ওয়েবসাইটে লিস্টেড করা হয়েছে এবং এই ফোনটি ইরাকে অফিসিয়ালি লঞ্চ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে Huawei Y9s ফোনটি হাইএন্ড স্পেসিফিকেশন যোগ করে পেশ করা হয়েছে।

আরও পড়ুন : একটি বা দুটি নয়, পুরো 5টি ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হবে LG এর নতুন স্মার্টফোন, লিক হল পেটেন্ট

Huawei Y9s লুক

Huawei তাদের এই ফোনটি বেজল লেস ফুল ভিউ ডিসপ্লের সঙ্গে পেশ করেছে। ফোনটির ফ্রন্ট প‍্যানেলে কোনো নচ দেওয়া হয়নি। ডিসপ্লের তিনদিক সম্পূর্ণ বেজল লেস হলেও নিচের দিকে একটু চ‌ওড়া বডি পার্ট দেওয়া হয়েছে। Huawei Y9s এর ওপরের প‍্যানেলে বাঁদিক ঘেঁষে পপ আপ ক‍্যামেরা দেওয়া হয়েছে, যা সেলফির কম‍্যান্ড দেওয়ামাত্র বাইরে বেরিয়ে আসে। পপ আপ ছাড়া ফোনটির ওফরের প‍্যানেলে অন‍্য কোনো পোর্ট দেওয়া হয়নি।

Huawei Y9s এর ব‍্যাক প‍্যানেলে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে ওপরের বাঁদিকে এই ক‍্যামেরা সেট‌আপ অবস্থিত। ক‍্যামেরা সেট‌আপের ঠিক নিচে ফ্ল‍্যাশ লাইট দেওয়া হয়েছে। এই ফ্ল‍্যাশ লাইটের নিচে ক‍্যামেরা ডিটেইলস লেখা আছে। তবে ফোনের ব‍্যাক প‍্যানেলে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নেই। কোম্পানি এই সিকিউরিটি সেন্সরটি ফোনের ডানদিকের প‍্যানেলে দিয়েছে যা লং প্রেস করলে পাওয়ার বাটনের কাজ করে। এই প‍্যানেলে ভলিউম রকার বাটন‌ও অবস্থিত। Huawei Y9s এর নিচের প‍্যানেলে ইউএসবি পোর্ট, স্পীকার এবং 3.5 এম‌এম অডিও জ‍্যাক আছে।

আরও পড়ুন : লঞ্চের আগেই চলে এল Vivo V17 এর রিয়েল ফোটো, একদম অন‍্য ধরনেরহবে এই ফোনের ক‍্যামেরা ডিজাইন

Huawei Y9s স্পেসিফিকেশন

Huawei Y9s ফোনটি 91 শতাংশ স্ক্রিন টু বডি রেশিওযুক্ত আল্ট্রা ফুল ভিউ ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে যা 1080 × 2340 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.59 ইঞ্চির ফুল এইচডি+ ওএল‌ইডি স্ক্রিন সাপোর্ট করে। এই স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 9 পাইযুক্ত ইএম‌ইউআই 9.1 এর সঙ্গে পেশ করা হয়েছে যা 2.2 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে হুয়াইয়ের নিজস্ব কিরীন 710 চিপসেটে রান করে। 

ফোটোগ্ৰাফির জন্য এই ফোনে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। Huawei Y9s এর ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এর সঙ্গে এই ক‍্যামেরা সেট‌আপে এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং এফ/2.4 অ্যাপার্চারের‌ই ক্ষমতাসম্পন্ন 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর আছে। সেলফির জন্য Huawei Y9s এ এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 16 মেগাপিক্সেলের পপ আপ ক‍্যামেরা দেওয়া হয়েছে। 

আরও পড়ুন : এই বছরই লঞ্চ হতে পারে Xiaomi Redmi K30, জানা গেল Redmi K30 Pro

Huawei Y9s একটি ডুয়েল সিম স্মার্টফোন যা 4জি এলটিই সাপোর্ট করে। সিকিউরিটি ও ফোন আনলকের জন্য এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য কোম্পানি এই ফোনে 4,000 এম‌এএইচের ব‍্যাটারী যোগ করেছে। ইরাকে Huawei Y9s ফোনটি 6 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি ইন্টারনাল স্টোরেজসহ পেশ করা হয়েছে এবং সেখানে ভারতীয় টাকা অনুযায়ী ফোনটির দাম প্রায় 17,000 টাকা। 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here